ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে কাল ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। সফরের আগে করাচিতে সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতির কথা জানান দলটির টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আঘা। সিরিজের সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তিনি জানিয়েছেন, ঢাকার সঙ্গে মিল রেখেই প্রস্তুতি নিয়েছেন তাঁরা।
সব ম্যাচ যেহেতু মিরপুরে, সেভাবে উইকেট-কন্ডিশন বিবেচনায় করাচিতে আবহ তৈরি করে ক্যাম্প করেছে পাকিস্তান দল। সালমান বললেন, ‘এই ক্যাম্প আয়োজন করা হয়েছিল ঢাকার কন্ডিশনের সঙ্গে মিল রেখে। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাচ্ছি। কারণ, নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষ হয়ে থাকে।’
বাংলাদেশে খেলা সব সময় চ্যালেঞ্জিং বললেন সালমান। অবশ্য স্বাগতিকদের মোকাবিলায় প্রস্তুতির কথাও বললেন সফরকারী অধিনায়ক, ‘বাংলাদেশে খেলাটা সব সময়ই চ্যালেঞ্জিং, তবে আমরা প্রস্তুত।’
ক্যাম্প চলাকালে দলের মধ্যে নেতৃত্ব ও পরিকল্পনা নিয়ে নানা আলোচনা হলেও তা নিয়ে মাথা ঘামাতে রাজি নন পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, ‘আমি কীভাবে আমার দল থেকে সেরাটা বের করে আনতে পারি, সেটাই ভাবি। আগের অধিনায়কদের কী হয়েছে, সেটা আমার দেখার বিষয় নয়। আমি কেবল সেই কাজগুলোই করি, যেগুলো পাকিস্তান দলের জন্য ভালো।’
গত ডিসেম্বরের পর পাকিস্তানের টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। শাহিন শাহ আফ্রিদিও সব সিরিজে সুযোগ পাচ্ছেন না। তবে আঘা নিশ্চিত করেন, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় আছেন সিনিয়র এই তিন ক্রিকেটার, ‘আমাদের এমন খেলোয়াড় দরকার, যারা যেকোনো সময় যেকোনো জায়গায় কাউকে রিপ্লেস করতে পারে। তাই আমরা বেঞ্চ শক্তি গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছি।’
সালমান জানান, ২৫ জন ক্রিকেটারের একটি পুল তৈরি করা হয়েছে এবং এই দলকেই বিশ্বকাপ পর্যন্ত পর্যায়ক্রমে খেলানো হবে। পাকিস্তান অধিনায়ক বললেন, ‘শাহিন, বাবর ও রিজওয়ান—এই তিনজন সিনিয়র ক্রিকেটার আমাদের সেই পুলে আছে।’
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে কাল ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। সফরের আগে করাচিতে সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতির কথা জানান দলটির টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আঘা। সিরিজের সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তিনি জানিয়েছেন, ঢাকার সঙ্গে মিল রেখেই প্রস্তুতি নিয়েছেন তাঁরা।
সব ম্যাচ যেহেতু মিরপুরে, সেভাবে উইকেট-কন্ডিশন বিবেচনায় করাচিতে আবহ তৈরি করে ক্যাম্প করেছে পাকিস্তান দল। সালমান বললেন, ‘এই ক্যাম্প আয়োজন করা হয়েছিল ঢাকার কন্ডিশনের সঙ্গে মিল রেখে। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাচ্ছি। কারণ, নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষ হয়ে থাকে।’
বাংলাদেশে খেলা সব সময় চ্যালেঞ্জিং বললেন সালমান। অবশ্য স্বাগতিকদের মোকাবিলায় প্রস্তুতির কথাও বললেন সফরকারী অধিনায়ক, ‘বাংলাদেশে খেলাটা সব সময়ই চ্যালেঞ্জিং, তবে আমরা প্রস্তুত।’
ক্যাম্প চলাকালে দলের মধ্যে নেতৃত্ব ও পরিকল্পনা নিয়ে নানা আলোচনা হলেও তা নিয়ে মাথা ঘামাতে রাজি নন পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, ‘আমি কীভাবে আমার দল থেকে সেরাটা বের করে আনতে পারি, সেটাই ভাবি। আগের অধিনায়কদের কী হয়েছে, সেটা আমার দেখার বিষয় নয়। আমি কেবল সেই কাজগুলোই করি, যেগুলো পাকিস্তান দলের জন্য ভালো।’
গত ডিসেম্বরের পর পাকিস্তানের টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। শাহিন শাহ আফ্রিদিও সব সিরিজে সুযোগ পাচ্ছেন না। তবে আঘা নিশ্চিত করেন, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় আছেন সিনিয়র এই তিন ক্রিকেটার, ‘আমাদের এমন খেলোয়াড় দরকার, যারা যেকোনো সময় যেকোনো জায়গায় কাউকে রিপ্লেস করতে পারে। তাই আমরা বেঞ্চ শক্তি গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছি।’
সালমান জানান, ২৫ জন ক্রিকেটারের একটি পুল তৈরি করা হয়েছে এবং এই দলকেই বিশ্বকাপ পর্যন্ত পর্যায়ক্রমে খেলানো হবে। পাকিস্তান অধিনায়ক বললেন, ‘শাহিন, বাবর ও রিজওয়ান—এই তিনজন সিনিয়র ক্রিকেটার আমাদের সেই পুলে আছে।’
জয়ের জন্য চতুর্থ ইনিংসে উইন্ডিজের দরকার ছিল ২০৪ রান। দ্বিতীয় ইনিংস শুরু করে মিচেল স্টার্কের বোলিং তোপের মুখে পড়ে তারা। প্রথম ওভারেই ৩ উইকেট খোয়ানোর পর স্টার্কের তৃতীয় ওভারে স্বাগতিকেরা হারায় আরও দুই উইকেট। পরে স্কট বোল্যান্ড ও জশ হ্যাজলউডও উইকেট শিকারের দৌড়ে যোগ দিলে মাত্র ১৪.৩ ওভারেই ওয়েস্ট ইন্ডিজ
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নাম সাকিব আল হাসান। ব্যাটিংয়ে-বোলিংয়ে আস্থার প্রতীক। বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজনও বটে। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে আন্তর্জাতিক স্বীকৃতি—সব জায়গায় তার উপস্থিতিই দলকে এনে দেয় বাড়তি আত্মবিশ্বাস। প্রায় ১ বছর ধরে তাঁকে ছাড়াই খেলছে বাংলাদেশ দল।
১১ ঘণ্টা আগেইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ইতিহাস গড়ল কিট চুক্তিতে। জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক পুমার সঙ্গে তারা নতুন এক চুক্তি করেছে, যার মূল্য ১ বিলিয়ন পাউন্ড—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকা!
১৩ ঘণ্টা আগেসকাল থেকে মুষলধারে বৃষ্টি। তাতে বসুন্ধরা কিংস অ্যারেনার অবস্থা নাজেহাল। তবু সেখানে হয় প্রথমার্ধের খেলা। মাঠের পরিস্থিতি আরও অবনতি হওয়ায় দ্বিতীয়ার্ধে বদলে যায় ভেন্যু। দুই ভেন্যুতে পৌনে ৫ ঘণ্টার খেলায় ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন শান্তি মার্দি।
১৪ ঘণ্টা আগে