Ajker Patrika

এবার সত্যিই পিএসজি ছাড়ছেন এমবাপ্পে

এবার সত্যিই পিএসজি ছাড়ছেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে পিএসজিকে জানিয়ে দিয়েছেন, এ মৌসুম শেষে ক্লাব ছাড়তে চান। লিগ আঁ চ্যাম্পিয়নদের এক সূত্রের বরাতে আজ এমনটাই জানিয়েছে বিবিসি ও এএফপি। 

অনেক দিন ধরে এমবাপ্পের পার্ক দে প্রিন্সেস ছাড়ার গুঞ্জন চলছে। এবার হয়তো সেটিই সত্যি হতে যাচ্ছে। ২৫ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে লিগ আঁ চ্যাম্পিয়নদের সম্পর্ক শেষ হবে চলতি মৌসুমের পর। তাঁর সম্ভাব্য গন্তব্য হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের নাম। 

কয়েক দিন আগেও এমবাপ্পের প্যারিস ছাড়া নিয়ে কথা উঠেছিল। তবে পিএসজিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। গত মৌসুমে চুক্তি নবায়নের পর থেকে পিএসজি থেকে বছরে প্রায় ২০০ মিলিয়ন ইউরো আয় করেন এমবাপ্পে। 

মোনাকো থেকে ধারে ২০১৭ সালে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। পরে ফরাসি অধিনায়কের সঙ্গে স্থায়ী চুক্তি করে ক্লাবটি। এ মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। গত মৌসুমে রিয়ালে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এমবাপ্পে। তবে পরে পিএসজির সঙ্গে আরও এক বছরের চুক্তি সারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত