Ajker Patrika

‘কোচ ছাঁটাই বায়ার্নের ভুল সিদ্ধান্ত ছিল’ 

‘কোচ ছাঁটাই বায়ার্নের ভুল সিদ্ধান্ত ছিল’ 

ইউরোপীয় ফুটবলে চলতি মৌসুমে ঢালাওভাবে হয়েছে কোচ ছাঁটাই। বাদ যায়নি বায়ার্ন মিউনিখও। লোথার ম্যাথ্যুসের মতে, কোচ পরিবর্তন বায়ার্নের জন্য ভালো কিছু হয়নি।

এ বছরের মার্চ মাসে বায়ার্নের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন হুলিয়ান নাগলসমান। এরপর টমাস টুখেলকে কোচ করে ক্লাব কর্তৃপক্ষ। তবে টুখেলের অধীনে খেই হারানো শুরু করে জার্মান এই ক্লাবটি। তাঁর অধীনে ১১ ম্যাচ খেলে জিতেছে ৫ ম্যাচ, ড্র করেছে ২ ম্যাচ এবং ৪ ম্যাচ হেরেছে। যার মধ্যে রয়েছে চ্যাম্পিয়নস লিগ, ডিএফবি পোকাল কাপ-দুটো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া। এই দুটো টুর্নামেন্টের নক আউট পর্বে বায়ার্ন উঠেছিল নাগলসমানের অধীনেই।

টুখেলের অধীনে বায়ার্নের হতশ্রী পারফরম্যান্সের কথাই উল্লেখ করেছেন ম্যাথ্যুস। ১৯৯০ বিশ্বকাপজয়ী ফুটবলার জার্মানির সংবাদমাধ্যম বিল্ডকে বলেন, ‘কোচ পরিবর্তনের আগে অবশ্য অনেক ভুল হয়েছে, যার ফলেই এই অবস্থা। তবে যে দলটা নাগলসমানের অধীনে ট্রেবল জয়ের সম্ভাবনা ছিল, তারা এখন টুখেলের অধীনে বাজে খেলছে। দল এতটাই শক্তিশালী যে এই দল নিয়ে আপনি চ্যাম্পিয়ন হতে পারতেন। টুখেলের সংবাদ সম্মেলনে বেশ অবাক হচ্ছি আমি। দলের পাশে দাঁড়ানোর পরিবর্তে সে সবসময় বলে, সবকিছু কত কঠিন এবং কোন জিনিসগুলো কাজ করে না।’

আজই নিশ্চিত হবে ২০২২-২৩ মৌসুমের বুন্দেসলিগার শিরোপা। ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বরুসিয়া ডর্টমুন্ড। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বায়ার্ন। ডর্টমুন্ড খেলবে মেইঞ্জের বিপক্ষে। আর বায়ার্নের প্রতিপক্ষ কোলন। ডর্টমুন্ড জিতলে তারাই চ্যাম্পিয়ন। আর বায়ার্নের টানা ১১ বুন্দেসলিগা জিততে হলে হারতে হবে ডর্টমুন্ডকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত