ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে দেড় মাস বাকি। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের কাজগুলোও ধীরে ধীরে ঠিক করে নিচ্ছে আইসিসি। তারই ধারাবাহিকতায় আজ ২০২৩ বিশ্বকাপের মাসকট প্রকাশ্যে এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ক্রিকেটে লিঙ্গ ভারসাম্য বজায় রাখার জন্য এবার নারী ও পুরুষ উভয় মাসকট তৈরি করেছে আইসিসি। হরিয়ানার গুরুগ্রামে মাসকটের উদ্বোধন অনুষ্ঠান হয়। মাসকটটির উদ্বোধন করেন সর্বশেষ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী ভারতের পুরুষ ও নারী দলের অধিনায়ক যশ ধুল ও শেফালি ভার্মা।
মাসকটের নাম অবশ্য এখনো ঠিক করা হয়নি। আইসিসি এবার উদ্যোগ নিয়েছে নামটা ঠিক করবেন সমর্থকেরাই। সমর্থকদের পাঠানো নামের মধ্যে থেকেই এ বছর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপ মাসকটের নাম ঠিক হবে। এ মাসের ২৭ আগস্ট পর্যন্ত নাম পাঠানোর সময় পাবেন সমর্থকেরা। এখনো নাম ঠিক না হলেও আইসিসি কাল্পনিক নাম দিয়েছে ক্রিকটোভার্সি।
পুরুষ এবং মহিলা মাসকটের আলাদা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। রিফ্লেক্স, নমনীয়তা এবং গতির সহায়তা নারী মাসকটকে সেরা বোলার হিসেবে দেখানো হয়েছে। অন্যদিকে পুরুষ মাসকটকে দেখানো হয়েছে ফিটনেস ও শক্তিশালী ব্যাটার হিসেবে। যারা বেশি বেশি ছক্কা মারতে এবং দর্শকদের আনন্দ দিতে পারবে।
ক্রিকটোভার্সি মাসকট নিয়ে আইসিসি ইভেন্টের প্রধান ক্রিস টেটলি বলেছেন, ‘২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে মাসকট ডুয়ো প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। ঐক্য ও আবেগের আলোকবর্তিকা হিসেবে মাসকট তৈরি করা হয়েছে। উভয় লিঙ্গের প্রতিনিধিত্বর সঙ্গে, আমাদের গতিশীল বিশ্বে লিঙ্গ ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে।’
ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে দেড় মাস বাকি। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের কাজগুলোও ধীরে ধীরে ঠিক করে নিচ্ছে আইসিসি। তারই ধারাবাহিকতায় আজ ২০২৩ বিশ্বকাপের মাসকট প্রকাশ্যে এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ক্রিকেটে লিঙ্গ ভারসাম্য বজায় রাখার জন্য এবার নারী ও পুরুষ উভয় মাসকট তৈরি করেছে আইসিসি। হরিয়ানার গুরুগ্রামে মাসকটের উদ্বোধন অনুষ্ঠান হয়। মাসকটটির উদ্বোধন করেন সর্বশেষ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী ভারতের পুরুষ ও নারী দলের অধিনায়ক যশ ধুল ও শেফালি ভার্মা।
মাসকটের নাম অবশ্য এখনো ঠিক করা হয়নি। আইসিসি এবার উদ্যোগ নিয়েছে নামটা ঠিক করবেন সমর্থকেরাই। সমর্থকদের পাঠানো নামের মধ্যে থেকেই এ বছর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপ মাসকটের নাম ঠিক হবে। এ মাসের ২৭ আগস্ট পর্যন্ত নাম পাঠানোর সময় পাবেন সমর্থকেরা। এখনো নাম ঠিক না হলেও আইসিসি কাল্পনিক নাম দিয়েছে ক্রিকটোভার্সি।
পুরুষ এবং মহিলা মাসকটের আলাদা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। রিফ্লেক্স, নমনীয়তা এবং গতির সহায়তা নারী মাসকটকে সেরা বোলার হিসেবে দেখানো হয়েছে। অন্যদিকে পুরুষ মাসকটকে দেখানো হয়েছে ফিটনেস ও শক্তিশালী ব্যাটার হিসেবে। যারা বেশি বেশি ছক্কা মারতে এবং দর্শকদের আনন্দ দিতে পারবে।
ক্রিকটোভার্সি মাসকট নিয়ে আইসিসি ইভেন্টের প্রধান ক্রিস টেটলি বলেছেন, ‘২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে মাসকট ডুয়ো প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। ঐক্য ও আবেগের আলোকবর্তিকা হিসেবে মাসকট তৈরি করা হয়েছে। উভয় লিঙ্গের প্রতিনিধিত্বর সঙ্গে, আমাদের গতিশীল বিশ্বে লিঙ্গ ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে।’
কারিয়ারে প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে কাঁপিয়ে দিচ্ছেন মারুফা আক্তার। বিশেষ করে, নতুন বলে তাঁকে খেলতে ব্যাটারদের রীতিমতো হিমশিম খেতে হয়। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে বাংলাদেশের যখন জয়ের কোনো বিকল্প নেই, তখন মারুফাকে নিয়ে দূর হলো দুশ্চিন্তা।
২ ঘণ্টা আগেনতুন যুগের ওয়ানডে শুরুটা ভারতের জন্য হয়েছে ভুলে যাওয়ার মতোই। পার্থে আজ ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডেতে এমনিতেই দফায় দফায় বাগড়া দিয়েছে বৃষ্টি। উপরন্তু সেই ম্যাচ ডাকওয়ার্থ লুইস অ্যান্ড স্টার্ন (ডিএলএস) ভারত ৭ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। হেরে শুবমান গিল এমন এক রেকর্ডে নাম লিখিয়েছেন
৩ ঘণ্টা আগেমিরপুরের পিচে যতই কালো জাদু থাকুক, সেই পিচে ২০৭ রান করে চোখ বুজে থাকার কোনো উপায় নেই। উপরন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ দলের উদ্বোধনী জুটিতে যখন ৫১ রান আসে, তখন দুশ্চিন্তা বেড়ে যায় আপনাআপনি। কিন্তু রিশাদ হোসেন তাঁর লেগস্পিন ভেলকিতে গতকাল প্রথম ওয়ানডেতে কুপোকাত করলেন ওয়েস্ট ইন্ডিজকে।
৪ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে অধিনায়ক হিসেবে রেকর্ডটা মোটেও সুখকর নয় মেহেদী হাসান মিরাজের। তাঁর নেতৃত্বে ১১ ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে কেবল দুটি ম্যাচ। পরিসংখ্যানগত হিসাব বাদ দিলেও তাঁর নেতৃত্বগুণ নিয়ে চলছে সমালোচনা। বিশেষ করে, সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে ভরাডুবির পর আরও বেশি সমালোচিত হচ্ছেন তিনি।
৬ ঘণ্টা আগে