Ajker Patrika

সাকিব-মিরাজদের নিয়ে কী পোস্ট দিল চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স

ক্রীড়া ডেস্ক    
লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হওয়ার পর রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। ছবি: লাহোর কালান্দার্সের ফেসবুক পেজ
লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হওয়ার পর রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। ছবি: লাহোর কালান্দার্সের ফেসবুক পেজ

লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম যেন গত রাতে হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের তিন বাংলাদেশি সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন ঘুরেছেন স্টেডিয়াম। হাস্যোজ্জ্বল তিন ক্রিকেটারকে একসঙ্গে মাঠে গল্প করতেও দেখা গেছে।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে গত রাতে হারিয়ে তৃতীয়বার পিএসএল শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। রুদ্ধশ্বাস জয়ে লাহোর কালান্দার্স ভেঙে দিয়েছে ১১ বছরের পুরোনো রেকর্ড। ২০২৫ পিএসএলে চ্যাম্পিয়ন হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটি সামাজিক মাধ্যমে শিরোপা জয়ের মুহূর্ত পোস্ট করছে সামাজিক মাধ্যমে। সাকিব, মিরাজ, রিশাদকে নিয়ে আজ বিকেলে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একাধিক ছবি পোস্ট করেছে লাহোর কালান্দার্স। শিরোপা হাতে নিয়েও বাংলাদেশের তিন ক্রিকেটার ছবি তুলেছেন। লাহোর লিখেছে, ‘কালান্দার্স পরিবার। আমাদের বাংলাদেশি ত্রয়ী।’ পোস্ট দেওয়ার ২ ঘণ্টার মধ্যেই ৫০ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্যের ঘরে অনেকেই সাকিব-রিশাদদের অভিনন্দন জানিয়েছেন।

তিন বাংলাদেশি লাহোর কালান্দার্সে থাকলেও মিরাজের এবারের পিএসএলে কোনো ম্যাচই খেলা হয়নি। ৭ ম্যাচে ৯.৩৩ ইকোনমিতে রিশাদ এবারের পিএসএলে প্রথম খেলতে এসেই ১৩ উইকেট নিয়েছেন। আর সাকিব পিএসএলে তিন ম্যাচে ৮.১৬ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট। তবে দুই ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। এই টুর্নামেন্ট দিয়েই সাড়ে ৫ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন সাকিব।

২০২৫ পিএসএল চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স পেয়েছে ৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৮ লাখ টাকা। আর রানার্সআপ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পেয়েছে ২ লাখ ডলার। যা ২ কোটি ৪৩ লাখ টাকা। টুর্নামেন্টসেরা অলরাউন্ডার সিকান্দার রাজা পেয়েছেন ৩৫ লাখ পাকিস্তানি রুপি (১৫ লাখ টাকা)। রাজার ৭ বলে ২২ রানে ইনিংসের কারণেই গত রাতে শিরোপা জিতেছে লাহোর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

বাজে হারের পরও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত