সুপার টুয়েলভের খেলা শুরুর আগেই জমে গেছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিদিনই রং বদলাচ্ছে পয়েন্ট টেবিল। কোন চার দল সুপার টুয়েলভে উঠবে তা অনুমান করা কঠিন। হোবার্টে আজ জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে ‘বি’ গ্রুপের সমীকরণ একটু জটিলই হয়েছে। কেননা এই গ্রুপের চার দল ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড-চারটা দলেরই পয়েন্ট এখন ২।
১৫৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তুলতে থাকে জিম্বাবুয়ে। দুই ওপেনার ওয়েসলি মাধেভেরে-রেজিস চাকাভার ঝড়ো ব্যাটিংয়ে ২.১ ওভারে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ২৯ রান। কিন্তু এরপরই খেই হারাতে থাকে জিম্বাবুয়ে। ৩৫ রানের ব্যবধানে জিম্বাবুয়ে হারায় ৫ উইকেট। তার মধ্যে সিকান্দার রাজার উইকেটও ছিল। ৮ বলে ১৪ রান করা রাজা বিদায় নিলে ৭.২ ওভারে জিম্বাবুয়ের স্কোর হয় ৫ উইকেটে ৬৪ রান।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো জিম্বাবুয়ে ১৮.২ ওভারে অলআউট হয় ১২২ রানে। জিম্বাবুইয়ান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৯ রানের ইনিংসটি খেলেছেন লুক জঙ্গুয়ে। উইন্ডিজ বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন আলজারি জোসেফ। ৪ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। তাতে ম্যাচসেরা হয়েছেন ক্যারিবীয় এই পেসার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে উইন্ডিজরা করে ১৫৩ রান। ক্যারিবীয়দের মধ্যে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন জনসন চার্লস। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সিকান্দার রাজা।
সুপার টুয়েলভের খেলা শুরুর আগেই জমে গেছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিদিনই রং বদলাচ্ছে পয়েন্ট টেবিল। কোন চার দল সুপার টুয়েলভে উঠবে তা অনুমান করা কঠিন। হোবার্টে আজ জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে ‘বি’ গ্রুপের সমীকরণ একটু জটিলই হয়েছে। কেননা এই গ্রুপের চার দল ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড-চারটা দলেরই পয়েন্ট এখন ২।
১৫৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তুলতে থাকে জিম্বাবুয়ে। দুই ওপেনার ওয়েসলি মাধেভেরে-রেজিস চাকাভার ঝড়ো ব্যাটিংয়ে ২.১ ওভারে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ২৯ রান। কিন্তু এরপরই খেই হারাতে থাকে জিম্বাবুয়ে। ৩৫ রানের ব্যবধানে জিম্বাবুয়ে হারায় ৫ উইকেট। তার মধ্যে সিকান্দার রাজার উইকেটও ছিল। ৮ বলে ১৪ রান করা রাজা বিদায় নিলে ৭.২ ওভারে জিম্বাবুয়ের স্কোর হয় ৫ উইকেটে ৬৪ রান।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো জিম্বাবুয়ে ১৮.২ ওভারে অলআউট হয় ১২২ রানে। জিম্বাবুইয়ান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৯ রানের ইনিংসটি খেলেছেন লুক জঙ্গুয়ে। উইন্ডিজ বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন আলজারি জোসেফ। ৪ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। তাতে ম্যাচসেরা হয়েছেন ক্যারিবীয় এই পেসার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে উইন্ডিজরা করে ১৫৩ রান। ক্যারিবীয়দের মধ্যে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন জনসন চার্লস। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সিকান্দার রাজা।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে