Ajker Patrika

বড় দুর্ঘটনা থেকে বাঁচল নিউজিল্যান্ড 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

২০২৩ নারী ফুটবল বিশ্বকাপে ঘটছে একের পর এক দুর্ঘটনা। এবার এক বড় দুর্ঘটনায় পড়েও বেঁচে যায় নিউজিল্যান্ড নারী ফুটবল দল। 

অকল্যান্ডের পুলম্যান হোটেলে গতকাল স্থানীয় সময় রাত আটটায় আগুন লেগেছিল। এটা নিউজিল্যান্ডের নারী ফুটবলের টিম হোটেল। তবে এই ঘটনায় কোনো ক্ষতি হয়নি নিউজিল্যান্ড দলের। আগুন লাগার পর ফুটবলাররা হোটেলের কাছে এক রেস্টুরেন্টে চলে যান। আগুন লাগার সঙ্গে দল অথবা টুর্নামেন্টের কোনো সম্পর্ক নেই বলে মনে করেন নিউজিল্যান্ড ফুটবল দলের প্রধান নির্বাহী অ্যান্ড্রু প্র‍্যাগনেল। প্র্যাগনেল আজ সাংবাদিকদের বলেন, ‘খেলোয়াড় ও কর্মকর্তাদের সবাই ভালো আছে। তারা আজ ভালোই অনুশীলন করেছে।’ এই ঘটনায় জড়িত সন্দেহে নিউজিল্যান্ড পুলিশ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন প্র্যাগনেল। 

অকল্যান্ডের ইডেন পার্কে গত বৃহস্পতিবার নিউজিল্যান্ড-নরওয়ে ম্যাচ দিয়ে শুরু হয় ২০২৩ ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর কয়েক ঘণ্টা আগে অকল্যান্ডে নরওয়ের টিম হোটেলের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজন মারা গেছেন। তবে এই ঘটনা বিচ্ছিন্ন ঘটনা মনে করছেন প্র্যাগনেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত