সংখ্যাটা আর বাড়াতে দিল না রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোয় হ্যাটট্রিক হারের পর গতকাল জয় পেয়েছে তারা। শুধু জয় বললে ভুল হবে, রীতিমতো বার্সেলোনাকে বিধ্বস্ত করেছে লস ব্ল্যাংকোসরা।
গতকাল বার্সার মাঠেই প্রতিপক্ষকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল। নিজেদের দিনে দলটি যে কতটা ভয়ংকর, তার প্রমাণ আরবাও দিয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। এটা স্বীকারও করছেন খেলোয়াড় হিসেবে অনেক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী জাভি হার্নান্দেজ। তাঁর মতে, যখন রিয়ালকে আপনি শেষ করতে পারবেন না, তখন তারাই আপনাকে শেষ করবে।
কোপা দেল রের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর হতাশ বার্সা কোচ জাভি বলেছেন, ‘এটি খুবই কঠিন এক রাত। আসলে এটিই ফুটবল। রিয়াল ভালো দল এটাতে তর্কে জড়াব না। তারা লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন। তারা ক্ষমা করে না। যখন আপনি মাদ্রিদকে শেষ করতে পারবেন না, তারা আপনাকে শেষ করবে।’
গতকাল কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে সবকিছু নিজেদের পক্ষে ছিল বার্সার। টানা তিন এল ক্লাসিকোয় জয়, সেমির প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থেকে নিজেদের মাঠে খেলতে নামা। কিন্তু পরিসংখ্যান নতুন ম্যাচে কথা বলল না। সবকিছু উল্টিয়ে দিয়ে গতকাল ৪-০ গোলের জয় পায় রিয়াল। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন করিম বেনজামা। আর ভিনিসিয়ুসকে দিয়ে করিয়েছেন অন্যটি। এতে করে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের ব্যবধানে ফাইনাল নিশ্চিত করেছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
সংখ্যাটা আর বাড়াতে দিল না রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোয় হ্যাটট্রিক হারের পর গতকাল জয় পেয়েছে তারা। শুধু জয় বললে ভুল হবে, রীতিমতো বার্সেলোনাকে বিধ্বস্ত করেছে লস ব্ল্যাংকোসরা।
গতকাল বার্সার মাঠেই প্রতিপক্ষকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল। নিজেদের দিনে দলটি যে কতটা ভয়ংকর, তার প্রমাণ আরবাও দিয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। এটা স্বীকারও করছেন খেলোয়াড় হিসেবে অনেক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী জাভি হার্নান্দেজ। তাঁর মতে, যখন রিয়ালকে আপনি শেষ করতে পারবেন না, তখন তারাই আপনাকে শেষ করবে।
কোপা দেল রের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর হতাশ বার্সা কোচ জাভি বলেছেন, ‘এটি খুবই কঠিন এক রাত। আসলে এটিই ফুটবল। রিয়াল ভালো দল এটাতে তর্কে জড়াব না। তারা লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন। তারা ক্ষমা করে না। যখন আপনি মাদ্রিদকে শেষ করতে পারবেন না, তারা আপনাকে শেষ করবে।’
গতকাল কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে সবকিছু নিজেদের পক্ষে ছিল বার্সার। টানা তিন এল ক্লাসিকোয় জয়, সেমির প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থেকে নিজেদের মাঠে খেলতে নামা। কিন্তু পরিসংখ্যান নতুন ম্যাচে কথা বলল না। সবকিছু উল্টিয়ে দিয়ে গতকাল ৪-০ গোলের জয় পায় রিয়াল। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন করিম বেনজামা। আর ভিনিসিয়ুসকে দিয়ে করিয়েছেন অন্যটি। এতে করে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের ব্যবধানে ফাইনাল নিশ্চিত করেছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
অনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
১৬ মিনিট আগেপ্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
১০ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১১ ঘণ্টা আগে