Ajker Patrika

এমবাপ্পের শিরোপা জেতানো গোল নিয়ে বিতর্কের ঝড় 

এমবাপ্পের শিরোপা জেতানো গোল নিয়ে বিতর্কের ঝড় 

টান-টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটির বয়স তখন ৮০ মিনিট। ১-১ গোলে বিরাজ করছে সমতা। এ অবস্থা থেকে শিরোপা জিততে পারে যেকোনো দল। জয়সূচক গোল করে মহানায়ক বনে যেতে পারেন যে কেউ। 

মিলানের ঐতিহাসিক সান সিরোতে গত রাতে উয়েফা নেশনস লিগের শ্রেষ্ঠত্বের মঞ্চের সেই মহানায়ক কিলিয়ান এমবাপ্পে। থিও হার্নান্দেজের দারুণ এক পাসে জাল কাঁপান প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা। স্পেনকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার নেশনস লিগের শিরোপা জেতে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। 

তবে এমবাপ্পের গোল নিয়ে উঠেছে বিতর্কের ঝড়। স্প্যানিশদের দাবি, অফসাইডে ছিলেন ফরাসি ফরোয়ার্ড। রেফারিকে গোল বাতিলের অনুরোধও জানান সার্জিও বুসকেটস-সিজার আজপিলিকুয়েতারা। 

টিভি রিপ্লেতেও দেখা যায়, থিও হার্নান্দেজ এমবাপ্পের উদ্দেশ্যে বল বাড়ানোর সময় অফসাইডে ছিলেন তিনি। তাহলে কেন বাতিল করা হলো না সেই গোল? 

ম্যাচ শেষে এর ব্যাখ্যা দিয়েছেন রেফারি অ্যান্থনি টেলর। ৪২ বছর বয়সী ইংলিশ রেফারি স্পেনের অধিনায়ক বুসকেটসকে জানিয়েছেন, এমবাপ্পে বল রিসিভ করার আগে ছোঁয়া লাগিয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়া। ফুটবলের নতুন নিয়মে এটা অফসাইড নয়। 

রেফারির এ ব্যাখ্যায় দ্বিমত পোষণ করেছেন বুসকেটস। আরটিভিইকে তিনি বলেছেন, ‘এমবাপ্পে সামনে থাকায় সে (এরিক গার্সিয়া) বল থামাতে চেয়েছিল। সব ডিফেন্ডার সচরাচর যা করে, সেও তাই করেছে। কিন্তু বলটা এমবাপ্পের পায়ে যেতেই অনসাইড হয়ে গেল। এটা অজ্ঞের মতো সিদ্ধান্ত।’ 

সামাজিক যোগাযোগমাধ্যম রেফারি টেলরকে ধুয়ে দিয়েছেন স্প্যানিশ সমর্থকেরাও। একজন লিখেছেন, ‘অন্ধ রেফারি। এমবাপ্পে যদি অনসাইডে থাকেন, তাহলে কুন্দের (ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে) হ্যান্ডবলে কেন স্পেনকে পেনাল্টি দেওয়া হলো না? তাঁর চোখে কি কিছুই পড়েনি?’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত