Ajker Patrika

আবাসন ব্যবসাতেই বার্সা তারকার আয় ২১০০ কোটি টাকা

আবাসন ব্যবসাতেই বার্সা তারকার আয় ২১০০ কোটি টাকা

ওয়েম্বলিতে কাল ইংল্যান্ডের বিপক্ষে ডেনমার্কের সেমিফাইনালে টিভি ক্যামেরার বিশেষ আগ্রহ ছিল মার্টিন ব্র্যাথওয়েটের দিকে। দারুণ খেলেও দলকে ফাইনালে নিতে পারেননি বার্সেলোনা ফরোয়ার্ড। তবু বেশ আগ্রহ তাঁকে ঘিরে। কেন?

ব্র্যাথওয়েটকে ঘিরে আগ্রহ তৈরির অন্যতম কারণ, প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস। বিশ্বের ধনী খেলোয়াড়দের যে তালিকা তৈরি করেছে ম্যাগাজিন, তাতে লিওনেল মেসির পাশাপাশি নাম আছে ডেনিশ ফরোয়ার্ডের নামও। ফোর্বসের প্রতিবেদন বলছে, খেলার পাশাপাশি ব্যবসায়িক সাফল্য দিয়ে সমানে আয় করছেন ব্র্যাথওয়েট। 

ফোর্বসের দেওয়া তথ্য অনুযায়ী, ব্র্যাথওয়েটের আয়ের মূল উৎস যুক্তরাষ্ট্রে আবাসন ব্যবসা। চাচার সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করে ব্যবসাটা বেশ বড় করেছেন ব্র্যাথওয়েট। যেটির মূল্য ২৫ কোটি ডলার বা ২১০০ কোটি টাকা। ২০১৭ সালে সাড়ে ৮ লাখ ডলার বিনিয়োগ দিয়ে শুরু। বছর শেষে সেই বিনিয়োগ থেকে ফুলেফেঁপে আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ডলারে! 

শুধু আবাসনই নয়; স্ত্রী আনা-লোরে লুইসকে নিয়ে খুলেছেন ফ্যাশন ব্র্যান্ড ‘ট্রেন্টে’। ফ্রান্সে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ফ্যাশন ব্র্যান্ড। ২০১৯ সালে বার্সায় আসায় পর বার্সেলোনা শহরে শুরু করেছেন রেস্তোরার ব্যবসাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত