Ajker Patrika

বাঁচা-মরার ম্যাচে বাদ লিটন-তাসকিন, ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
বাঁচা-মরার ম্যাচে বাদ লিটন-তাসকিন, ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টিকে থাকতে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। বাঁচা-মরার লড়াইয়ে আজ কলম্বোর প্রেমাদাসায় দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

দ্বিতীয় ওয়ানডেতে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। অফফর্মে থাকা লিটন দাস বাদ পড়েছেন। আর প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ের পরও তাসকিন আহমেদ বাদ পড়েছেন। দ্বিতীয় ওয়ানডে লিটন ও তাসকিনের পরিবর্তে এসেছেন শামীম হোসেন পাটোয়ারী ও হাসান মাহমুদ। তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্তকে নিয়ে টপ অর্ডার সাজিয়েছে বাংলাদেশ। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, মিরাজ, জাকের আলী অনিক ও শামীম থাকছেন।

স্পিন আক্রমণে মিরাজের সঙ্গে থাকছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। শামীমের খণ্ডকালীন স্পিনও কাজে দিতে পারে। পেস বোলিং আক্রমণে মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিবের সঙ্গে থাকছেন হাসান মাহমুদ। শ্রীলঙ্কাও আজ তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। ইশান মালিঙ্গা ও মিলান রত্নায়েকের পরিবর্তে এসেছেন দুষ্মন্ত চামিরা ও দুনিথ ভেল্লালাগে। স্পিন আক্রমণে ভেল্লালেগের সঙ্গে থাকছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ তিকশানা। বাঁহাতি স্পিনের পাশাপাশি ভেল্লালেগের ব্যাটিংটাও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

শ্রীলঙ্কা আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেবে। তৃতীয় ওয়ানডে তখন হয়ে যাবে আনুষ্ঠানিকতার। পাল্লেকেলেতে মঙ্গলবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

বাংলাদেশের একাদশ

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক (উইকেটকিপার), তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব

শ্রীলঙ্কার একাদশ

নিশান মাদুশকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ তিকসানা, দুষ্মন্ত চামিরা, আসিথা ফার্নান্দো

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে হার্ডিঞ্জের পাশে রেলসেতু

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে হারতে দিতে পারি না: ইইউকে চীন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত