ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল দুর্দান্ত এক মুহূর্তের সাক্ষী হয়েছে ফুটবলপ্রেমীরা। একই রাতে দুটি দল ও খেলোয়াড়দের অনেক কিছু গুরুত্বপূর্ণ মিল দেখেছে দর্শক। লিভারপুল ও টটেনহাম নিজ নিজ খেলায় জয় পাওয়ায় এমন ঘটনাগুলোর মিল পাওয়া গেছে।
ফুটবল খেলাটা যেহেতু দলীয়, তাই শুরুটা করা যাক দুই দলের জয়ের ব্যবধান দিয়ে। দুই দলই গতকাল নিজ নিজ দলের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে। ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে টটেনহাম। অন্যদিকে ব্রেন্টফোর্ডকে সমান ব্যবধানে হারিয়েছে লিভারপুল। দুই দলেরই জয়ের ম্যাচটি আবার নিজেদের মাঠে।
দুই দলের মধ্যে ব্যতিক্রম শুধু লিভারপুল অনেক আগে জয়ের মধ্যে ফিরলেও গতকাল জয়ে ফিরেছে টটেনহাম। টানা চার ম্যাচ জয়হীন থাকার পর গতকাল আনন্দ উদ্যাপনের সুযোগ পেয়েছে স্পার্সরা। অন্যদিকে টানা ছয় ম্যাচে জয় পেয়েছে অলরেডরা। এই ছয় ম্যাচের মধ্যে আবার সর্বশেষ পাঁচ ম্যাচে তাদের জয়ের ব্যবধান ১ গোলের। ২০০৯ সালে বার্মিংহামের এমন কীর্তির পর প্রথম দল হিসেবে এমন নজির গড়েছে লিভারপুল।
এবার অন্য মিলগুলোতে চোখ বোলানো যাক। গতকাল দুই দলের জয়ের ম্যাচের নায়ক ছিলেন দুই ফরোয়ার্ড। টটেনহামের হয়ে গোল করেছেন হ্যারি কেইন। আর মোহাম্মদ সালাহ জয় এনে দিয়েছেন লিভারপুলকে। ফরোয়ার্ডের কাজই যেহেতু গোল করা, সে হিসেবে এমন মিল হতেই পারে। এমনটা হওয়াই স্বাভাবিক। তবে কাকতালীয় বিষয় হচ্ছে, দুজন একই রাতে গোলের সেঞ্চুরি করেছেন। সেটিও আবার দুই দলের হয়ে হোম গোলের রেকর্ড। সব মিলিয়ে লিগটির ইতিহাসে এত সব ঘটনা আগে ঘটেছে কি না, জানা যায়নি। ঘটলেও সাম্প্রতিক সময়ে এমন উদাহরণ নেই বললেই চলে।
গতকাল শুধু মিল রেখেই নজির গড়েননি, আলাদাভাবেও কিছু মাইলফলক অর্জন করেছেন কেইন-সালাহ। টটেনহামের জয়সূচক গোলে প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কেইন। ২০৯ গোলে পেছনে ফেলেছেন ওয়েইন রুনিকে। ২০৮ গোল নিয়ে গতকালের আগে যৌথভাবে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের ফরোয়ার্ডের সঙ্গে দুইয়ে ছিলেন দেশটির বর্তমান অধিনায়ক। ২৬০ গোলে এখন তাঁর সামনে শুধু ইংল্যান্ড কিংবদন্তি অ্যালেন শিয়েরার।
আরও একটি মাইলফলক অর্জন করেছেন কেইন। টটেনহামকে জয় এনে দেওয়া হেডের গোলটি আবার এই মৌসুমে মাথা দিয়ে ১০তম গোল। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে হেডে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তিনি। লিগের এখনো তিন ম্যাচ বাকি থাকায় সংখ্যাটি আরও বাড়তে পারে।
অন্যদিকে লিভারপুলের প্রথম খেলোয়াড় হিসেবে নিজেদের মাঠ অ্যানফিল্ডে টানা সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন সালাহ। সব প্রতিযোগিতা মিলিয়ে ধারাবাহিকভাবে ৯ ম্যাচে গোল করেছেন মিসরীয় ফরোয়ার্ড।
