Ajker Patrika

লঙ্কান লিগে খেললে যে পারিশ্রমিক পাবেন মিঠুন-তাসকিনরা 

লঙ্কান লিগে খেললে যে পারিশ্রমিক পাবেন মিঠুন-তাসকিনরা 

লঙ্কান প্রিমিয়ার লিগের(এলপিএল) প্লেয়ার ড্রাফট হয়ে গেছে গতকাল রাতে। এবারের এলপিএলে দল পেয়েছেন তাসকিন আহমেদ-মোহাম্মদ মিঠুনসহ বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। 

গোল্ড ওভারসিজ ‘এ’ ক্যাটাগরিতে ক্যান্ডি ওয়ারিয়র্সে খেলবেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। গোল্ড ওভারসিজ ‘বি’ ক্যাটাগরিতে মিঠুনের পাশাপাশি নাজমুল ইসলাম অপু ও পেসার মেহেদি হাসান রানাকে দলে টেনেছে ক্যান্ডি। 

আল আমিন হোসেন ও তাসকিন আহমেদকে খেলবেন কলম্বো স্টারসের হয়ে। বাংলাদেশের দুই পেসার খেলবেন গোল্ড ওভারসিজ ‘বি’ ক্যাটাগরিতে। গোল্ড ওভারসিজ ‘এ’ ক্যাটাগরির হওয়ায় মিঠুনের পারিশ্রমিক ধরা হয়েছে ৪০ হাজার ডলার বা ৩৪ লাখ টাকা। ওভারসিজ ‘বি’ ক্যাটাগরিতে থাকা তাসকিন-অপুরা পাবেন ২৫ হাজার ডলার বা ২১ লাখ টাকা। 

পাঁচ ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে ৫ ডিসেম্বর থেকে শুরু হবে এলপিএল। টুর্নামেন্ট শেষ হবে ২৩ ডিসেম্বর। আইকন ওভারসিজ বা বিদেশি তারকা হিসেবে পাঁচ দলে খেলবেন ফাফ ডু প্লেসিস, রোভম্যান পাওয়েল, মোহাম্মদ হাফিজ, ক্রিস গেইল ও ইমরান তাহির। মিঠুনদের দলের বিদেশি আইকন হিসেবে খেলবেন রোভম্যান পাওয়েল। আল আমিন-তাসকিনদের আইকন খেলোয়াড় হয়েছেন ক্রিস গেইল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত