রবার্ট লেভানডফস্কির হ্যাটট্রিকে প্রথমার্ধে ১০ জনের দল হয়ে পড়া ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। নিজেদের মাটিতে এ জয়ে জিরোনাকে নিচে ঠেলে লা লিগায় আবারও দুইয়ে উঠে এসেছে জাভি হার্নান্দেজের দল। ৩৩ ম্যাচে কাতালান জায়ান্টদের পয়েন্ট ৭৩। শীর্ষে থেকে শিরোপার কাছে চলে আসা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে তারা।
গত রাতে ২২ মিনিটে রাফিনহার পাশ থেকে বার্সাকে এগিয়ে দেন ফারমিন লোপেজ। পাঁচ মিনিট পর ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান হুদো দুরো। ৩৮ মিনিটে পেপেলুর পেনাল্টি গোলে এগিয়ে যায় তারা। তবে বড় ধাক্কাটা খায় বিরতিতে যাওয়ার খানিক আগে। প্রথমার্ধে যোগ করা চতুর্থ মিনিটে লাল কার্ড দেখে বসেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক গিয়র্গি মামারদাশবভিলি।
দ্বিতীয়ার্ধে খর্বশক্তির হযে পড়া ভ্যালেন্সিয়ার বিপক্ষে সুবিধাটুকু ঠিকই আদায় করেছেন লেভা। ৩৫ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার বার্সাকে সমতায় ফেরান ৪৯ মিনিটে, ইলকাই গুন্দোয়ানের পাস থেকে হেডে গোল করে। ৮২ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। যোগ করা তৃতীয় মিনিটে চোখ ধাঁধানো এক ফ্রিকিকে পূরণ করেন হ্যাটট্রিক।
এ নিয়ে এ মৌসুমের লা লিগায় লেভার গোলসংখ্যা দাঁড়াল ৩০ ম্যাচে ১৬। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফির দৌড়ে তিনি আছেন চতুর্থ স্থানে। মৌসুম খালি হাতে শেষ করতে চললেও ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে খুশি জাভি। ম্যাচ শেষে বার্সা কোচ ডিএজেডএনকে বলেছেন, ‘আমি মনে করি, দল ভালো খেলেছে...আমাদের মনে শান্তি-প্রশান্তি নেই, তবে দলের এমন মনোভাবে আমি সন্তুষ্ট।’
জাভির সঙ্গে চুক্তি নবায়নের পর বার্সার এটি প্রথম জয়। এর আগে স্প্যানিশ কোচ মৌসুমের মাঝপথে জানিয়েছিলেন, বার্সায় এটি তাঁর শেষ মৌসুম। তবে সাবেক ক্লাবের সঙ্গে আরও দুই বছরের চুক্তি করেছেন তিনি।
রবার্ট লেভানডফস্কির হ্যাটট্রিকে প্রথমার্ধে ১০ জনের দল হয়ে পড়া ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। নিজেদের মাটিতে এ জয়ে জিরোনাকে নিচে ঠেলে লা লিগায় আবারও দুইয়ে উঠে এসেছে জাভি হার্নান্দেজের দল। ৩৩ ম্যাচে কাতালান জায়ান্টদের পয়েন্ট ৭৩। শীর্ষে থেকে শিরোপার কাছে চলে আসা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে তারা।
গত রাতে ২২ মিনিটে রাফিনহার পাশ থেকে বার্সাকে এগিয়ে দেন ফারমিন লোপেজ। পাঁচ মিনিট পর ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান হুদো দুরো। ৩৮ মিনিটে পেপেলুর পেনাল্টি গোলে এগিয়ে যায় তারা। তবে বড় ধাক্কাটা খায় বিরতিতে যাওয়ার খানিক আগে। প্রথমার্ধে যোগ করা চতুর্থ মিনিটে লাল কার্ড দেখে বসেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক গিয়র্গি মামারদাশবভিলি।
দ্বিতীয়ার্ধে খর্বশক্তির হযে পড়া ভ্যালেন্সিয়ার বিপক্ষে সুবিধাটুকু ঠিকই আদায় করেছেন লেভা। ৩৫ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার বার্সাকে সমতায় ফেরান ৪৯ মিনিটে, ইলকাই গুন্দোয়ানের পাস থেকে হেডে গোল করে। ৮২ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। যোগ করা তৃতীয় মিনিটে চোখ ধাঁধানো এক ফ্রিকিকে পূরণ করেন হ্যাটট্রিক।
এ নিয়ে এ মৌসুমের লা লিগায় লেভার গোলসংখ্যা দাঁড়াল ৩০ ম্যাচে ১৬। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফির দৌড়ে তিনি আছেন চতুর্থ স্থানে। মৌসুম খালি হাতে শেষ করতে চললেও ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে খুশি জাভি। ম্যাচ শেষে বার্সা কোচ ডিএজেডএনকে বলেছেন, ‘আমি মনে করি, দল ভালো খেলেছে...আমাদের মনে শান্তি-প্রশান্তি নেই, তবে দলের এমন মনোভাবে আমি সন্তুষ্ট।’
জাভির সঙ্গে চুক্তি নবায়নের পর বার্সার এটি প্রথম জয়। এর আগে স্প্যানিশ কোচ মৌসুমের মাঝপথে জানিয়েছিলেন, বার্সায় এটি তাঁর শেষ মৌসুম। তবে সাবেক ক্লাবের সঙ্গে আরও দুই বছরের চুক্তি করেছেন তিনি।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
২ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৫ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৬ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৭ ঘণ্টা আগে