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল দুর্দান্ত এক মুহূর্তের সাক্ষী হয়েছে ফুটবলপ্রেমীরা। একই রাতে দুটি দল ও খেলোয়াড়দের অনেক কিছু গুরুত্বপূর্ণ মিল দেখেছে দর্শক। লিভারপুল ও টটেনহাম নিজ নিজ খেলায় জয় পাওয়ায় এমন ঘটনাগুলোর মিল পাওয়া গেছে।
ফুটবল খেলাটা যেহেতু দলীয়, তাই শুরুটা করা যাক দুই দলের জয়ের ব্যবধান দিয়ে। দুই দলই গতকাল নিজ নিজ দলের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে। ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে টটেনহাম। অন্যদিকে ব্রেন্টফোর্ডকে সমান ব্যবধানে হারিয়েছে লিভারপুল। দুই দলেরই জয়ের ম্যাচটি আবার নিজেদের মাঠে।
দুই দলের মধ্যে ব্যতিক্রম শুধু লিভারপুল অনেক আগে জয়ের মধ্যে ফিরলেও গতকাল জয়ে ফিরেছে টটেনহাম। টানা চার ম্যাচ জয়হীন থাকার পর গতকাল আনন্দ উদ্যাপনের সুযোগ পেয়েছে স্পার্সরা। অন্যদিকে টানা ছয় ম্যাচে জয় পেয়েছে অলরেডরা। এই ছয় ম্যাচের মধ্যে আবার সর্বশেষ পাঁচ ম্যাচে তাদের জয়ের ব্যবধান ১ গোলের। ২০০৯ সালে বার্মিংহামের এমন কীর্তির পর প্রথম দল হিসেবে এমন নজির গড়েছে লিভারপুল।
এবার অন্য মিলগুলোতে চোখ বোলানো যাক। গতকাল দুই দলের জয়ের ম্যাচের নায়ক ছিলেন দুই ফরোয়ার্ড। টটেনহামের হয়ে গোল করেছেন হ্যারি কেইন। আর মোহাম্মদ সালাহ জয় এনে দিয়েছেন লিভারপুলকে। ফরোয়ার্ডের কাজই যেহেতু গোল করা, সে হিসেবে এমন মিল হতেই পারে। এমনটা হওয়াই স্বাভাবিক। তবে কাকতালীয় বিষয় হচ্ছে, দুজন একই রাতে গোলের সেঞ্চুরি করেছেন। সেটিও আবার দুই দলের হয়ে হোম গোলের রেকর্ড। সব মিলিয়ে লিগটির ইতিহাসে এত সব ঘটনা আগে ঘটেছে কি না, জানা যায়নি। ঘটলেও সাম্প্রতিক সময়ে এমন উদাহরণ নেই বললেই চলে।
গতকাল শুধু মিল রেখেই নজির গড়েননি, আলাদাভাবেও কিছু মাইলফলক অর্জন করেছেন কেইন-সালাহ। টটেনহামের জয়সূচক গোলে প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কেইন। ২০৯ গোলে পেছনে ফেলেছেন ওয়েইন রুনিকে। ২০৮ গোল নিয়ে গতকালের আগে যৌথভাবে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের ফরোয়ার্ডের সঙ্গে দুইয়ে ছিলেন দেশটির বর্তমান অধিনায়ক। ২৬০ গোলে এখন তাঁর সামনে শুধু ইংল্যান্ড কিংবদন্তি অ্যালেন শিয়েরার।
আরও একটি মাইলফলক অর্জন করেছেন কেইন। টটেনহামকে জয় এনে দেওয়া হেডের গোলটি আবার এই মৌসুমে মাথা দিয়ে ১০তম গোল। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে হেডে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তিনি। লিগের এখনো তিন ম্যাচ বাকি থাকায় সংখ্যাটি আরও বাড়তে পারে।
অন্যদিকে লিভারপুলের প্রথম খেলোয়াড় হিসেবে নিজেদের মাঠ অ্যানফিল্ডে টানা সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন সালাহ। সব প্রতিযোগিতা মিলিয়ে ধারাবাহিকভাবে ৯ ম্যাচে গোল করেছেন মিসরীয় ফরোয়ার্ড।
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
২ ঘণ্টা আগে