Ajker Patrika

ফুলের মতো নিষ্পাপ না হয়ে আগুনের মতো ভয়ংকর হয়ে যাও

ফুলের মতো নিষ্পাপ না হয়ে আগুনের মতো ভয়ংকর হয়ে যাও

১৪০ কোটি মানুষের দেশ ভারতে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই। বড় টুর্নামেন্টের সময় ম্যানেজমেন্টকে তাই পড়তে হয় মধুর সমস্যায় । নির্বাচকেরা দল নির্বাচনের চেয়ে কাকে বাদ দেবেন তা নিয়ে বেশি সমস্যায় পড়েন।

এশিয়া কাপের দল ঘোষণার পর ভারতীয় ক্রিকেটে এবারও বাদ পড়াদের নিয়ে বিতর্ক চলছে। যাঁর মধ্যে বেশি আলোচনা হচ্ছে তরুণ ব্যাটার ঈশান কিষাণকে নিয়ে। সাবেক ক্রিকেটাররা তাঁর বাদ পড়া নিয়ে আলোচনা করলেও আসল কষ্টটা শুধু ঈশানেই বুঝতে পারছেন।  নিজের কষ্টটা লুকাতে না পেরে ভারতীয় ওপেনার হতাশায় সামাজিক মাধ্যমে একটি বার্তা শেয়ার করেছেন।

ঈশানের শেয়ারকৃত বার্তাটি মূলত একটি গানের কিছু লাইন। বেলার লেখা ‘নম্র কবি’ গানটির কিছু অংশ শেয়ার করেন তিনি। যার বাংলা করলে দাড়ায়, ‘কষ্ট পেলেও অন্য কিছু হইও না। তোমাকে ফুল ভাবলে আগুন হয়ে যাও।’ নিজেকে আরও দক্ষ করতে হয়তো গানটি থেকে অনুপ্রেরণা খুঁজছেন ২৩ বছর বয়সী ক্রিকেটার।

টি-টোয়েন্টিতে গত কবছর ধরেই ভারতীয় দলের নিয়মিত মুখ ঈশান। ভালো পারফরমেন্সের পুরস্কার পেয়েছিলেন আইপিএলের নিলামে। তাঁকে সর্বোচ্চ ১৫ কোটি ৫০ লাখ টাকায় কিনেছিল মুম্বাই ইন্ডিয়ানস। তরুণ এই ব্যাটার তার প্রতিদানও দিয়েছেন। ২০২২ আইপিএলে ১৪ ম্যাচে করেছিলেন ৪১৮ রান। যার মধ্যে তিনটা ফিফটি ছিল। উইন্ডিজ সফরেও ছিলেন ভারতীয় দলের সঙ্গে। তবে শেষ শেষ ৬ ম্যাচে ১৫ গড়ে করেছেন ৯০ রান। টপ অর্ডারে নেমে পাওয়ার প্লের সুবিধা পেয়েও স্ট্রাইক রেট ১২৫। নেই কোনো ফিফটি। সাম্প্রতিক সময়ের এমন মলিন পারফরমেন্সের কারণেই হয়তো এশিয়া কাপের দলে ঈশানকে বিবেচনায় রাখেনি ভারতীয় নির্বাচক প্যানেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসামি গ্রেপ্তারে র‍্যাবকে ভুল তথ্য, বগুড়া ডিবির ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

গাজায় ৮ জনকে প্রকাশ্যে গুলি করে মারল হামাস

সব ‘নোট অব ডিসেন্ট’ স্পষ্ট থাকবে জুলাই সনদে, সেটাই যাবে গণভোটে: সালাহউদ্দিন আহমদ

ভল্ট থেকে উইন্ডো গ্রুপের কোটি টাকা চুরি, ডেপুটি ম্যানেজারসহ গ্রেপ্তার ২

গণভোট আর নির্বাচন এক দিনে করার প্রস্তাব উদ্ভট: জামায়াত নেতা তাহের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত