হ্যাটট্রিক করাটা যেন এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে হ্যাটট্রিককের পর এবার সেটার পুনরাবৃত্তি করলেন ইন্টার মায়ামির জার্সিতে। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের হ্যাটট্রিকের রাতে নতুন রেকর্ড গড়ল মায়ামি।
মেজর লিগ সকারে (এমএলএস) এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্টের রেকর্ড ২০২১ সালে গড়েছিল নিউ ইংল্যান্ড। সেই নিউ ইংল্যান্ডকে ৬-২ গোলে উড়িয়েই রেকর্ডটা আজ নিজেদের নামে লিখিয়ে নিয়েছে ইন্টার মায়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ করল মায়ামি। তাতে করে এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডটা হয়ে গেল মায়ামিরই।
চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে মেসিকে মায়ামির শুরুর একাদশে রাখাই হয়নি। মেসিবিহীন মায়ামিও শুরুতে হোঁচট খেতে থাকে। ২ মিনিটে মিডফিল্ডার লুকা লাঙ্গোনির গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই গোল হজম করা মায়ামি ৩৪ মিনিটে হজম করে দ্বিতীয় গোল। এবার গোলটি করেছেন নিউ ইংল্যান্ডের আরেক মিডফিল্ডার দাইলান বোরেরো।
২-০ গোলে পিছিয়ে থাকা মায়ামির ঘুরে দাঁড়ানোর শুরু এখান থেকেই। ৪০ থেকে ৪৩—এই তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। মায়ামি-নিউ ইংল্যান্ড ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ২-২ গোলে। প্রথমার্ধ মেসিকে ছাড়া কাটিয়ে দেওয়া মায়ামি দ্বিতীয়ার্ধে আর বেশিক্ষণ অপেক্ষায় রাখেনি ভক্ত-সমর্থকদের। ৫৭ মিনিটে হুলিয়ান গ্রেসেলের পরিবর্তে মাঠে নামানো হয় মেসিকে। দ্রুতই মায়ামি ব্যবধান বাড়িয়ে নেয়। ৫৮ মিনিটে গোলটি করেন মায়ামির মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাশ্চি। অ্যাসিস্ট করেন দলটির ডিফেন্ডার জর্দি আলবা। যিনি দীর্ঘসময় খেলেছিলেন বার্সেলোনায়।
৭২ মিনিটে সমতাসূচক গোল করেই ফেরেছিল নিউ ইংল্যান্ড। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে গোলটি বাতিল করা হয়। মেসি-ম্যাজিক শুরু ম্যাচের এই শেষভাগে এসে। ৭৮ থেকে ৮৯—১১ মিনিটে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার করেন হ্যাটট্রিক। তিনটি গোলকে ‘বার্সেলোনা ম্যাজিক’ বললেও ভুল বলা হবে না। যেখানে ৭৮ মিনিটে মেসিকে গোল করেন সুয়ারেজের অ্যাসিস্টে। নিজের দ্বিতীয় গোল মেসি ৮১ মিনিটে করেছেন আলবার পাস থেকে। ৮৯ মিনিটে মেসিকে হ্যাটট্রিক করতে সহায়তা করেন সুয়ারেজ।
২৩ গোল করে ২০২৪ এমএলএসে সর্বোচ্চ গোলদাতা ডিসি ইউনাইটেডের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান বেন্টেকে। সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে দুইয়ে তিন ফুটবলার। মায়ামির দুই ফরোয়ার্ড মেসি, সুয়ারেজ করেন ২০টি করে গোল। তাঁদের সমান ২০ গোল করেছেন এলএএফসির ডেনিস বুয়োঙ্গা।
হ্যাটট্রিক করাটা যেন এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে হ্যাটট্রিককের পর এবার সেটার পুনরাবৃত্তি করলেন ইন্টার মায়ামির জার্সিতে। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের হ্যাটট্রিকের রাতে নতুন রেকর্ড গড়ল মায়ামি।
মেজর লিগ সকারে (এমএলএস) এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্টের রেকর্ড ২০২১ সালে গড়েছিল নিউ ইংল্যান্ড। সেই নিউ ইংল্যান্ডকে ৬-২ গোলে উড়িয়েই রেকর্ডটা আজ নিজেদের নামে লিখিয়ে নিয়েছে ইন্টার মায়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ করল মায়ামি। তাতে করে এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডটা হয়ে গেল মায়ামিরই।
চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে মেসিকে মায়ামির শুরুর একাদশে রাখাই হয়নি। মেসিবিহীন মায়ামিও শুরুতে হোঁচট খেতে থাকে। ২ মিনিটে মিডফিল্ডার লুকা লাঙ্গোনির গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। ম্যাচের শুরুতেই গোল হজম করা মায়ামি ৩৪ মিনিটে হজম করে দ্বিতীয় গোল। এবার গোলটি করেছেন নিউ ইংল্যান্ডের আরেক মিডফিল্ডার দাইলান বোরেরো।
২-০ গোলে পিছিয়ে থাকা মায়ামির ঘুরে দাঁড়ানোর শুরু এখান থেকেই। ৪০ থেকে ৪৩—এই তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। মায়ামি-নিউ ইংল্যান্ড ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ২-২ গোলে। প্রথমার্ধ মেসিকে ছাড়া কাটিয়ে দেওয়া মায়ামি দ্বিতীয়ার্ধে আর বেশিক্ষণ অপেক্ষায় রাখেনি ভক্ত-সমর্থকদের। ৫৭ মিনিটে হুলিয়ান গ্রেসেলের পরিবর্তে মাঠে নামানো হয় মেসিকে। দ্রুতই মায়ামি ব্যবধান বাড়িয়ে নেয়। ৫৮ মিনিটে গোলটি করেন মায়ামির মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাশ্চি। অ্যাসিস্ট করেন দলটির ডিফেন্ডার জর্দি আলবা। যিনি দীর্ঘসময় খেলেছিলেন বার্সেলোনায়।
৭২ মিনিটে সমতাসূচক গোল করেই ফেরেছিল নিউ ইংল্যান্ড। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে গোলটি বাতিল করা হয়। মেসি-ম্যাজিক শুরু ম্যাচের এই শেষভাগে এসে। ৭৮ থেকে ৮৯—১১ মিনিটে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার করেন হ্যাটট্রিক। তিনটি গোলকে ‘বার্সেলোনা ম্যাজিক’ বললেও ভুল বলা হবে না। যেখানে ৭৮ মিনিটে মেসিকে গোল করেন সুয়ারেজের অ্যাসিস্টে। নিজের দ্বিতীয় গোল মেসি ৮১ মিনিটে করেছেন আলবার পাস থেকে। ৮৯ মিনিটে মেসিকে হ্যাটট্রিক করতে সহায়তা করেন সুয়ারেজ।
২৩ গোল করে ২০২৪ এমএলএসে সর্বোচ্চ গোলদাতা ডিসি ইউনাইটেডের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান বেন্টেকে। সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে দুইয়ে তিন ফুটবলার। মায়ামির দুই ফরোয়ার্ড মেসি, সুয়ারেজ করেন ২০টি করে গোল। তাঁদের সমান ২০ গোল করেছেন এলএএফসির ডেনিস বুয়োঙ্গা।
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৭ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৭ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে