ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদের কাছে লিভারপুল শিরোপা হারিয়েছে বলার চেয়ে থিবো কোর্তোয়ার কাছেই হেরে হেরে গেছে অলরেডরা এটা বলাটাই হয়তো বেশি প্রাসঙ্গিক। কোর্তোয়ার ওই গ্লাভস জোড়াতেই যেন লেখা ছিল চ্যাম্পিয়নস লিগের ভাগ্য! ম্যাচের একমাত্র গোলদাতা ভিনিসিয়ুস জুনিয়র হলেও আসল নায়ক কোর্তোয়া।
অবিশ্বাস্য, অতুলনীয়, অতিমানবীয় এই বিশেষণগুলো দিয়েও হয়তো কোর্তোয়ার এই পারফরম্যান্স ঠিকঠাক বোঝানো যাবে না। লিভারপুলের আক্রমণভাগের সামনে পুরো সময় দেয়াল হয়ে ছিলেন ৬ ফিট ৬ ইঞ্চির কোর্তোয়া। সালাহ-মানে-দিয়াজদের সব আক্রমণ একাই রুখে দিয়েছেন এই বেলজিয়ান গোলরক্ষক। ১৬ মিনিটের সময় সালাহর শট বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন। সেই শুরু এরপর অবিশ্বাস্য ভাবে একের পর এক গোল বাচিয়েছেন কোর্তোয়া।
শুধু গ্লাভস নয়, হাত-পা-বুক-মাথা..শরীরের কোন অংশ দিয়ে গোল ঠেকাননি কোর্তোয়া! ম্যাচের শেষ মিনিটেও সালাহর শট ঠেকিয়ে দলকে রক্ষা করেছেন ৩০ বছর বয়সী এই গোলরক্ষক। লিভারপুলের নেওয়া ৯টি অন টার্গেট শট কোর্তোয়ার দেয়ালে বাধা পড়েছে। লিভারপুলের আক্রমণভাগ ম্যাচের শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েও কোর্তোয়ার দুর্ভেদ্য দেয়াল ভাঙতে পারেনি।
ফুটবলে গোলদাতারাই ম্যাচের ফল বের করে আনে। তাই সব আলো স্কোরারদের দিকে থাকে সাধারণত। সে হিসেবে ভিনিসিয়ুস জুনিয়র অবশ্যই প্রশংসার দাবিবার। তবে ফাইনালে মূল পার্থক্য গড়ে দিয়েছেন একজন কোর্তোয়া। শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাওয়া কোর্তোয়া ছাপ রেখেছেন শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তেও। ম্যাচের শেষ মিনিটে ফিরমিনহোর ওই শটে কোর্তোয়া যেন বল ধরেননি, শিরোপায় লুফে নিয়েছেন।
লিভারপুল-রিয়াল সম্পর্কিত পড়ুন:
রিয়াল মাদ্রিদের কাছে লিভারপুল শিরোপা হারিয়েছে বলার চেয়ে থিবো কোর্তোয়ার কাছেই হেরে হেরে গেছে অলরেডরা এটা বলাটাই হয়তো বেশি প্রাসঙ্গিক। কোর্তোয়ার ওই গ্লাভস জোড়াতেই যেন লেখা ছিল চ্যাম্পিয়নস লিগের ভাগ্য! ম্যাচের একমাত্র গোলদাতা ভিনিসিয়ুস জুনিয়র হলেও আসল নায়ক কোর্তোয়া।
অবিশ্বাস্য, অতুলনীয়, অতিমানবীয় এই বিশেষণগুলো দিয়েও হয়তো কোর্তোয়ার এই পারফরম্যান্স ঠিকঠাক বোঝানো যাবে না। লিভারপুলের আক্রমণভাগের সামনে পুরো সময় দেয়াল হয়ে ছিলেন ৬ ফিট ৬ ইঞ্চির কোর্তোয়া। সালাহ-মানে-দিয়াজদের সব আক্রমণ একাই রুখে দিয়েছেন এই বেলজিয়ান গোলরক্ষক। ১৬ মিনিটের সময় সালাহর শট বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন। সেই শুরু এরপর অবিশ্বাস্য ভাবে একের পর এক গোল বাচিয়েছেন কোর্তোয়া।
শুধু গ্লাভস নয়, হাত-পা-বুক-মাথা..শরীরের কোন অংশ দিয়ে গোল ঠেকাননি কোর্তোয়া! ম্যাচের শেষ মিনিটেও সালাহর শট ঠেকিয়ে দলকে রক্ষা করেছেন ৩০ বছর বয়সী এই গোলরক্ষক। লিভারপুলের নেওয়া ৯টি অন টার্গেট শট কোর্তোয়ার দেয়ালে বাধা পড়েছে। লিভারপুলের আক্রমণভাগ ম্যাচের শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েও কোর্তোয়ার দুর্ভেদ্য দেয়াল ভাঙতে পারেনি।
ফুটবলে গোলদাতারাই ম্যাচের ফল বের করে আনে। তাই সব আলো স্কোরারদের দিকে থাকে সাধারণত। সে হিসেবে ভিনিসিয়ুস জুনিয়র অবশ্যই প্রশংসার দাবিবার। তবে ফাইনালে মূল পার্থক্য গড়ে দিয়েছেন একজন কোর্তোয়া। শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাওয়া কোর্তোয়া ছাপ রেখেছেন শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তেও। ম্যাচের শেষ মিনিটে ফিরমিনহোর ওই শটে কোর্তোয়া যেন বল ধরেননি, শিরোপায় লুফে নিয়েছেন।
লিভারপুল-রিয়াল সম্পর্কিত পড়ুন:
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
১০ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
১১ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
১৬ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
১৬ ঘণ্টা আগে