Ajker Patrika

লিটনদের জন্য ঢাকার সঙ্গে মিল রেখে প্রস্তুতি নিল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৮: ০০
কাল ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক সালমান আলী আঘা। ফাইল ছবি
কাল ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক সালমান আলী আঘা। ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে কাল ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। সফরের আগে করাচিতে সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতির কথা জানান দলটির টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আঘা। সিরিজের সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। তিনি জানিয়েছেন, ঢাকার সঙ্গে মিল রেখেই প্রস্তুতি নিয়েছেন তাঁরা।

সব ম্যাচ যেহেতু মিরপুরে, সেভাবে উইকেট-কন্ডিশন বিবেচনায় করাচিতে আবহ তৈরি করে ক্যাম্প করেছে পাকিস্তান দল। সালমান বললেন, ‘এই ক্যাম্প আয়োজন করা হয়েছিল ঢাকার কন্ডিশনের সঙ্গে মিল রেখে। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাচ্ছি। কারণ, নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষ হয়ে থাকে।’

বাংলাদেশে খেলা সব সময় চ্যালেঞ্জিং বললেন সালমান। অবশ্য স্বাগতিকদের মোকাবিলায় প্রস্তুতির কথাও বললেন সফরকারী অধিনায়ক, ‘বাংলাদেশে খেলাটা সব সময়ই চ্যালেঞ্জিং, তবে আমরা প্রস্তুত।’

ক্যাম্প চলাকালে দলের মধ্যে নেতৃত্ব ও পরিকল্পনা নিয়ে নানা আলোচনা হলেও তা নিয়ে মাথা ঘামাতে রাজি নন পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, ‘আমি কীভাবে আমার দল থেকে সেরাটা বের করে আনতে পারি, সেটাই ভাবি। আগের অধিনায়কদের কী হয়েছে, সেটা আমার দেখার বিষয় নয়। আমি কেবল সেই কাজগুলোই করি, যেগুলো পাকিস্তান দলের জন্য ভালো।’

গত ডিসেম্বরের পর পাকিস্তানের টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। শাহিন শাহ আফ্রিদিও সব সিরিজে সুযোগ পাচ্ছেন না। তবে আঘা নিশ্চিত করেন, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় আছেন সিনিয়র এই তিন ক্রিকেটার, ‘আমাদের এমন খেলোয়াড় দরকার, যারা যেকোনো সময় যেকোনো জায়গায় কাউকে রিপ্লেস করতে পারে। তাই আমরা বেঞ্চ শক্তি গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছি।’

সালমান জানান, ২৫ জন ক্রিকেটারের একটি পুল তৈরি করা হয়েছে এবং এই দলকেই বিশ্বকাপ পর্যন্ত পর্যায়ক্রমে খেলানো হবে। পাকিস্তান অধিনায়ক বললেন, ‘শাহিন, বাবর ও রিজওয়ান—এই তিনজন সিনিয়র ক্রিকেটার আমাদের সেই পুলে আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

বিমানবন্দর থেকেই ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত