নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথমার্ধে ছিল একচেটিয়া আধিপত্য। কিন্তু দ্বিতীয়ার্ধে ছন্দ হারায় বাংলাদেশের মেয়েরা। দুই গোলে এগিয়ে থাকার পরও হিমশিমকে নেপালকে সামলাতে। নেপালও সমতায় ফিরে আসে দারুণভাবে। শেষ মিনিটে তৃষ্ণা রানীর গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। জয়ে খুশি হলেও ফুটবলারদের পারফরম্যান্স তৃপ্তি দিচ্ছে না বাংলাদেশ কোচ পিটার বাটলারকে। ম্যাচ শেষে জানালেন অল্পের জন্য পয়েন্ট খোয়ানো থেকে বেঁচে যাওয়ার কথা।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষে আছে বাংলাদেশ। বসুন্ধরা কিংসে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারায় স্বাগতিকেরা। আজ দ্বিতীয় ম্যাচে নেপাল যে চ্যালেঞ্জ ছুড়ে দেবে, তা অনুমিতই ছিল।
স্বস্তির জয়ের পর বাটলার বলেন, ‘শেষ ৩০ মিনিট আমরা বাজে (রাবিশ) খেলেছি। একেবারে বাজে। এটা সেই ধরনের দল নয়, যা আমি গড়ে তুলেছি। কিন্তু আমরা এমন একটা পর্যায়ে খেলছি, যেখানে খেলোয়াড়ের উন্নতিই মুখ্য—জিততেই হবে এমন মানসিকতা নিয়ে নয়। আমি বলেছিলাম, সুযোগ দেব খেলোয়াড়দের, আমি আমার কথা রেখেছি। এবং শেষ পর্যন্ত তারা দৃঢ়তা দেখিয়েছে। আমরা অল্পের জন্য রক্ষা পেয়েছি।’
ম্যাচের ৫৫ মিনিটে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখেন মোসাম্মৎ সাগরিকা; যা খেলার গতিপথ বদলে দিয়েছে বলে মনে করেন বাটলার, ‘প্রথম ৫৫-৬০ মিনিট পর্যন্ত স্পষ্টভাবে অনেক ভালো দল ছিলাম। কিন্তু এরপর কিছুটা নার্ভাসনেস চলে আসে এবং লাল কার্ডটা...আমি তার (সাগরিকা) প্রতি কোনো সহানুভূতি দেখাচ্ছি না, তার প্রতিক্রিয়া জানানো উচিত হয়নি। লাল কার্ড নিয়ে তাই আমার কোনো অভিযোগ নেই। তবে এটা ম্যাচের গতি বদলে দিয়েছে। আমার মনে হয়েছে, তারা সেই সুযোগটা নিয়ে নিল। আমি কিছু পরিবর্তন আনি, কিন্তু শুরুতে যেসব খেলোয়াড় বদলি হিসেবে নামল, তারা খুব একটা প্রভাব রাখতে পারেনি। শেষ দিকে আমাদের দলটা খুব নার্ভাস দেখাচ্ছিল, যা আমাদের জন্য অস্বাভাবিক।’
টুর্নামেন্টের টানা সূচি নিয়ে ক্ষুব্ধ বাটলার, ‘১২ দিনে ৬টা ম্যাচ খেলতে হচ্ছে। কেউ ইনজুরি নিয়েই খেলছে। রিকভারি, খেলা, রিকভারি, পুল সেশন, স্ট্রেচিং, খাওয়া, ঘুম, আবার খেলা—এমন চক্র চলছে। আমি এই পদ্ধতিতে একমত নই। আমি মনে করি, এটা উন্নতির জন্য ভালো নয়। ১২ দিনে ৬টা ম্যাচ একেবারে অপ্রয়োজনীয়। আমি নিশ্চিত, ওরাও একইভাবে অনুভব করে—বিশেষ করে এত ভারী মাঠে। তবে আমি কোনো অজুহাত দিচ্ছি না। এটা সবার জন্যই একই।’
প্রথমার্ধে ছিল একচেটিয়া আধিপত্য। কিন্তু দ্বিতীয়ার্ধে ছন্দ হারায় বাংলাদেশের মেয়েরা। দুই গোলে এগিয়ে থাকার পরও হিমশিমকে নেপালকে সামলাতে। নেপালও সমতায় ফিরে আসে দারুণভাবে। শেষ মিনিটে তৃষ্ণা রানীর গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। জয়ে খুশি হলেও ফুটবলারদের পারফরম্যান্স তৃপ্তি দিচ্ছে না বাংলাদেশ কোচ পিটার বাটলারকে। ম্যাচ শেষে জানালেন অল্পের জন্য পয়েন্ট খোয়ানো থেকে বেঁচে যাওয়ার কথা।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষে আছে বাংলাদেশ। বসুন্ধরা কিংসে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারায় স্বাগতিকেরা। আজ দ্বিতীয় ম্যাচে নেপাল যে চ্যালেঞ্জ ছুড়ে দেবে, তা অনুমিতই ছিল।
স্বস্তির জয়ের পর বাটলার বলেন, ‘শেষ ৩০ মিনিট আমরা বাজে (রাবিশ) খেলেছি। একেবারে বাজে। এটা সেই ধরনের দল নয়, যা আমি গড়ে তুলেছি। কিন্তু আমরা এমন একটা পর্যায়ে খেলছি, যেখানে খেলোয়াড়ের উন্নতিই মুখ্য—জিততেই হবে এমন মানসিকতা নিয়ে নয়। আমি বলেছিলাম, সুযোগ দেব খেলোয়াড়দের, আমি আমার কথা রেখেছি। এবং শেষ পর্যন্ত তারা দৃঢ়তা দেখিয়েছে। আমরা অল্পের জন্য রক্ষা পেয়েছি।’
ম্যাচের ৫৫ মিনিটে হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখেন মোসাম্মৎ সাগরিকা; যা খেলার গতিপথ বদলে দিয়েছে বলে মনে করেন বাটলার, ‘প্রথম ৫৫-৬০ মিনিট পর্যন্ত স্পষ্টভাবে অনেক ভালো দল ছিলাম। কিন্তু এরপর কিছুটা নার্ভাসনেস চলে আসে এবং লাল কার্ডটা...আমি তার (সাগরিকা) প্রতি কোনো সহানুভূতি দেখাচ্ছি না, তার প্রতিক্রিয়া জানানো উচিত হয়নি। লাল কার্ড নিয়ে তাই আমার কোনো অভিযোগ নেই। তবে এটা ম্যাচের গতি বদলে দিয়েছে। আমার মনে হয়েছে, তারা সেই সুযোগটা নিয়ে নিল। আমি কিছু পরিবর্তন আনি, কিন্তু শুরুতে যেসব খেলোয়াড় বদলি হিসেবে নামল, তারা খুব একটা প্রভাব রাখতে পারেনি। শেষ দিকে আমাদের দলটা খুব নার্ভাস দেখাচ্ছিল, যা আমাদের জন্য অস্বাভাবিক।’
টুর্নামেন্টের টানা সূচি নিয়ে ক্ষুব্ধ বাটলার, ‘১২ দিনে ৬টা ম্যাচ খেলতে হচ্ছে। কেউ ইনজুরি নিয়েই খেলছে। রিকভারি, খেলা, রিকভারি, পুল সেশন, স্ট্রেচিং, খাওয়া, ঘুম, আবার খেলা—এমন চক্র চলছে। আমি এই পদ্ধতিতে একমত নই। আমি মনে করি, এটা উন্নতির জন্য ভালো নয়। ১২ দিনে ৬টা ম্যাচ একেবারে অপ্রয়োজনীয়। আমি নিশ্চিত, ওরাও একইভাবে অনুভব করে—বিশেষ করে এত ভারী মাঠে। তবে আমি কোনো অজুহাত দিচ্ছি না। এটা সবার জন্যই একই।’
২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে কোনো রকমে চার নম্বরে জায়গা করে নিয়েছে চেলসি। দলের এমনই অবস্থা যে তাদের খেলতে হয়েছে কনফারেন্স লিগও। এই দলকে নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে বাজি ধরার মতো লোক খুম কমই ছিলেন। যেখানে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজির মতো ক্লাব খেলছে এই টুর্নামেন্টে।
১২ মিনিট আগেধর তক্তা, মার পেরেক নীতিতেই এখন চলে টি-টোয়েন্টি ক্রিকেট। বিশেষ করে, ছয়-সাত নম্বরে যাঁরা ব্যাটিং করেন, তাঁদের অত বেশি চিন্তা করে খেলার সময় থাকে না। শামীম হোসেন পাটোয়ারীর মতো ব্যাটারদের তাই একটু ঝুঁকি নিয়েই খেলতে হয়।
১ ঘণ্টা আগেইয়ানিক সিনারের শেষ সার্ভটি ফেরানোর চেষ্টা করেও নেট পার করতে পারলেন না কার্লোস আলকারাস। তাতেই উইম্বলডন পেল নতুন রাজা। প্রথম সেট পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে গতকাল ৪-৬,৬-৪, ৬-৪, ৬-৪ গেমে জিতলেন সিনার। ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লামে এটিই কোনো ইতালিয়ান খেলোয়াড়ের প্রথম
১০ ঘণ্টা আগেলর্ডসে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের প্রথম তিন দিনের খেলা এগোচ্ছিল প্রথাগত টেস্ট মেজাজেই। দুই দলই খেলতে থাকে সমান তালে। কিন্তু আজ চতুর্থ দিনে এসে হঠাৎ ঘুরে যায় ম্যাচের গতিপথ। ভারতের আগুনে বোলিংয়ে ২০০ রানও করতে পারল না ইংলিশরা।
১২ ঘণ্টা আগে