ক্রীড়া ডেস্ক
মোহামেদ সালাহ, ভিক্টোর গিওকেরেস, কিলিয়ান এমবাপ্পে—কে জিতবেন ইউরোপিয়ান গোল্ডেন শু, সেটা নিয়ে প্রতিযোগিতা জমে ওঠে। শেষ পর্যন্ত পুরস্কারটা পেয়েছেন এমবাপ্পে। রিয়াল ২০২৪-২৫ মৌসুমে কোনো শিরোপা না জিতলেও দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন ফরাসি এই ফরোয়ার্ড।
নাপোলি সিরি ‘আ’ জেতায় ২০২৪–২৫ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের চ্যাম্পিয়ন দল নির্ধারিত হয়েছে। শীর্ষ পাঁচ লিগের মৌসুমও গত রাতে শেষ হয়েছে। ব্যক্তিগত এক পুরস্কারেরও নিষ্পত্তি হয়েছে গতকাল। সালাহ-গিওকেরেসকে টপকে গোল্ডেন শুর পুরস্কার পেয়েছেন এমবাপ্পে। সদ্য শেষ হওয়া মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৯ গোল করেন সালাহ। তিনি পেয়েছেন ৫৮ পয়েন্ট। আর ৬২ পয়েন্ট পেয়ে পুরস্কারটি জিতেছেন এমবাপ্পে। ফরাসি এই ফরোয়ার্ড এবারের মৌসুমে লা লিগায় সর্বোচ্চ ৩১ গোল করেছেন।
প্রত্যেক মৌসুমেই ইউরোপের প্রত্যেক দেশের শীর্ষ লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় সোনার জুতা। যেটার নাম মূলত ইউরোপিয়ান গোল্ডেন শু। গিওকেরেস আলো ছড়িয়েছেন ২০২৪-২৫ মৌসুমের লিগা পর্তুগালে। পর্তুগিজ লিগে স্পোর্টিং সিপির হয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে ৩৩ ম্যাচে করেছেন ৩৯ গোল। পেয়েছেন ৫৮.৫ পয়েন্ট।
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে গত বছর রিয়াল মাদ্রিদে এসেছেন এমবাপ্পে। সব ধরনের প্রতিযোগিতা মিলে রিয়ালে অভিষেক মৌসুমে ৫৫ ম্যাচে করেছেন ৪২ গোল। অ্যাসিস্ট করেছেন ৪ গোল। তবে স্প্যানিশ ক্লাবে এসে আলো ছড়ালেও রিয়াল মেজর কোনো শিরোপা জিততে পারেনি। স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে—দুটি টুর্নামেন্টেই এমবাপ্পেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। আর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হেরে বাদ পড়ে লস ব্লাঙ্কোসরা।
সালাহর জন্য সদ্য শেষ হওয়া মৌসুমটা হয়েছে মনে রাখার মতো। ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে লিভারপুল। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৯ গোল করে ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটের পুরস্কার জিতেছেন তিনি। একই সঙ্গে গোল্ডেন প্লেমেকার ও মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন তিনি। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে একসঙ্গে এই তিন পুরস্কার (গোল্ডেন বুট, গোল্ডেন প্লেমেকার, মৌসুমের সেরা খেলোয়াড়) জেতার কীর্তি গড়লেন মিসরীয় এই ফরোয়ার্ড।
ইউরোপিয়ান গোল্ডেন শু’র তিন প্রতিদ্বন্দ্বী
গোল ক্লাব লিগ পয়েন্ট
কিলিয়ান এমবাপ্পে ৩১ রিয়াল মাদ্রিদ লা লিগা ৬২
ভিক্টর গিওকেরেস ৩৯ স্পোর্টিং সিপি পর্তুগিজ লিগ ৫৮.৫
মোহামেদ সালাহ ২৯ লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগ ৫৮
মোহামেদ সালাহ, ভিক্টোর গিওকেরেস, কিলিয়ান এমবাপ্পে—কে জিতবেন ইউরোপিয়ান গোল্ডেন শু, সেটা নিয়ে প্রতিযোগিতা জমে ওঠে। শেষ পর্যন্ত পুরস্কারটা পেয়েছেন এমবাপ্পে। রিয়াল ২০২৪-২৫ মৌসুমে কোনো শিরোপা না জিতলেও দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন ফরাসি এই ফরোয়ার্ড।
নাপোলি সিরি ‘আ’ জেতায় ২০২৪–২৫ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের চ্যাম্পিয়ন দল নির্ধারিত হয়েছে। শীর্ষ পাঁচ লিগের মৌসুমও গত রাতে শেষ হয়েছে। ব্যক্তিগত এক পুরস্কারেরও নিষ্পত্তি হয়েছে গতকাল। সালাহ-গিওকেরেসকে টপকে গোল্ডেন শুর পুরস্কার পেয়েছেন এমবাপ্পে। সদ্য শেষ হওয়া মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৯ গোল করেন সালাহ। তিনি পেয়েছেন ৫৮ পয়েন্ট। আর ৬২ পয়েন্ট পেয়ে পুরস্কারটি জিতেছেন এমবাপ্পে। ফরাসি এই ফরোয়ার্ড এবারের মৌসুমে লা লিগায় সর্বোচ্চ ৩১ গোল করেছেন।
প্রত্যেক মৌসুমেই ইউরোপের প্রত্যেক দেশের শীর্ষ লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় সোনার জুতা। যেটার নাম মূলত ইউরোপিয়ান গোল্ডেন শু। গিওকেরেস আলো ছড়িয়েছেন ২০২৪-২৫ মৌসুমের লিগা পর্তুগালে। পর্তুগিজ লিগে স্পোর্টিং সিপির হয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে ৩৩ ম্যাচে করেছেন ৩৯ গোল। পেয়েছেন ৫৮.৫ পয়েন্ট।
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে গত বছর রিয়াল মাদ্রিদে এসেছেন এমবাপ্পে। সব ধরনের প্রতিযোগিতা মিলে রিয়ালে অভিষেক মৌসুমে ৫৫ ম্যাচে করেছেন ৪২ গোল। অ্যাসিস্ট করেছেন ৪ গোল। তবে স্প্যানিশ ক্লাবে এসে আলো ছড়ালেও রিয়াল মেজর কোনো শিরোপা জিততে পারেনি। স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে—দুটি টুর্নামেন্টেই এমবাপ্পেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। আর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হেরে বাদ পড়ে লস ব্লাঙ্কোসরা।
সালাহর জন্য সদ্য শেষ হওয়া মৌসুমটা হয়েছে মনে রাখার মতো। ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে লিভারপুল। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৯ গোল করে ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটের পুরস্কার জিতেছেন তিনি। একই সঙ্গে গোল্ডেন প্লেমেকার ও মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন তিনি। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে একসঙ্গে এই তিন পুরস্কার (গোল্ডেন বুট, গোল্ডেন প্লেমেকার, মৌসুমের সেরা খেলোয়াড়) জেতার কীর্তি গড়লেন মিসরীয় এই ফরোয়ার্ড।
ইউরোপিয়ান গোল্ডেন শু’র তিন প্রতিদ্বন্দ্বী
গোল ক্লাব লিগ পয়েন্ট
কিলিয়ান এমবাপ্পে ৩১ রিয়াল মাদ্রিদ লা লিগা ৬২
ভিক্টর গিওকেরেস ৩৯ স্পোর্টিং সিপি পর্তুগিজ লিগ ৫৮.৫
মোহামেদ সালাহ ২৯ লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগ ৫৮
জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
৩৮ মিনিট আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
২ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
৩ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে