Ajker Patrika

ক্যারিয়ার সেরা বোলিংয়ে আইপিএলে মোস্তাফিজের ‘ফিফটি’

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ মার্চ ২০২৪, ২২: ৪৬
Thumbnail image

চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের পুরোনো ছন্দ ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শুধু পুরোনো ছন্দই ফিরে পাননি, আইপিএলে পঞ্চম দলের হয়ে খেলতে নেমে টুর্নামেন্টে নিজের ক্যারিয়ার সেরা বোলিংও করেছেন বাংলাদেশি পেসার। 

এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। এই ৪ উইকেট নেওয়ার পথে আইপিএলে উইকেটের ফিফটিও স্পর্শ করেছেন তিনি। ৪৯ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা এখন ৫১ টি। 

নিজের ক্যারিয়ার সেরা বোলিং করে শুরুতেই প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছিলেন মোস্তাফিজ। তাঁর আগুনে বোলিংয়ে একটা সময় প্রতিপক্ষের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৭৮ রান। তবে সেখান থেকেই দলকে ঘুরে দাঁড় করান অনজু রাওয়াত ও দীনেশ কার্তিক। 

ষষ্ঠ উইকেটে ৯৫ রানের জুটি গড়ে দলকে ৬ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ এনে দিয়েছেন রাওয়াত-কার্তিক। তবে একটা আক্ষেপ থেকে গেছে রাওয়াতের। ২ রানের জন্য ফিফটি করতে পারেননি তিনি। শেষ বলে আউট হওয়ার আগে ২৫ বলে তাঁর ৪৮ রানের ইনিংসটি রান আউটে কাটা পড়ে। অন্যদিকে ২৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন কার্তিক। 

তার আগে ইনিংসের পঞ্চম ওভারে বোলিং করতে এসে জোড়া উইকেট পান মোস্তাফিজ। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে ফাফ ডু প্লেসিসকে ৩৫ রানে ফেরানোর পর রজত পাতিদারকে রানের খাতা খোলার আগেই উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ বানান ফিজ। বিরতি দিয়ে নিজের দ্বিতীয় ওভারে এসে আবারও জোড়া ধাক্কা মোস্তাফিজের। এবার ফিরিয়েছেন কোহলি-ক্যামেরন গ্রিনকে। ইনিংসের ১২ তম ওভারের দ্বিতীয় বলে ২১ রান করা কোহলিকে ফেরান রাচিন রবিন্দ্রর ক্যাচ বানিয়ে। তবে রবিন্দ্রর ক্যাচ নেওয়ার আগে অজিঙ্কা রাহানে কোহলির ক্যাচ তালুবন্দি করেছিলেন। তবে বাউন্ডারি লাইন স্পর্শ করার আগে রবিন্দ্রর দিকে বল ছুঁড়েন মারেন ভারতীয় ব্যাটার। চতুর্থ বলে ১৮ রান করা গ্রিনকে বোল্ড করেন তিনি। 

আগের সেরা বোলিংটা করেছিলেন আইপিএলে নিজের প্রথম আসরে। ২০১৬ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত