Ajker Patrika

লিভারপুলকে চ্যাম্পিয়ন করে একই পুরস্কার তিনবার পেলেন সালাহ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ মে ২০২৫, ২০: ২৬
তৃতীয়বারের মতো ফুটবল রাইটার্স অ্যাসেসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন মোহামেদ সালাহ। ছবি: এএফপি
তৃতীয়বারের মতো ফুটবল রাইটার্স অ্যাসেসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন মোহামেদ সালাহ। ছবি: এএফপি

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে অসামান্য অবদান রেখেছেন মোহামেদ সালাহ। নিয়মিত গোল করেছেন। সতীর্থদের দিয়ে গোলও করিয়েছেন। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মিসরীয় এই ফরোয়ার্ড। এখন পর্যন্ত তিনবার এফডব্লিউএ’র বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন তিনি।

২০২৪-২৫ মৌসুমের ফুটবল রাইটার্স অ্যাসেসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন সালাহ। ইংল্যান্ডের ফুটবলে মৌসুমের সেরা ফুটবলারকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। আজ বিজয়ী ফুটবলার হিসেবে সালাহর নাম জানানো হয়েছে। এফডব্লিউএ এক বিবৃতিতে বলেছে, ৯০০-

এর বেশি সদস্য ভোট দিয়েছেন। ৯০ শতাংশ ভোট একাই পেয়েছেন মিশরীয় ফরোয়ার্ড। সালাহর এখানে প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁরই ক্লাব সতীর্থ ভার্জিল ফন ডাইক, নিউক্যাসল ইউনাইটেডের আলেকসান্দার ইসাক এবং আর্সেনালের ডেকলান রাইস।

এবারের প্রিমিয়ার লিগ লিভারপুল জিতেছে চার ম্যাচ হাতে রেখে। বর্তমানে ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট ৮২। অলরেডরা জিতেছে ২৫ ম্যাচ। ড্র করেছে ৭ ম্যাচ ও ৩ ম্যাচ হেরেছে। প্রিমিয়ার লিগে লিভারপুলের সবকটি ম্যাচ খেলেছেন তিনি। ২৮ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ১৮ গোলে। এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি।

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে এসেছেন সালাহ। লিভারপুলে আসার পর আট বছরে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৩৯৮ ম্যাচ খেলেছেন। ২৪৪ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ১১৩ গোলে। ইংলিশ ক্লাবটির হয়ে দুইবার প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগসহ আরও অনেক শিরোপা জিতেছেন তিনি।

সালাহর সমান তিনবার এই পুরস্কার পেয়েছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী থিয়েরি অঁরি।

এফডব্লিউএ’র ২০২৪-২৫ মৌসুমের বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্সেনালের অ্যালেসিয়া রুসো। এবারের নারী সুপার লিগে তিনি ১২ গোল করেছেন। নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে ওঠানোর পথে তিনি ৮ গোল করেছেন ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। ২৪ মে লিসবনে ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা-আর্সেনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত