ক্রীড়া ডেস্ক
কলম্বোতে ২ অক্টোবর পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু কলম্বোর এই জয়ের পরই হোঁচট খায় জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হেরেছে টানা চার ম্যাচ। বিশাখাপত্তনমে গতকাল অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরে বিশ্বকাপে সেমিফাইনালের দৌড় থেকে বাংলাদেশ একরকম ছিটকে গেছে।
৫ ম্যাচে এক জয় ও চার হারে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন পয়েন্ট তালিকার ছয়ে। সেমিতে খেলতে হলে জ্যোতিদের এখন বাকি দুই ম্যাচ জিততে হবে। ২০ ও ২৬ অক্টোবর বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে। ভারত-শ্রীলঙ্কাকে হারালে বাংলাদেশ পাবে ৬ পয়েন্ট। একই সঙ্গে খেয়াল রাখতে হবে অন্যান্য ম্যাচের ফলের দিকেও। যেখানে ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা এখন তিনে অবস্থান করছে। ৪ ও ৩ পয়েন্ট নিয়ে ভারত ও নিউজিল্যান্ড চার ও পাঁচ নম্বরে অবস্থান করছে। ভারত-নিউজিল্যান্ড দুই দলেরই এখন তিনটি করে ম্যাচ বাকি।
অস্ট্রেলিয়ার কাছে গতকাল ১০ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন সোবহানা মোস্তারি। তিনিই গতকাল বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ৬৬ রান করেছেন। দলের বাজে হারে হতাশা প্রকাশ করেছেন মোস্তারি। সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই ব্যাটার বলেন, ‘দর্শকরা অনেক আশা করেন আমাদের নিয়ে। আমরাও হারতে চাই না। চেষ্টা করব দর্শকেরা যেভাবে সমর্থন দিচ্ছেন, সবারই চেষ্টা থাকবে জয় উপহার দেওয়ার।’ শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে দুটি ম্যাচই বাংলাদেশ খেলবে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। জ্যোতিও এই দুই ম্যাচকে পাখির চোখ করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই ম্যাচ (অস্ট্রেলিয়া) থেকে আমাদের শিখতে হবে। শেষ দুই ম্যাচে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে।’
টস জিতে গতকাল আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশ শুরুতে দারুণভাবে এগোতে থাকে। অস্ট্রেলিয়ার পিচ্ছিল ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে রানের গতি বাড়াতে থাকে জ্যোতির দল। ১৭.৪ ওভারে ১ উইকেটে ৭৩ রান করে বাংলাদেশ। ১৮তম ওভারের পঞ্চম বলে রুবিয়া হায়দার ঝিলিককে (৪৪) ফেরান অ্যাশলে গার্ডনার। দ্বিতীয় উইকেটে ৫৩ বলে ৪১ রানের জুটি গড়েন ঝিলিক ও শারমিন আক্তার সুপ্তা। এই জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পাঁচ নম্বরে নেমে সোবহানা মোস্তারি ৮০ বলে ৬৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেও দলের স্কোরবোর্ডে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান উঠেছে।
১৯৯ রানের লক্ষ্যে নেমে বিশাখাপত্তনমে গতকাল ১৫১ বল হাতে রেখে অস্ট্রেলিয়া ১০ উইকেটে জিতেছে মূলত দুই ওপেনার অ্যালিসা হিলি (১১৩*) ও ফোব লিচফিল্ডের (৮৪*) অসাধারণ ব্যাটিংয়ে। যার মধ্যে হিলি ১৪৬.৭৫ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন। ব্যাটিংটাই যে দলকে ভোগাচ্ছে, সেটা মেনে নিচ্ছেন মোস্তারিও। বাংলাদেশের এই ব্যাটার সংবাদ সম্মেলনে বলেন, ‘দলের সবাই চেষ্টা করছে। অস্ট্রেলিয়ার সঙ্গে স্কোরবোর্ডে ভালো রান জমা হয়নি। ফিল্ডিংও খারাপ হয়েছে। সামনের ম্যাচের আগে অবশ্যই এই সমস্যাগুলো নিয়ে কাজ করব।’ বাংলাদেশের বিপক্ষে হিলি সেঞ্চুরি করেও ম্যাচসেরার পুরস্কার পাননি। অ্যালানা কিং নির্বাচিত হয়েছেন ম্যাচের সেরা ক্রিকেটার। ১০ ওভারে ১৮ রানে নিয়েছেন ২ উইকেট। চার ওভার মেডেন দিয়েছেন।
কলম্বোতে ২ অক্টোবর পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু কলম্বোর এই জয়ের পরই হোঁচট খায় জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হেরেছে টানা চার ম্যাচ। বিশাখাপত্তনমে গতকাল অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরে বিশ্বকাপে সেমিফাইনালের দৌড় থেকে বাংলাদেশ একরকম ছিটকে গেছে।
৫ ম্যাচে এক জয় ও চার হারে ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন পয়েন্ট তালিকার ছয়ে। সেমিতে খেলতে হলে জ্যোতিদের এখন বাকি দুই ম্যাচ জিততে হবে। ২০ ও ২৬ অক্টোবর বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে। ভারত-শ্রীলঙ্কাকে হারালে বাংলাদেশ পাবে ৬ পয়েন্ট। একই সঙ্গে খেয়াল রাখতে হবে অন্যান্য ম্যাচের ফলের দিকেও। যেখানে ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা এখন তিনে অবস্থান করছে। ৪ ও ৩ পয়েন্ট নিয়ে ভারত ও নিউজিল্যান্ড চার ও পাঁচ নম্বরে অবস্থান করছে। ভারত-নিউজিল্যান্ড দুই দলেরই এখন তিনটি করে ম্যাচ বাকি।
অস্ট্রেলিয়ার কাছে গতকাল ১০ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন সোবহানা মোস্তারি। তিনিই গতকাল বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ৬৬ রান করেছেন। দলের বাজে হারে হতাশা প্রকাশ করেছেন মোস্তারি। সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই ব্যাটার বলেন, ‘দর্শকরা অনেক আশা করেন আমাদের নিয়ে। আমরাও হারতে চাই না। চেষ্টা করব দর্শকেরা যেভাবে সমর্থন দিচ্ছেন, সবারই চেষ্টা থাকবে জয় উপহার দেওয়ার।’ শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে দুটি ম্যাচই বাংলাদেশ খেলবে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। জ্যোতিও এই দুই ম্যাচকে পাখির চোখ করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই ম্যাচ (অস্ট্রেলিয়া) থেকে আমাদের শিখতে হবে। শেষ দুই ম্যাচে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে।’
টস জিতে গতকাল আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশ শুরুতে দারুণভাবে এগোতে থাকে। অস্ট্রেলিয়ার পিচ্ছিল ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে রানের গতি বাড়াতে থাকে জ্যোতির দল। ১৭.৪ ওভারে ১ উইকেটে ৭৩ রান করে বাংলাদেশ। ১৮তম ওভারের পঞ্চম বলে রুবিয়া হায়দার ঝিলিককে (৪৪) ফেরান অ্যাশলে গার্ডনার। দ্বিতীয় উইকেটে ৫৩ বলে ৪১ রানের জুটি গড়েন ঝিলিক ও শারমিন আক্তার সুপ্তা। এই জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পাঁচ নম্বরে নেমে সোবহানা মোস্তারি ৮০ বলে ৬৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেও দলের স্কোরবোর্ডে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান উঠেছে।
১৯৯ রানের লক্ষ্যে নেমে বিশাখাপত্তনমে গতকাল ১৫১ বল হাতে রেখে অস্ট্রেলিয়া ১০ উইকেটে জিতেছে মূলত দুই ওপেনার অ্যালিসা হিলি (১১৩*) ও ফোব লিচফিল্ডের (৮৪*) অসাধারণ ব্যাটিংয়ে। যার মধ্যে হিলি ১৪৬.৭৫ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন। ব্যাটিংটাই যে দলকে ভোগাচ্ছে, সেটা মেনে নিচ্ছেন মোস্তারিও। বাংলাদেশের এই ব্যাটার সংবাদ সম্মেলনে বলেন, ‘দলের সবাই চেষ্টা করছে। অস্ট্রেলিয়ার সঙ্গে স্কোরবোর্ডে ভালো রান জমা হয়নি। ফিল্ডিংও খারাপ হয়েছে। সামনের ম্যাচের আগে অবশ্যই এই সমস্যাগুলো নিয়ে কাজ করব।’ বাংলাদেশের বিপক্ষে হিলি সেঞ্চুরি করেও ম্যাচসেরার পুরস্কার পাননি। অ্যালানা কিং নির্বাচিত হয়েছেন ম্যাচের সেরা ক্রিকেটার। ১০ ওভারে ১৮ রানে নিয়েছেন ২ উইকেট। চার ওভার মেডেন দিয়েছেন।
বড়দের দেখানো পথে হাঁটতে পারলেন না অর্পিতা-প্রীতিরা। জাতীয় দল, অনূর্ধ্ব-২০ দলের মতো মূলপর্বে খেলার লক্ষ্য নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। প্রথম স্বাগতিক জর্ডানের বিপক্ষে ড্রয়ের পর গতকাল জয় ভিন্ন কোনো সমীকরণ ছিল না। উল্টো ভাসতে হলো গোলবন্যায়।
১০ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে মোহাম্মদ শামির না থাকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই বিষয়ে আকার–ইঙ্গিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচকদের প্রশ্নবিদ্ধ করেছেন এই তারকা পেসার। শামির মন্তব্যের জবাব দিতে ভুলেননি প্রধান নির্বাচক অজিত আগারকার।
১২ ঘণ্টা আগে২০১০–১১ মৌসুমের পর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জিততে পারেনি ইংল্যান্ড। তাই এবার দীর্ঘ অপেক্ষার ইতি টানতে চায় ইংলিশরা। সে লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বেন স্টোকসরা। তারই অংশ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড সেকারকে নিজেদের কোচিং প্যানেলে ফেরাল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি
১২ ঘণ্টা আগেসিনিয়র উইমেন্স টি-টোয়েন্টি ট্রফিতে পাঞ্জাবের বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিলেন কিরন নাভগিরে। একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন মহারাষ্ট্রের এই ওপেনার।
১৩ ঘণ্টা আগে