ক্রীড়া ডেস্ক
চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের পুরোনো ছন্দ ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শুধু পুরোনো ছন্দই ফিরে পাননি, আইপিএলে পঞ্চম দলের হয়ে খেলতে নেমে টুর্নামেন্টে নিজের ক্যারিয়ার সেরা বোলিংও করেছেন বাংলাদেশি পেসার।
এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। এই ৪ উইকেট নেওয়ার পথে আইপিএলে উইকেটের ফিফটিও স্পর্শ করেছেন তিনি। ৪৯ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা এখন ৫১ টি।
নিজের ক্যারিয়ার সেরা বোলিং করে শুরুতেই প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছিলেন মোস্তাফিজ। তাঁর আগুনে বোলিংয়ে একটা সময় প্রতিপক্ষের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৭৮ রান। তবে সেখান থেকেই দলকে ঘুরে দাঁড় করান অনজু রাওয়াত ও দীনেশ কার্তিক।
ষষ্ঠ উইকেটে ৯৫ রানের জুটি গড়ে দলকে ৬ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ এনে দিয়েছেন রাওয়াত-কার্তিক। তবে একটা আক্ষেপ থেকে গেছে রাওয়াতের। ২ রানের জন্য ফিফটি করতে পারেননি তিনি। শেষ বলে আউট হওয়ার আগে ২৫ বলে তাঁর ৪৮ রানের ইনিংসটি রান আউটে কাটা পড়ে। অন্যদিকে ২৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন কার্তিক।
তার আগে ইনিংসের পঞ্চম ওভারে বোলিং করতে এসে জোড়া উইকেট পান মোস্তাফিজ। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে ফাফ ডু প্লেসিসকে ৩৫ রানে ফেরানোর পর রজত পাতিদারকে রানের খাতা খোলার আগেই উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ বানান ফিজ। বিরতি দিয়ে নিজের দ্বিতীয় ওভারে এসে আবারও জোড়া ধাক্কা মোস্তাফিজের। এবার ফিরিয়েছেন কোহলি-ক্যামেরন গ্রিনকে। ইনিংসের ১২ তম ওভারের দ্বিতীয় বলে ২১ রান করা কোহলিকে ফেরান রাচিন রবিন্দ্রর ক্যাচ বানিয়ে। তবে রবিন্দ্রর ক্যাচ নেওয়ার আগে অজিঙ্কা রাহানে কোহলির ক্যাচ তালুবন্দি করেছিলেন। তবে বাউন্ডারি লাইন স্পর্শ করার আগে রবিন্দ্রর দিকে বল ছুঁড়েন মারেন ভারতীয় ব্যাটার। চতুর্থ বলে ১৮ রান করা গ্রিনকে বোল্ড করেন তিনি।
আগের সেরা বোলিংটা করেছিলেন আইপিএলে নিজের প্রথম আসরে। ২০১৬ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।
চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের পুরোনো ছন্দ ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শুধু পুরোনো ছন্দই ফিরে পাননি, আইপিএলে পঞ্চম দলের হয়ে খেলতে নেমে টুর্নামেন্টে নিজের ক্যারিয়ার সেরা বোলিংও করেছেন বাংলাদেশি পেসার।
এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। এই ৪ উইকেট নেওয়ার পথে আইপিএলে উইকেটের ফিফটিও স্পর্শ করেছেন তিনি। ৪৯ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা এখন ৫১ টি।
নিজের ক্যারিয়ার সেরা বোলিং করে শুরুতেই প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছিলেন মোস্তাফিজ। তাঁর আগুনে বোলিংয়ে একটা সময় প্রতিপক্ষের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৭৮ রান। তবে সেখান থেকেই দলকে ঘুরে দাঁড় করান অনজু রাওয়াত ও দীনেশ কার্তিক।
ষষ্ঠ উইকেটে ৯৫ রানের জুটি গড়ে দলকে ৬ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ এনে দিয়েছেন রাওয়াত-কার্তিক। তবে একটা আক্ষেপ থেকে গেছে রাওয়াতের। ২ রানের জন্য ফিফটি করতে পারেননি তিনি। শেষ বলে আউট হওয়ার আগে ২৫ বলে তাঁর ৪৮ রানের ইনিংসটি রান আউটে কাটা পড়ে। অন্যদিকে ২৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন কার্তিক।
তার আগে ইনিংসের পঞ্চম ওভারে বোলিং করতে এসে জোড়া উইকেট পান মোস্তাফিজ। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে ফাফ ডু প্লেসিসকে ৩৫ রানে ফেরানোর পর রজত পাতিদারকে রানের খাতা খোলার আগেই উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ বানান ফিজ। বিরতি দিয়ে নিজের দ্বিতীয় ওভারে এসে আবারও জোড়া ধাক্কা মোস্তাফিজের। এবার ফিরিয়েছেন কোহলি-ক্যামেরন গ্রিনকে। ইনিংসের ১২ তম ওভারের দ্বিতীয় বলে ২১ রান করা কোহলিকে ফেরান রাচিন রবিন্দ্রর ক্যাচ বানিয়ে। তবে রবিন্দ্রর ক্যাচ নেওয়ার আগে অজিঙ্কা রাহানে কোহলির ক্যাচ তালুবন্দি করেছিলেন। তবে বাউন্ডারি লাইন স্পর্শ করার আগে রবিন্দ্রর দিকে বল ছুঁড়েন মারেন ভারতীয় ব্যাটার। চতুর্থ বলে ১৮ রান করা গ্রিনকে বোল্ড করেন তিনি।
আগের সেরা বোলিংটা করেছিলেন আইপিএলে নিজের প্রথম আসরে। ২০১৬ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।
গল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১৪ মিনিট আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৩০ মিনিট আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
৩৩ মিনিট আগে২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৫ ঘণ্টা আগে