Ajker Patrika

লঙ্কানদের ৪২ রানে থামিয়ে ২৮১ রানের লিডে দিন পার প্রোটিয়াদের

ক্রীড়া ডেস্ক    
স্তাবসের বিপক্ষে আউটের আবেদন লঙ্কানদের। ছবি: এএফপি
স্তাবসের বিপক্ষে আউটের আবেদন লঙ্কানদের। ছবি: এএফপি

৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশন তো দূর কি বাত, সফরকারীরা টিকতে পেরেছে ১৩.৫ বল। মাত্র ৪২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে লঙ্কানরা। টেস্টে এক ইনিংসে এটিই সর্বনিম্ন স্কোর তাদের।

নতুন বলে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ শুনশান কবরস্থান বানিয়েছেন মার্কো ইয়ানসেন। ৪১ বল করে ১৩ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। এই শতকে কোনো দক্ষিণ পেসারের এটিই সেরা বোলিং। আর কেশব মহারাজের (৯/১২৯) পর লঙ্কানদের বিপক্ষে কোনো প্রোটিয়ার দ্বিতীয় সেরা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই কোনো দলের সর্বনিম্ন স্কোর। আর কিংসমিডেও সর্বনিম্ন। ৬ রান অতিরিক্ত থেকে না এলে স্কোরটা আরও ছোট হতে পারত লঙ্কানদের। আজ প্রোটিয়াদের প্রথম ইনিংস ১৯১ রানে থামিয়ে ব্যাটিং শুরু করেছিল সফরকীরারা। কিন্তু মধ্যাহ্নভোজে যাওয়ার আগেই হারায় সব উইকেট।

১৪৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ২৮১ রানে লিড নিয়ে দিন পার করেছে দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেটে করেছে ১৩২ রান। তার ২ উইকেট নিয়েছেন প্রবাত জয়াসুরিয়া। শ্রীলঙ্কার চতুর্থ স্পিনার হিসেবে ১০০ টেস্ট উইকেট পেলেন তিনি। এই মাইফলক ছুঁতে তাঁর লেগেছে ১৭ টেস্ট, শততম উইকেট প্রাপ্তিতে যা দ্বিতীয় দ্রুততম।

বৃষ্টির কারণে ৪ উইকেটে ৮০ রান নিয়ে প্রথম দিন পার করেছিল প্রোটিয়ারা। ২৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে টেম্বা বাভুমা (৭০) পান ফিফ। আগামীকাল ২৪ রান নিয়ে ত্রিস্তান স্তাবসের (১৭) সঙ্গে তৃতীয় দিনও শুরু করবেন তিনি।

সংখ্যায় সংখ্যায়

৪২

এটিই টেস্টে এক ইনিংসে শ্রীলঙ্কার সর্বনিম্ন। আগেরটি ছিল ১৯৯৪ সালে, কেন্ডিতে পাকিস্তানের বিপক্ষে গুটিয়ে গিয়েছিল ৭১ রানে।

৮৩

ডারবানে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা গুটিয়ে গেছে মাত্র ৮৩ বলে। টেস্টে গত ১০০ বছরে এর চেয়ে কম বল খেলেনি কোনো দল। এর আগে ১৯২৪ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ৭৫ বলে ৩০ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

৭/১৩

মার্কো ইয়ানসেনের বোলিং। এই শতকে কোনো দক্ষিণ পেসারের এটিই সেরা বোলিং কীর্তি। আর কেশব মহারাজের (৯ / ১২৯) লঙ্কানদের বিপক্ষে কোনো প্রোটিয়ার দ্বিতীয় সেরা বোলিং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত