Ajker Patrika

রোহিত-হার্দিকদের নেতৃত্বে শ্রীলঙ্কা সিরিজে খেলবে ভারত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১২: ০৬
রোহিত-হার্দিকদের নেতৃত্বে শ্রীলঙ্কা সিরিজে খেলবে ভারত

ভারতীয় ক্রিকেট দলকে এখন প্রায় সময়ই নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। আরও একবার হার্দিকের কাঁধে উঠল ভারতীয় দলের দায়িত্ব। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার। আর ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। 

টি-টোয়েন্টির অধিনায়কত্ব তো বটেই, ওয়ানডে সিরিজের সহ-অধিনায়কের দায়িত্বও পেয়েছেন হার্দিক। রোহিতের নেতৃত্বে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন শিখর ধাওয়ান। চলতি বছর ওয়ানডেতে অফ ফর্মে ছিলেন ধাওয়ান। সদ্য সমাপ্ত বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৬ গড় ও ৫১.৪২ স্ট্রাইকরেটে করেছেন ১৮ রান। চোটের কারণে বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে যাওয়া দীপক চাহারও নেই শ্রীলঙ্কা সিরিজে। দলে ফিরেছেন সঞ্জু স্যামসন ও আর্শদীপ সিং। 

অন্যদিকে টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন শিভম মাভি ও মুকেশ কুমার। বিরাট কোহলি, লোকেশ রাহুলের কেউই নেই টি-টোয়েন্টি দলে। আর হাঁটুর চোট থেকে এখনো সেরে না ওঠায় রবীন্দ্র জাদেজা নেই কোনো সিরিজে। ঋষভ পন্তকেও ওয়ানডে, টি-টোয়েন্টির কোনো দলেই রাখা হয়নি। 

জানুয়ারিতে ভারত-শ্রীলঙ্কা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। ৩ জানুয়ারি ওয়াংখেড়েতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৫ ও ৭ জানুয়ারি পুনে ও রাজকোটে হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি। ১০, ১২ ও ১৫ জানুয়ারি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। গৌহাটি, কলকাতা ও তিরুবন্তপুরমে হবে ওয়ানডে তিনটি। 

শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতের দল: 

টি-টোয়েন্টি দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড, শুভমন গিল, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, হার্শাল প্যাটেল, উমরান মালিক, শিভম মাভি, মুকেশ কুমার 

ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শুভমন গিল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, উমরান মালিক, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

ডিটারজেন্ট, তেল ও সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, সরবরাহ মিল্ক ভিটায়

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান—৯৯৯–এ স্বামীর ফোন

১৫৮ বছর আগে হারানো আলাস্কাতেই কি ইউক্রেনের জমি লিখে নেবে রাশিয়া

জট খুলছে ব্ল্যাংক স্মার্ট কার্ড ক্রয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত