Ajker Patrika

বৃষ্টিতে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে কোন দল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ০০
বৃষ্টিতে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে কোন দল

এশিয়া কাপের সুপার ফোরে আজ শ্রীলঙ্কা-পাকিস্তানের মধ্যে যে দল জিতবে, সে দলই ফাইনালে উঠবে। সেই অর্থে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ম্যাচটি অলিখিত সেমিফাইনাল হয়ে দাঁড়িয়েছে। 

তবে কলম্বোয় সুপার ফোরের ম্যাচটি হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই অনিশ্চয়তা তৈরি হয়েছে বেরসিক বৃষ্টির সম্ভাবনা থাকায়। জানা গেছে, আজ ভারী বৃষ্টি হতে পারে কলম্বোতে। এতে করে ফাইনালে ভারতের সঙ্গী জয়-পরাজয়ে নয়, পয়েন্ট ভাগাভাগি করে হতে পারে। 

আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, কলম্বোতে ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে। কয়েক ধাপে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আজ সারা দিন আকাশ কালো মেঘে ৯৬ শতাংশ ঢাকা থাকবে। 

এমনটা সত্যি হলে কপাল পুড়বে পাকিস্তানের। সুপার ফোরের এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। এতে করে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে যাওয়া হবে না পাকিস্তানের। কারণ সুপার ফোরের পয়েন্ট তালিকায় শ্রীলঙ্কার চেয়ে নেট রানরেটে কিছুটা পিছিয়ে রয়েছে পাকিস্তান। দুই দলের পয়েন্ট সমান ২ হলেও শ্রীলঙ্কার–০.২০০ নেট রানরেটের বিপরীতে পাকিস্তানের হলো–১.৮৯২।

আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার স্থানীয় সময় সকাল ৯টা থেকে বৃষ্টির সম্ভাবনার কথা জানালেও এখন পর্যন্ত অবশ্য বৃষ্টি শুরু হয়নি এমনটি জানা গেছে। উল্টো কিছুটা রোদ উঠেছে কলম্বোর আকাশে। সেদিক থেকে পাকিস্তানের সমর্থকেরা প্রার্থনা করতে পারেন বাকি সময়টাও যেন এমনি থাকে। যেন মিথ্যা হয় আকুওয়েদারের আশঙ্কা। অথবা, বৃষ্টি হলেও যেন ম্যাচ ভেস্তে না যায়। অন্যথা, পয়েন্ট ভাগাভাগি করে ১৭ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ফাইনালে খেলবে শ্রীলঙ্কা। তখন হতাশা নিয়ে দেশে ফেরার বন্দোবস্ত করতে হবে পাকিস্তানকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত