Ajker Patrika

বিশ্বকাপে মার্তিনেজের আচরণে মেসিকে দায় দিচ্ছেন উয়েফা সভাপতি

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৪: ৪৩
বিশ্বকাপে মার্তিনেজের আচরণে মেসিকে দায় দিচ্ছেন উয়েফা সভাপতি

কাতার বিশ্বকাপ শেষ হওয়ার তিন মাস পরেও রয়ে গেছে এর রেশ। এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে এখনো চলছে আলাপ-আলোচনা। ফাইনালে মার্তিনেজের আচরণ নিয়ে সমালোচনা চলছেই। উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফারিন এখানে দায়ী করছেন লিওনেল মেসিকে। 

লুসাইলে গত বছরের ধ্রুপদী ফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স-আর্জেন্টিনা। ম্যাচ টাইব্রেকারে গড়ালে দেখা যায় ভিন্ন এক মার্তিনেজকে। ফ্রান্সের ফুটবলারদের মনোযোগ নষ্ট করে হলুদ কার্ড দেখেছেন তিনি। আর গোল্ডেন গ্লাভসের পুরস্কার জেতার পর তাঁর সেই অদ্ভুত উদ্‌যাপনের গল্প সবারই জানা। সেফারিনের মতে, এখানে প্রতিপক্ষকে অসম্মান করা হয়েছে। মেসিকে এ ঘটনার দায় দিয়ে উয়েফা সভাপতি বলেন, ‘মেসির কিছু বলা উচিত ছিল। তাকে (মার্তিনেজ) এসব করতে নিষেধ করা উচিত ছিল। কীভাবে অপরকে সম্মান করতে হয়, তা বলা উচিত ছিল।’ 

মার্তিনেজ শুধু এই ফাইনালেই থেমে থাকেননি, শিরোপা জয়ের পর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নীরবতা পালনের নাম করে উপহাস করেছিলেন। এরপর বুয়েন্স এইরেসে বাস প্যারেডের সময় এমবাপ্পের পুতুল হাতে নিয়ে উদ্‌যাপন করেছিলেন মার্তিনেজ। ফরাসি ফুটবলারকে এভাবে উপহাস করা পছন্দ হয়নি সেফারিনের, ‘আমি বুঝতে পারছি না, এমবাপ্পেকে নিয়ে সে (মার্তিনেজ) মজা কেন করল। এটা খেলোয়াড়সুলভ আচরণ না। এটা ছিল উদ্দেশ্যমূলক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত