ক্রীড়া ডেস্ক
ধর তক্তা, মার পেরেক নীতিতেই চলে টি-টোয়েন্টি ক্রিকেট। বিশেষ করে, ছয়-সাত নম্বরে যাঁরা ব্যাটিং করেন, তাঁদের অত বেশি চিন্তা করে খেলার সময় থাকে না। শামীম হোসেন পাটোয়ারীর মতো ব্যাটারদের তাই একটু ঝুঁকি নিয়েই খেলতে হয়।
পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন শামীম। সেবার তিনি ব্যাটিং করেছিলেন সাত নম্বরে। ডাম্বুলায় গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে এক ধাপ এগিয়ে ছয় নম্বরে খেলতে নেমেছেন। যখন উইকেটে আসেন, তখন বাংলাদেশের স্কোর ১১.৪ ওভারে ৪ উইকেটে ৭৭ রান। ব্যাটিংয়ে নেমে নিজের দ্বিতীয় বলেই চার মারেন তিনি। যেখানে পঞ্চম উইকেটে অধিনায়ক লিটন দাসের সঙ্গে শামীম ৩৯ বলে ৭৭ রানের জুটি গড়তে অবদান রাখেন। এই জুটির কারণেই মূলত বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১৭৭ রান করতে পারে।
ডাম্বুলায় গত রাতে ৮৩ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শামীম জানিয়েছেন, দলের স্বার্থেই ঝুঁকি নিয়ে থাকেন তিনি। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘ব্যাটিংয়ে গেলে সব সময় পরিকল্পনা থাকে ইতিবাচক থাকার। কারও না কারও ঝুঁকি নিতেই হবে। নিজ থেকে দায়িত্ব নিয়ে ঝুঁকিটা নিয়ে ফেলি।’
২৭ বলে ৫ চার ও ২ ছক্কায় গতকাল ৪৮ রান করেছেন শামীম। যার মধ্যে ফাইন লেগের ওপর দিয়ে নুয়ান তুষারাকে শেষ ওভারে একটি ছক্কা মেরেছেন। এই তুষারাকে তিন ওভার আগে কাভারের ওপর দিয়ে চার ও লং অফের ওপর দিয়ে ছক্কা মারেন শামীম। পয়েন্ট এলাকা দিয়েও চার মারেন বাংলাদেশের তরুণ বাঁহাতি ব্যাটার।
উইকেটের চারপাশ দিয়ে শট খেলতে পারেন বলে শামীমের সঙ্গে এবি ডি ভিলিয়ার্সের তুলনা চলে আসে বারবার। শামীমের মতে ব্যাটিংয়ের সময় যত বেশি ইতিবাচক থাকা যায়, ততই ভালো। বাংলাদেশের তরুণ বাঁহাতি ব্যাটার বলেন, ‘এবিডির (এবি ডি ভিলিয়ার্স) ব্যাটিং পছন্দ করি সব সময়। সব সময় চেষ্টা করি ইতিবাচক থাকার। টি-টোয়েন্টি খেলায় যত বেশি ইতিবাচক থাকব, আমার মতে তত ভালো।’
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ জিতবে বলে আশাবাদী শামীম। ২৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘ওয়ানডে সিরিজ আমরা হেরেছি। এখন ১-১ আছে (টি-টোয়েন্টি সিরিজ)। সিরিজ জয়ের সুযোগ রয়েছে আমাদের। যদি ভালো করতে পারি, আশা করি সিরিজটা জিততে পারব ইনশা আল্লাহ।’ কলম্বোর প্রেমাদাসায় পরশু সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
ধর তক্তা, মার পেরেক নীতিতেই চলে টি-টোয়েন্টি ক্রিকেট। বিশেষ করে, ছয়-সাত নম্বরে যাঁরা ব্যাটিং করেন, তাঁদের অত বেশি চিন্তা করে খেলার সময় থাকে না। শামীম হোসেন পাটোয়ারীর মতো ব্যাটারদের তাই একটু ঝুঁকি নিয়েই খেলতে হয়।
পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন শামীম। সেবার তিনি ব্যাটিং করেছিলেন সাত নম্বরে। ডাম্বুলায় গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে এক ধাপ এগিয়ে ছয় নম্বরে খেলতে নেমেছেন। যখন উইকেটে আসেন, তখন বাংলাদেশের স্কোর ১১.৪ ওভারে ৪ উইকেটে ৭৭ রান। ব্যাটিংয়ে নেমে নিজের দ্বিতীয় বলেই চার মারেন তিনি। যেখানে পঞ্চম উইকেটে অধিনায়ক লিটন দাসের সঙ্গে শামীম ৩৯ বলে ৭৭ রানের জুটি গড়তে অবদান রাখেন। এই জুটির কারণেই মূলত বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১৭৭ রান করতে পারে।
ডাম্বুলায় গত রাতে ৮৩ রানে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শামীম জানিয়েছেন, দলের স্বার্থেই ঝুঁকি নিয়ে থাকেন তিনি। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘ব্যাটিংয়ে গেলে সব সময় পরিকল্পনা থাকে ইতিবাচক থাকার। কারও না কারও ঝুঁকি নিতেই হবে। নিজ থেকে দায়িত্ব নিয়ে ঝুঁকিটা নিয়ে ফেলি।’
২৭ বলে ৫ চার ও ২ ছক্কায় গতকাল ৪৮ রান করেছেন শামীম। যার মধ্যে ফাইন লেগের ওপর দিয়ে নুয়ান তুষারাকে শেষ ওভারে একটি ছক্কা মেরেছেন। এই তুষারাকে তিন ওভার আগে কাভারের ওপর দিয়ে চার ও লং অফের ওপর দিয়ে ছক্কা মারেন শামীম। পয়েন্ট এলাকা দিয়েও চার মারেন বাংলাদেশের তরুণ বাঁহাতি ব্যাটার।
উইকেটের চারপাশ দিয়ে শট খেলতে পারেন বলে শামীমের সঙ্গে এবি ডি ভিলিয়ার্সের তুলনা চলে আসে বারবার। শামীমের মতে ব্যাটিংয়ের সময় যত বেশি ইতিবাচক থাকা যায়, ততই ভালো। বাংলাদেশের তরুণ বাঁহাতি ব্যাটার বলেন, ‘এবিডির (এবি ডি ভিলিয়ার্স) ব্যাটিং পছন্দ করি সব সময়। সব সময় চেষ্টা করি ইতিবাচক থাকার। টি-টোয়েন্টি খেলায় যত বেশি ইতিবাচক থাকব, আমার মতে তত ভালো।’
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ জিতবে বলে আশাবাদী শামীম। ২৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘ওয়ানডে সিরিজ আমরা হেরেছি। এখন ১-১ আছে (টি-টোয়েন্টি সিরিজ)। সিরিজ জয়ের সুযোগ রয়েছে আমাদের। যদি ভালো করতে পারি, আশা করি সিরিজটা জিততে পারব ইনশা আল্লাহ।’ কলম্বোর প্রেমাদাসায় পরশু সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
১০ মিনিট আগেএশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
১৯ মিনিট আগেলিটন দাস, তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমানরা এশিয়া কাপ খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ মাঠে নামবে আগামীকাল। হংকংয়ের বিপক্ষে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে সুখবর পেলেন মোস্তাফিজ।
৪১ মিনিট আগেআজ কি ঢাকায় ফিরতে পারবে বাংলাদেশ ফুটবল দল? সেই সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। চলমান অস্থিরতার জেরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এর আগে অবশ্য স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে খোলার কথা বলেছিল। এমন অনিশ্চয়তার মধ্যে হোটেলেই সময় কাটছে জামাল
২ ঘণ্টা আগে