বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বেলজিয়ামের বিদায়ে রবার্তো মার্তিনেজরও অধ্যায়ের সমাপ্তি ঘটে। এরপর থেকেই দলটির ডাগআউট খালি। তবে খুব বেশি দিন মনে হয় আর খালি থাকছে না কোচের পদটি। রোমেলু লুকাকুর বক্তব্যে তেমনি আভাস পাওয়া গেছে।
শুধু আভাসই দেননি লুকাকু চেয়ারটিতে কে বসতে যাচ্ছেন সেটাও জানিয়ে দিয়েছেন তিনি। তাঁর মতে, বেলজিয়ামের পরবর্তী কোচ হতে যাচ্ছেন থিয়েরি অঁরি।
অঁরি পরবর্তী কোচ হতে যাচ্ছেন এতে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছে লুকাকু। বেলজিয়াম দলের এই স্ট্রাইকার বলেছেন,‘ আমার মতে, বেলজিয়ামের পরবর্তী কোচ হচ্ছেন অঁরি। এতে কোনো সন্দেহ নেই। আমি প্রকাশ্যই বলছি, সে দলের পরবর্তী কোচ হবে।’
অঁরিকে বেলজিয়াম দলের ফুটবলাররা সম্মান করেন বলে জানিয়েছেন লুকাকু। বিশ্বকাপের ফাইনালে যেতে হলে কি করতে হবে সেটা আর্সেনাল কিংবদন্তি ভালো করেই জানেন বলে জানিয়েছেন তিনি। ইন্টার মিলান স্ট্রাইকার বলেছেন,‘দলের সবাই তাকে শ্রদ্ধা করে। সে সবকিছুই জিতেছে। সে জানে কীভাবে কোচিং করাতে হয়। সে জানে আমাদের সেখানে (বিশ্বকাপের ফাইনালে) যেতে হলে কি করতে হবে।’
দল কাকে নিবে সেটা জানেন না লুকাকু। তবে তাঁকে নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। ২৯ বছর বয়সী তারকা বলেছেন,‘ সে দল, লিগ ও স্টাফদের সম্পর্কে ভালো জানে। আমার মতে, সে জাতীয় দলের জন্য আদর্শ কোচ। যদি অঁরিকে কোচ করা না হয় তাহলে কাকে দায়িত্ব দেওয়া হবে আমি জানি না। তবে আমি মনে করি না বেলজিয়ামের নতুন কোনো কোচের বিষয়ে ভাবা উচিত।’
কাতার বিশ্বকাপে মার্তিনেজের সহকারী ছিলেন অঁরি। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও সাবেক কোচের সহকারীর দায়িত্ব পালন করেছেন ফরাসি কিংবদন্তি। এবার তিনিই দায়িত্ব পাচ্ছেন সেটিই জানিয়ে দিয়েছেন লুকাকু।
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বেলজিয়ামের বিদায়ে রবার্তো মার্তিনেজরও অধ্যায়ের সমাপ্তি ঘটে। এরপর থেকেই দলটির ডাগআউট খালি। তবে খুব বেশি দিন মনে হয় আর খালি থাকছে না কোচের পদটি। রোমেলু লুকাকুর বক্তব্যে তেমনি আভাস পাওয়া গেছে।
শুধু আভাসই দেননি লুকাকু চেয়ারটিতে কে বসতে যাচ্ছেন সেটাও জানিয়ে দিয়েছেন তিনি। তাঁর মতে, বেলজিয়ামের পরবর্তী কোচ হতে যাচ্ছেন থিয়েরি অঁরি।
অঁরি পরবর্তী কোচ হতে যাচ্ছেন এতে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছে লুকাকু। বেলজিয়াম দলের এই স্ট্রাইকার বলেছেন,‘ আমার মতে, বেলজিয়ামের পরবর্তী কোচ হচ্ছেন অঁরি। এতে কোনো সন্দেহ নেই। আমি প্রকাশ্যই বলছি, সে দলের পরবর্তী কোচ হবে।’
অঁরিকে বেলজিয়াম দলের ফুটবলাররা সম্মান করেন বলে জানিয়েছেন লুকাকু। বিশ্বকাপের ফাইনালে যেতে হলে কি করতে হবে সেটা আর্সেনাল কিংবদন্তি ভালো করেই জানেন বলে জানিয়েছেন তিনি। ইন্টার মিলান স্ট্রাইকার বলেছেন,‘দলের সবাই তাকে শ্রদ্ধা করে। সে সবকিছুই জিতেছে। সে জানে কীভাবে কোচিং করাতে হয়। সে জানে আমাদের সেখানে (বিশ্বকাপের ফাইনালে) যেতে হলে কি করতে হবে।’
দল কাকে নিবে সেটা জানেন না লুকাকু। তবে তাঁকে নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। ২৯ বছর বয়সী তারকা বলেছেন,‘ সে দল, লিগ ও স্টাফদের সম্পর্কে ভালো জানে। আমার মতে, সে জাতীয় দলের জন্য আদর্শ কোচ। যদি অঁরিকে কোচ করা না হয় তাহলে কাকে দায়িত্ব দেওয়া হবে আমি জানি না। তবে আমি মনে করি না বেলজিয়ামের নতুন কোনো কোচের বিষয়ে ভাবা উচিত।’
কাতার বিশ্বকাপে মার্তিনেজের সহকারী ছিলেন অঁরি। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও সাবেক কোচের সহকারীর দায়িত্ব পালন করেছেন ফরাসি কিংবদন্তি। এবার তিনিই দায়িত্ব পাচ্ছেন সেটিই জানিয়ে দিয়েছেন লুকাকু।
৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের
৮ ঘণ্টা আগেছুটি পেলেই বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাঁদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০
৮ ঘণ্টা আগেজাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১১ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
১২ ঘণ্টা আগে