Ajker Patrika

ওবামার সঙ্গে কথা বলাটা রাশফোর্ডের কাছে স্বপ্নের মতো

ওবামার সঙ্গে কথা বলাটা রাশফোর্ডের কাছে স্বপ্নের মতো

ঢাকা: মার্কোস রাশফোর্ড গত বছর করোনায় শিশুদের খাদ্য সংকটে এগিয়ে এসেছিলেন। সমাজের পিছিয়ে পড়া শিশুদের যেন অভুক্ত থাকতে না হয়, খাদ্য কর্মসূচির উদ্যোগ নিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার। স্বীকৃতি হিসেবে পেয়েছিলেন ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ ‘অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার’ পুরস্কার।

তরুণেরা সমাজকে কীভাবে আরও এগিয়ে নিতে পারে এসব বিষয়ে রাশফোর্ড এবার কথা বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে। রাশফোর্ডের চিন্তাভাবনা বেশ মনে ধরেছে ওবামার। তিনি জানিয়েছেন, রাশফোর্ড একটা বইয়ের গ্রন্থাগার করতে চান। তরুণেরা যেন নিজেদের আরও পড়ার মধ্যে যুক্ত রাখেন, এমন চিন্তা থেকে তাঁর এই উদ্যোগ

রাশফোর্ডদের এমন চিন্তা নিজের শৈশবের সঙ্গে মিল পাচ্ছেন ওবামা, ‘এর মধ্যে অনেক তরুণদের সঙ্গে সাক্ষাৎ করেছি। ২৩ বছর বয়সে আমি যে চিন্তা করতাম, তারাও একইরকম চিন্তা করছে। ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে।’

রাশফোর্ডের মতো তরুণেরা সমাজে একটা পরিবর্তন চায়। ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকারের সঙ্গে এক ভিডিও কলে এসব বিষয়ই উঠে এসেছে বলে জানিয়েছেন ওবামা। সাবেক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে দারুণ উচ্ছ্বসিত রাশফোর্ড, ‘এটা স্বপ্নের মতো, তাই না? ম্যানচেস্টারে আমি আমার রান্নাঘরে বসে কথা বলেছি প্রেসিডেন্ট ওবামার সঙ্গে। তবে দ্রুত তিনি আমাকে স্বচ্ছন্দ হতে সহায়তা করেছেন। তাঁর (ওবামা) সঙ্গে কাটানো প্রতিটা মিনিট উপভোগ করেছি। যতক্ষণ তাঁর সঙ্গে যুক্ত ছিলাম নতুন নতুন চিন্তা মাথায় আসছিল। এটা দারুণ অভিজ্ঞতা। যখন প্রেসিডেন্ট ওবামা কথা বলেন, তখন একটাই কাজ, শুধুই শুনে যাওয়া।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত