১৪০ কোটি মানুষের দেশ ভারতে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই। বড় টুর্নামেন্টের সময় ম্যানেজমেন্টকে তাই পড়তে হয় মধুর সমস্যায় । নির্বাচকেরা দল নির্বাচনের চেয়ে কাকে বাদ দেবেন তা নিয়ে বেশি সমস্যায় পড়েন।
এশিয়া কাপের দল ঘোষণার পর ভারতীয় ক্রিকেটে এবারও বাদ পড়াদের নিয়ে বিতর্ক চলছে। যাঁর মধ্যে বেশি আলোচনা হচ্ছে তরুণ ব্যাটার ঈশান কিষাণকে নিয়ে। সাবেক ক্রিকেটাররা তাঁর বাদ পড়া নিয়ে আলোচনা করলেও আসল কষ্টটা শুধু ঈশানেই বুঝতে পারছেন। নিজের কষ্টটা লুকাতে না পেরে ভারতীয় ওপেনার হতাশায় সামাজিক মাধ্যমে একটি বার্তা শেয়ার করেছেন।
ঈশানের শেয়ারকৃত বার্তাটি মূলত একটি গানের কিছু লাইন। বেলার লেখা ‘নম্র কবি’ গানটির কিছু অংশ শেয়ার করেন তিনি। যার বাংলা করলে দাড়ায়, ‘কষ্ট পেলেও অন্য কিছু হইও না। তোমাকে ফুল ভাবলে আগুন হয়ে যাও।’ নিজেকে আরও দক্ষ করতে হয়তো গানটি থেকে অনুপ্রেরণা খুঁজছেন ২৩ বছর বয়সী ক্রিকেটার।
টি-টোয়েন্টিতে গত কবছর ধরেই ভারতীয় দলের নিয়মিত মুখ ঈশান। ভালো পারফরমেন্সের পুরস্কার পেয়েছিলেন আইপিএলের নিলামে। তাঁকে সর্বোচ্চ ১৫ কোটি ৫০ লাখ টাকায় কিনেছিল মুম্বাই ইন্ডিয়ানস। তরুণ এই ব্যাটার তার প্রতিদানও দিয়েছেন। ২০২২ আইপিএলে ১৪ ম্যাচে করেছিলেন ৪১৮ রান। যার মধ্যে তিনটা ফিফটি ছিল। উইন্ডিজ সফরেও ছিলেন ভারতীয় দলের সঙ্গে। তবে শেষ শেষ ৬ ম্যাচে ১৫ গড়ে করেছেন ৯০ রান। টপ অর্ডারে নেমে পাওয়ার প্লের সুবিধা পেয়েও স্ট্রাইক রেট ১২৫। নেই কোনো ফিফটি। সাম্প্রতিক সময়ের এমন মলিন পারফরমেন্সের কারণেই হয়তো এশিয়া কাপের দলে ঈশানকে বিবেচনায় রাখেনি ভারতীয় নির্বাচক প্যানেল।
১৪০ কোটি মানুষের দেশ ভারতে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই। বড় টুর্নামেন্টের সময় ম্যানেজমেন্টকে তাই পড়তে হয় মধুর সমস্যায় । নির্বাচকেরা দল নির্বাচনের চেয়ে কাকে বাদ দেবেন তা নিয়ে বেশি সমস্যায় পড়েন।
এশিয়া কাপের দল ঘোষণার পর ভারতীয় ক্রিকেটে এবারও বাদ পড়াদের নিয়ে বিতর্ক চলছে। যাঁর মধ্যে বেশি আলোচনা হচ্ছে তরুণ ব্যাটার ঈশান কিষাণকে নিয়ে। সাবেক ক্রিকেটাররা তাঁর বাদ পড়া নিয়ে আলোচনা করলেও আসল কষ্টটা শুধু ঈশানেই বুঝতে পারছেন। নিজের কষ্টটা লুকাতে না পেরে ভারতীয় ওপেনার হতাশায় সামাজিক মাধ্যমে একটি বার্তা শেয়ার করেছেন।
ঈশানের শেয়ারকৃত বার্তাটি মূলত একটি গানের কিছু লাইন। বেলার লেখা ‘নম্র কবি’ গানটির কিছু অংশ শেয়ার করেন তিনি। যার বাংলা করলে দাড়ায়, ‘কষ্ট পেলেও অন্য কিছু হইও না। তোমাকে ফুল ভাবলে আগুন হয়ে যাও।’ নিজেকে আরও দক্ষ করতে হয়তো গানটি থেকে অনুপ্রেরণা খুঁজছেন ২৩ বছর বয়সী ক্রিকেটার।
টি-টোয়েন্টিতে গত কবছর ধরেই ভারতীয় দলের নিয়মিত মুখ ঈশান। ভালো পারফরমেন্সের পুরস্কার পেয়েছিলেন আইপিএলের নিলামে। তাঁকে সর্বোচ্চ ১৫ কোটি ৫০ লাখ টাকায় কিনেছিল মুম্বাই ইন্ডিয়ানস। তরুণ এই ব্যাটার তার প্রতিদানও দিয়েছেন। ২০২২ আইপিএলে ১৪ ম্যাচে করেছিলেন ৪১৮ রান। যার মধ্যে তিনটা ফিফটি ছিল। উইন্ডিজ সফরেও ছিলেন ভারতীয় দলের সঙ্গে। তবে শেষ শেষ ৬ ম্যাচে ১৫ গড়ে করেছেন ৯০ রান। টপ অর্ডারে নেমে পাওয়ার প্লের সুবিধা পেয়েও স্ট্রাইক রেট ১২৫। নেই কোনো ফিফটি। সাম্প্রতিক সময়ের এমন মলিন পারফরমেন্সের কারণেই হয়তো এশিয়া কাপের দলে ঈশানকে বিবেচনায় রাখেনি ভারতীয় নির্বাচক প্যানেল।
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
১১ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
১২ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
১৩ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
১৪ ঘণ্টা আগে