হ্যাটট্রিক করাটা যেন এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে হ্যাটট্রিককের পর এবার সেটার পুনরাবৃত্তি করলেন ইন্টার মায়ামির জার্সিতে। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের হ্যাটট্রিকের রাতে নতুন রেকর্ড গড়ল মায়ামি।
মেজর লিগ সকারে (এমএলএস) এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্টের রেকর্ড ২০২১ সালে গড়েছিল নিউ ইংল্যান্ড। সেই নিউ ইংল্যান্ডকে ৬-২ গোলে উড়িয়েই রেকর্ডটা আজ নিজেদের নামে লিখিয়ে নিয়েছে ইন্টার মায়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ করল মায়ামি। তাতে করে এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডটা হয়ে গেল মায়ামিরই।
চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে মেসিকে মায়ামির শুরুর একাদশে রাখাই হয়নি। মেসিবিহীন মায়ামিও শুরুতে হোঁচট খেতে থাকে। ২ মিনিটে মিডফিল্ডার লুকা লাঙ্গোনির গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই গোল হজম করা মায়ামি ৩৪ মিনিটে হজম করে দ্বিতীয় গোল। এবার গোলটি করেছেন নিউ ইংল্যান্ডের আরেক মিডফিল্ডার দাইলান বোরেরো।
২-০ গোলে পিছিয়ে থাকা মায়ামির ঘুরে দাঁড়ানোর শুরু এখান থেকেই। ৪০ থেকে ৪৩—এই তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। মায়ামি-নিউ ইংল্যান্ড ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ২-২ গোলে। প্রথমার্ধ মেসিকে ছাড়া কাটিয়ে দেওয়া মায়ামি দ্বিতীয়ার্ধে আর বেশিক্ষণ অপেক্ষায় রাখেনি ভক্ত-সমর্থকদের। ৫৭ মিনিটে হুলিয়ান গ্রেসেলের পরিবর্তে মাঠে নামানো হয় মেসিকে। দ্রুতই মায়ামি ব্যবধান বাড়িয়ে নেয়। ৫৮ মিনিটে গোলটি করেন মায়ামির মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাশ্চি। অ্যাসিস্ট করেন দলটির ডিফেন্ডার জর্দি আলবা। যিনি দীর্ঘসময় খেলেছিলেন বার্সেলোনায়।
৭২ মিনিটে সমতাসূচক গোল করেই ফেরেছিল নিউ ইংল্যান্ড। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে গোলটি বাতিল করা হয়। মেসি-ম্যাজিক শুরু ম্যাচের এই শেষভাগে এসে। ৭৮ থেকে ৮৯—১১ মিনিটে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার করেন হ্যাটট্রিক। তিনটি গোলকে ‘বার্সেলোনা ম্যাজিক’ বললেও ভুল বলা হবে না। যেখানে ৭৮ মিনিটে মেসিকে গোল করেন সুয়ারেজের অ্যাসিস্টে। নিজের দ্বিতীয় গোল মেসি ৮১ মিনিটে করেছেন আলবার পাস থেকে। ৮৯ মিনিটে মেসিকে হ্যাটট্রিক করতে সহায়তা করেন সুয়ারেজ।
২৩ গোল করে ২০২৪ এমএলএসে সর্বোচ্চ গোলদাতা ডিসি ইউনাইটেডের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান বেন্টেকে। সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে দুইয়ে তিন ফুটবলার। মায়ামির দুই ফরোয়ার্ড মেসি, সুয়ারেজ করেন ২০টি করে গোল। তাঁদের সমান ২০ গোল করেছেন এলএএফসির ডেনিস বুয়োঙ্গা।
হ্যাটট্রিক করাটা যেন এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে হ্যাটট্রিককের পর এবার সেটার পুনরাবৃত্তি করলেন ইন্টার মায়ামির জার্সিতে। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের হ্যাটট্রিকের রাতে নতুন রেকর্ড গড়ল মায়ামি।
মেজর লিগ সকারে (এমএলএস) এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্টের রেকর্ড ২০২১ সালে গড়েছিল নিউ ইংল্যান্ড। সেই নিউ ইংল্যান্ডকে ৬-২ গোলে উড়িয়েই রেকর্ডটা আজ নিজেদের নামে লিখিয়ে নিয়েছে ইন্টার মায়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ করল মায়ামি। তাতে করে এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডটা হয়ে গেল মায়ামিরই।
চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে মেসিকে মায়ামির শুরুর একাদশে রাখাই হয়নি। মেসিবিহীন মায়ামিও শুরুতে হোঁচট খেতে থাকে। ২ মিনিটে মিডফিল্ডার লুকা লাঙ্গোনির গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই গোল হজম করা মায়ামি ৩৪ মিনিটে হজম করে দ্বিতীয় গোল। এবার গোলটি করেছেন নিউ ইংল্যান্ডের আরেক মিডফিল্ডার দাইলান বোরেরো।
২-০ গোলে পিছিয়ে থাকা মায়ামির ঘুরে দাঁড়ানোর শুরু এখান থেকেই। ৪০ থেকে ৪৩—এই তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। মায়ামি-নিউ ইংল্যান্ড ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ২-২ গোলে। প্রথমার্ধ মেসিকে ছাড়া কাটিয়ে দেওয়া মায়ামি দ্বিতীয়ার্ধে আর বেশিক্ষণ অপেক্ষায় রাখেনি ভক্ত-সমর্থকদের। ৫৭ মিনিটে হুলিয়ান গ্রেসেলের পরিবর্তে মাঠে নামানো হয় মেসিকে। দ্রুতই মায়ামি ব্যবধান বাড়িয়ে নেয়। ৫৮ মিনিটে গোলটি করেন মায়ামির মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাশ্চি। অ্যাসিস্ট করেন দলটির ডিফেন্ডার জর্দি আলবা। যিনি দীর্ঘসময় খেলেছিলেন বার্সেলোনায়।
৭২ মিনিটে সমতাসূচক গোল করেই ফেরেছিল নিউ ইংল্যান্ড। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে গোলটি বাতিল করা হয়। মেসি-ম্যাজিক শুরু ম্যাচের এই শেষভাগে এসে। ৭৮ থেকে ৮৯—১১ মিনিটে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার করেন হ্যাটট্রিক। তিনটি গোলকে ‘বার্সেলোনা ম্যাজিক’ বললেও ভুল বলা হবে না। যেখানে ৭৮ মিনিটে মেসিকে গোল করেন সুয়ারেজের অ্যাসিস্টে। নিজের দ্বিতীয় গোল মেসি ৮১ মিনিটে করেছেন আলবার পাস থেকে। ৮৯ মিনিটে মেসিকে হ্যাটট্রিক করতে সহায়তা করেন সুয়ারেজ।
২৩ গোল করে ২০২৪ এমএলএসে সর্বোচ্চ গোলদাতা ডিসি ইউনাইটেডের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান বেন্টেকে। সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে দুইয়ে তিন ফুটবলার। মায়ামির দুই ফরোয়ার্ড মেসি, সুয়ারেজ করেন ২০টি করে গোল। তাঁদের সমান ২০ গোল করেছেন এলএএফসির ডেনিস বুয়োঙ্গা।
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৫ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১১ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১১ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১২ ঘণ্টা আগে