Ajker Patrika

আদালতেও ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেন আলভেস

আদালতেও ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেন আলভেস

ধর্ষণের অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন দানি আলভেস। এবার আদালতেও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। গতকাল তাঁর বিরুদ্ধে তরুণীর করা অভিযোগের বিচারের শেষ দিন ছিল। গত সোমবার শুরু হয়েছিল বিচারকাজ। 

গতকাল বার্সেলোনার কাতালোনিয়ান হাইকোর্টে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন আলভেস। ৪০ বছর বয়সী ডিফেন্ডার বলেছেন, ‘যদি সে চলে যেতে চাইত তাহলে সে চলে যেতে পারত। সেখানে থাকতে বাধ্যগত ছিল না।’ আদালতে ২০ মিনিট কথা বলার সময় শুধু ধর্ষণই নয়, সেই তরুণীকে আঘাত করা, চুল টেনে ধরাসহ আরও অনেক শারীরিক নির্যাতন অস্বীকার করেছেন সাবেক বার্সেলোনা, জুভেন্টাসের ডিফেন্ডার। 

গত বছরের ডিসেম্বরে বার্সেলোনার সাটন নাইট ক্লাবের বাথরুমে এক তরুণীকে ধর্ষণ করেছিলেন বলে আলভেসের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে সেই তরুণীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তিন সপ্তাহ পর ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে আটক করে পুলিশ এরপর থেকেই কারাগারে আছেন তিনি। 

স্পেনের কৌঁসুলিরা ৯ বছরের কারাদণ্ড দাবি করেছেন আলভেসের। সঙ্গে ভুক্তভোগীকে ১ কোটি ৭৭ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করেছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আদালত চূড়ান্ত রায় দেবেন বলে জানা গেছে। এর আগে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ক্লাবের সঙ্গে চুক্তিও বাতিল হয় তাঁর। অভিযোগের আগে মেক্সিকান ক্লাব পুমাস ইউএনএএমের সঙ্গে চুক্তি করেছিলেন আলভেস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত