ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতির ঝড় তুলে মুগ্ধ করে চলেছেন উমরান মালিক। কাশ্মীর থেকে উঠে আসা সানরাইজার্স হায়দরাবাদের এই ফাস্ট বোলার এবার আইপিএলের সর্বোচ্চ ঘণ্টায় ১৫৪ কিলোমিটার গতিতে বোলিং করেছেন, সেটিও আবার দুবার। নিয়মিত গতির ঝড় তুলে ব্যাটারদের বিপাকে ফেলা উমরানকে সামলানোর কিছু উপায় বাতলেছেন সুনীল গাভাস্কার।
এখনো পর্যন্ত ৯ ম্যাচে উমরান নিয়েছেন ১৫ উইকেট। এর মধ্যে একটি ৫ উইকেটও আছে। গত ২৭ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে গুজরাটের বিপক্ষে ২৫ রানে ৫ উইকেট এখনো পর্যন্ত তাঁর ক্যারিয়ারসেরা বোলিং। বোঝাই যাচ্ছে, উমরানকে সামলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে ব্যাটারদের। ‘কাশ্মীরি বুলেট’খ্যাত উমরানকে সামলানোর কিছু উপায় বলছেন গাভাস্কার। ‘সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইকারের প্রান্তে চলে যাও’—স্বভাবসুলভ রসিকতায় ভারতীয় ক্রিকেট কিংবদন্তির পরামর্শ।
‘সানি ভাই’য়ের এই রসিকতায় পরোক্ষভাবে উমরানের প্রশংসাই করা হয়েছে। পরে অবশ্য ব্যাটারদের উদ্দেশে গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন গাভাস্কার, ‘তাকে (উমরানকে) তোমার স্টাম্প দেখতে দিও না। ও যখন বোলিং করতে দৌড় শুরু করে, তিনটা স্টাম্প ঢেকে খেল। বল করতে দৌড় শুরুর সময় তাকে তখন দেখার চেষ্টা করতে হবে অফ স্টাম্প আর লেগ স্টাম্প কোথায়।’
আইপিএলে ধারাবাহিক গতির ঝড় তোলা উমরানকে আগামী অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। অস্ট্রেলিয়ার গতিময় উইকেটে উমরানের মতো গতিময় ফাস্ট বোলারকে যেকোনো ম্যানেজমেন্টই দলে চাইবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতির ঝড় তুলে মুগ্ধ করে চলেছেন উমরান মালিক। কাশ্মীর থেকে উঠে আসা সানরাইজার্স হায়দরাবাদের এই ফাস্ট বোলার এবার আইপিএলের সর্বোচ্চ ঘণ্টায় ১৫৪ কিলোমিটার গতিতে বোলিং করেছেন, সেটিও আবার দুবার। নিয়মিত গতির ঝড় তুলে ব্যাটারদের বিপাকে ফেলা উমরানকে সামলানোর কিছু উপায় বাতলেছেন সুনীল গাভাস্কার।
এখনো পর্যন্ত ৯ ম্যাচে উমরান নিয়েছেন ১৫ উইকেট। এর মধ্যে একটি ৫ উইকেটও আছে। গত ২৭ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে গুজরাটের বিপক্ষে ২৫ রানে ৫ উইকেট এখনো পর্যন্ত তাঁর ক্যারিয়ারসেরা বোলিং। বোঝাই যাচ্ছে, উমরানকে সামলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে ব্যাটারদের। ‘কাশ্মীরি বুলেট’খ্যাত উমরানকে সামলানোর কিছু উপায় বলছেন গাভাস্কার। ‘সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইকারের প্রান্তে চলে যাও’—স্বভাবসুলভ রসিকতায় ভারতীয় ক্রিকেট কিংবদন্তির পরামর্শ।
‘সানি ভাই’য়ের এই রসিকতায় পরোক্ষভাবে উমরানের প্রশংসাই করা হয়েছে। পরে অবশ্য ব্যাটারদের উদ্দেশে গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন গাভাস্কার, ‘তাকে (উমরানকে) তোমার স্টাম্প দেখতে দিও না। ও যখন বোলিং করতে দৌড় শুরু করে, তিনটা স্টাম্প ঢেকে খেল। বল করতে দৌড় শুরুর সময় তাকে তখন দেখার চেষ্টা করতে হবে অফ স্টাম্প আর লেগ স্টাম্প কোথায়।’
আইপিএলে ধারাবাহিক গতির ঝড় তোলা উমরানকে আগামী অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। অস্ট্রেলিয়ার গতিময় উইকেটে উমরানের মতো গতিময় ফাস্ট বোলারকে যেকোনো ম্যানেজমেন্টই দলে চাইবে।
নারী কাবাডি বিশ্বকাপের জন্য আজ দুপুর দেড়টায় সংবাদ সম্মেলেনে দল ঘোষণা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু বিকেল তিনটার পর শুনল বিশ্বকাপ স্থগিতের খবর। এনিয়ে দ্বিতীয়বার পেছাল বিশ্বকাপের সূচি।
২৫ মিনিট আগেফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
৪৪ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
২ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগে