টাইব্রেকে বুকায়ো শাকার শেষ শট ঠেকিয়ে জিয়ানলুইজি দোন্নারুম্মা একেবারেই ভাবলেশহীন। ভাবটা এমন, এটিই হওয়ার কথা ছিল! কঠিন আত্মবিশ্বাস যাকে বলে। এর আগের শটটিও ঠেকিয়েছেন। তবে শেষ শট ঠেকিয়েই ৫৩ বছর পর ইতালি ইউরোর শিরোপা পুনরুদ্ধার নিশ্চিত হলো, দোন্নারুম্মাকে দেখে সেটি বোঝার উপায় নেই!
মাঝমাঠ থেকে শিরোপ–উল্লাস করতে ছুটে আসছেন সতীর্থরা। ইংলিশদের ৫৫ বছরের শিরোপা–খরা কাটানোর স্বপ্নকে মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিয়ে দোন্নারুম্মা তখন এক পা, দুই পা করে সামনে এগোচ্ছেন। ওদিকে গ্যালারিতে স্তব্ধ হয়ে গেছেন ইংলিশ সমর্থকেরা। হৃদয় ভাঙার কষ্টে কারও চোখ বেয়ে নামছে অশ্রু।
ওয়েম্বলির ফাইনালে শেষ চিত্রনাট্যের দৃশ্য ছিল এমনই, যেটির নায়ক একজন দোন্নারুম্মা। ইউরোর ইতিহাসে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। ১৯৯২ সালে প্রথমবার এই কীর্তি গড়েছিলেন ডেনিশ গোলরক্ষক পিটার স্মাইকেল। ১৯৯২-এর স্মাইকেলের মতো দোন্নারুম্মাও টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত খেলেছেন, যেটি ইতালিকে শিরোপা জেতাতে রেখেছে বড় অবদান। গ্রুপ পর্বের তিন ম্যাচেই নিজেদের জাল অক্ষত রেখেছিলেন এসি মিলানের ২২ বছর বয়সী এই গোলরক্ষক।
এবারের ইউরোয় সবচেয়ে বেশি সময় (৭১৯ মিনিট) মাঠে থেকেছেন দোন্নারুম্মা। ইতালিকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই গোলরক্ষক মনে করেন, ‘এই শিরোপা তাঁদের প্রত্যাশিতই ছিল।’ ম্যাচশেষে তিনি বলেছেন, ‘আমরা দল হিসেবে দুর্দান্ত। মাঠে আমরা এক ইঞ্চিও প্রতিপক্ষকে ছাড় দিইনি। এই সাফল্যের যোগ্য দল আমরাই।’
টাইব্রেকে বুকায়ো শাকার শেষ শট ঠেকিয়ে জিয়ানলুইজি দোন্নারুম্মা একেবারেই ভাবলেশহীন। ভাবটা এমন, এটিই হওয়ার কথা ছিল! কঠিন আত্মবিশ্বাস যাকে বলে। এর আগের শটটিও ঠেকিয়েছেন। তবে শেষ শট ঠেকিয়েই ৫৩ বছর পর ইতালি ইউরোর শিরোপা পুনরুদ্ধার নিশ্চিত হলো, দোন্নারুম্মাকে দেখে সেটি বোঝার উপায় নেই!
মাঝমাঠ থেকে শিরোপ–উল্লাস করতে ছুটে আসছেন সতীর্থরা। ইংলিশদের ৫৫ বছরের শিরোপা–খরা কাটানোর স্বপ্নকে মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিয়ে দোন্নারুম্মা তখন এক পা, দুই পা করে সামনে এগোচ্ছেন। ওদিকে গ্যালারিতে স্তব্ধ হয়ে গেছেন ইংলিশ সমর্থকেরা। হৃদয় ভাঙার কষ্টে কারও চোখ বেয়ে নামছে অশ্রু।
ওয়েম্বলির ফাইনালে শেষ চিত্রনাট্যের দৃশ্য ছিল এমনই, যেটির নায়ক একজন দোন্নারুম্মা। ইউরোর ইতিহাসে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। ১৯৯২ সালে প্রথমবার এই কীর্তি গড়েছিলেন ডেনিশ গোলরক্ষক পিটার স্মাইকেল। ১৯৯২-এর স্মাইকেলের মতো দোন্নারুম্মাও টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত খেলেছেন, যেটি ইতালিকে শিরোপা জেতাতে রেখেছে বড় অবদান। গ্রুপ পর্বের তিন ম্যাচেই নিজেদের জাল অক্ষত রেখেছিলেন এসি মিলানের ২২ বছর বয়সী এই গোলরক্ষক।
এবারের ইউরোয় সবচেয়ে বেশি সময় (৭১৯ মিনিট) মাঠে থেকেছেন দোন্নারুম্মা। ইতালিকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই গোলরক্ষক মনে করেন, ‘এই শিরোপা তাঁদের প্রত্যাশিতই ছিল।’ ম্যাচশেষে তিনি বলেছেন, ‘আমরা দল হিসেবে দুর্দান্ত। মাঠে আমরা এক ইঞ্চিও প্রতিপক্ষকে ছাড় দিইনি। এই সাফল্যের যোগ্য দল আমরাই।’
১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
২৫ মিনিট আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
১ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৩ ঘণ্টা আগেপ্রথম তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো পরের তিনটি ফাইনালেও (২০২৭,২০২৯, ২০৩১) আয়োজক হিসেবে ইংল্যান্ডের নাম ঘোষণা করেছে আইসিসি। যদিও ভারত চেয়েছিল ২০২৭ সালের আসর আয়োজন করতে। তবে অতীতের তিন আসরে ইংল্যান্ডের আয়োজনের অভিজ্ঞতা মুগ্ধ করেছে আইসিসিকে।
৩ ঘণ্টা আগে