Ajker Patrika

লিঙ্গ সমতার প্রতিনিধিত্ব করবে বিশ্বকাপের মাসকট

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে দেড় মাস বাকি। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের কাজগুলোও ধীরে ধীরে ঠিক করে নিচ্ছে আইসিসি। তারই ধারাবাহিকতায় আজ ২০২৩ বিশ্বকাপের মাসকট প্রকাশ্যে এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 

ক্রিকেটে লিঙ্গ ভারসাম্য বজায় রাখার জন্য এবার নারী ও পুরুষ উভয় মাসকট তৈরি করেছে আইসিসি। হরিয়ানার গুরুগ্রামে মাসকটের উদ্বোধন অনুষ্ঠান হয়। মাসকটটির উদ্বোধন করেন সর্বশেষ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী ভারতের পুরুষ ও নারী দলের অধিনায়ক যশ ধুল ও শেফালি ভার্মা। 

মাসকটের নাম অবশ্য এখনো ঠিক করা হয়নি। আইসিসি এবার উদ্যোগ নিয়েছে নামটা ঠিক করবেন সমর্থকেরাই। সমর্থকদের পাঠানো নামের মধ্যে থেকেই এ বছর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপ মাসকটের নাম ঠিক হবে। এ মাসের ২৭ আগস্ট পর্যন্ত নাম পাঠানোর সময় পাবেন সমর্থকেরা। এখনো নাম ঠিক না হলেও আইসিসি কাল্পনিক নাম দিয়েছে ক্রিকটোভার্সি।

পুরুষ এবং মহিলা মাসকটের আলাদা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। রিফ্লেক্স, নমনীয়তা এবং গতির সহায়তা নারী মাসকটকে সেরা বোলার হিসেবে দেখানো হয়েছে। অন্যদিকে পুরুষ মাসকটকে দেখানো হয়েছে ফিটনেস ও শক্তিশালী ব্যাটার হিসেবে। যারা বেশি বেশি ছক্কা মারতে এবং দর্শকদের আনন্দ দিতে পারবে। 

ক্রিকটোভার্সি মাসকট নিয়ে আইসিসি ইভেন্টের প্রধান ক্রিস টেটলি বলেছেন, ‘২০২৩ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে মাসকট ডুয়ো প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। ঐক্য ও আবেগের আলোকবর্তিকা হিসেবে মাসকট তৈরি করা হয়েছে। উভয় লিঙ্গের প্রতিনিধিত্বর সঙ্গে, আমাদের গতিশীল বিশ্বে লিঙ্গ ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত