ক্রীড়া ডেস্ক
জিতলেই সেমিফাইনালের ফাড়া কাটাতে পারত আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। কিন্তু আগের পাঁচবারের মতোই আটকে গেছে আলবিসেলেস্তারা। ষষ্ঠবারের মতো শেষ চারে খেলেও বিশ্বকাপের ফাইনালে ওঠা হলো না তাদের।
জাভার সুরাকার্তা স্টেডিয়ামে আজ আবার ‘যমদের’ কাছেই হেরেছে আর্জেন্টিনা। ছোট-বড় সব টুর্নামেন্টেই সবচেয়ে বেশিবার কাঁদিয়েছে জার্মানিরা। বড়দের ২০০৬ থেকে ২০১৪ টানা তিন বিশ্বকাপে প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিয়েছেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা। সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়েছে ২০১৪ বিশ্বকাপ। মেসুত ওজিল-থমাস মুলারদের কাছে ফাইনালে হেরে যান তাঁরা।
এবার আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলকেও যন্ত্রণাটা দিল জার্মানির অনূর্ধ্ব-১৭ দল। সেমিতে আর্জেন্টিনাকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো যুবাদের ফাইনালে উঠেছে জার্মানি। প্রথমবার ১৯৮৫ বিশ্বকাপে উঠেছিল তারা।
সুরাকার্তায় দুর্দান্ত এক ম্যাচই উপহার দিয়েছে দুই দল। শুরুর ৯ মিনিটেই এগিয়ে গিয়েছিল জার্মানি। দলকে প্রথম লিড এনে দেন প্যারিস ব্রুনার। তবে প্রথমার্ধেই সেই গোল শোধ দিয়ে এগিয়েও যায় আর্জেন্টিনা। ৩৬ মিনিটে দলকে সমতাসূচক গোল এনে দেওয়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে লিডও এনে দেন অগাস্তিন ফ্যাবিয়ান রুবার্তো।
পরে হ্যাটট্রিকও পূর্ণ করেন এই ফরোয়ার্ড। ম্যাচের যোগ করা সময়ের ৯৭ মিনিটে দলকে সমতায় ফেরালেও টাইব্রেকারে দলের পরাজয় এড়াতে পারেননি তিনি। তাঁর সমতাসূচক গোলের আগে জার্মানিকে ৫৮ মিনিটে সমতায় ফিরিয়েছিলেন জোড়া গোল করা ব্রুনার। আর ৬৯ মিনিটে ম্যাক্স মোয়েস্টেড গোল করে তো দলের জয়ই প্রায় নিশ্চিত করেছিলেন। নির্ধারিত সময়ে দলের জয় উদ্যাপন করতে না পারলেও শেষে ঠিকই করেছেন তিনি।
ফিফার নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হলে সরাসরি টাইব্রেকারের বাঁশি বাজান রেফারি। পেনাল্টি শুট আউটে পাঁচ শটের চারটিতে গোল করে জার্মানি। অন্যদিকে প্রথম চার শটে মাত্র ২ গোল করে আর্জেন্টিনা। শুরুর দুই শটেই আটকে দেন জার্মান গোলরক্ষক কনস্টানটাইন হেইডে। এর মধ্যে ব্রাজিলকে বিদায় করার নায়ক ক্লদিও এচেভেরির পেনাল্টি শটও আটকিয়ে দেন তিনি। এতে করে রুবার্তোর হ্যাটট্রিকও বিফলে গেছে।
জিতলেই সেমিফাইনালের ফাড়া কাটাতে পারত আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। কিন্তু আগের পাঁচবারের মতোই আটকে গেছে আলবিসেলেস্তারা। ষষ্ঠবারের মতো শেষ চারে খেলেও বিশ্বকাপের ফাইনালে ওঠা হলো না তাদের।
জাভার সুরাকার্তা স্টেডিয়ামে আজ আবার ‘যমদের’ কাছেই হেরেছে আর্জেন্টিনা। ছোট-বড় সব টুর্নামেন্টেই সবচেয়ে বেশিবার কাঁদিয়েছে জার্মানিরা। বড়দের ২০০৬ থেকে ২০১৪ টানা তিন বিশ্বকাপে প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিয়েছেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা। সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়েছে ২০১৪ বিশ্বকাপ। মেসুত ওজিল-থমাস মুলারদের কাছে ফাইনালে হেরে যান তাঁরা।
এবার আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলকেও যন্ত্রণাটা দিল জার্মানির অনূর্ধ্ব-১৭ দল। সেমিতে আর্জেন্টিনাকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো যুবাদের ফাইনালে উঠেছে জার্মানি। প্রথমবার ১৯৮৫ বিশ্বকাপে উঠেছিল তারা।
সুরাকার্তায় দুর্দান্ত এক ম্যাচই উপহার দিয়েছে দুই দল। শুরুর ৯ মিনিটেই এগিয়ে গিয়েছিল জার্মানি। দলকে প্রথম লিড এনে দেন প্যারিস ব্রুনার। তবে প্রথমার্ধেই সেই গোল শোধ দিয়ে এগিয়েও যায় আর্জেন্টিনা। ৩৬ মিনিটে দলকে সমতাসূচক গোল এনে দেওয়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে লিডও এনে দেন অগাস্তিন ফ্যাবিয়ান রুবার্তো।
পরে হ্যাটট্রিকও পূর্ণ করেন এই ফরোয়ার্ড। ম্যাচের যোগ করা সময়ের ৯৭ মিনিটে দলকে সমতায় ফেরালেও টাইব্রেকারে দলের পরাজয় এড়াতে পারেননি তিনি। তাঁর সমতাসূচক গোলের আগে জার্মানিকে ৫৮ মিনিটে সমতায় ফিরিয়েছিলেন জোড়া গোল করা ব্রুনার। আর ৬৯ মিনিটে ম্যাক্স মোয়েস্টেড গোল করে তো দলের জয়ই প্রায় নিশ্চিত করেছিলেন। নির্ধারিত সময়ে দলের জয় উদ্যাপন করতে না পারলেও শেষে ঠিকই করেছেন তিনি।
ফিফার নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হলে সরাসরি টাইব্রেকারের বাঁশি বাজান রেফারি। পেনাল্টি শুট আউটে পাঁচ শটের চারটিতে গোল করে জার্মানি। অন্যদিকে প্রথম চার শটে মাত্র ২ গোল করে আর্জেন্টিনা। শুরুর দুই শটেই আটকে দেন জার্মান গোলরক্ষক কনস্টানটাইন হেইডে। এর মধ্যে ব্রাজিলকে বিদায় করার নায়ক ক্লদিও এচেভেরির পেনাল্টি শটও আটকিয়ে দেন তিনি। এতে করে রুবার্তোর হ্যাটট্রিকও বিফলে গেছে।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৬ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৭ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৮ ঘণ্টা আগে