Ajker Patrika

জাদেজাকে নিয়ে ওয়ানডে সিরিজের দল ঘোষণা ভারতের

জাদেজাকে নিয়ে ওয়ানডে সিরিজের দল ঘোষণা ভারতের

আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের গল্প দারুণভাবে লিখে চলেছেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিপক্ষে হওয়া দুই টেস্টেই ম্যাচসেরা হয়েছেন জাদেজা। এই অলরাউন্ডারকে নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন হার্দিক পান্ডিয়া। এই ওয়ানডে দলে দীর্ঘদিন পর ডাক পেয়েছেন সদ্য সমাপ্ত রঞ্জি ট্রফিতে ম্যাচসেরা জয়দেব উনাদকাট। ২০১৩ এর ২১ নভেম্বর কোচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ভারতীয় এই বাঁহাতি পেসার। 

ওয়ানডে দলে ফিরেছেন লোকেশ রাহুল। বাদ পড়েছেন নিউজিল্যান্ড সিরিজের দলে থাকা শাহবাজ আহমেদ ও রজত পতিদার। পারিবারিক কারণে অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে পারছেন না রোহিত শর্মা। রোহিতের পরিবর্তে নেতৃত্বে দেবেন হার্দিক পান্ডিয়া। 

১৭ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৯ ও ২২ মার্চ বিশাখাপত্তনম ও চেন্নাইতে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। 

অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ওয়ানডে দল: 
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুজভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমরান মালিক, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত