ক্রীড়া ডেস্ক
টেস্ট, ওয়ানডে দুই সিরিজই শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। দুই সিরিজেই দেখা গেছে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্স। পাল্লেকেলেতে আজ টি-টোয়েন্টিতে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ নামে পুরোনো ক্ষতে প্রলেপ লাগাতে। কিন্তু কিসের কী! সিরিজের শুরুটা বাংলাদেশের হয়েছে বেশ বাজে।
টি-টোয়েন্টিতে যুগের সঙ্গে তাল মিলিয়ে কীভাবে ব্যাটিং করতে হয়, সেটা যে এখনো শিখতে পারেনি বাংলাদেশ। আইপিএল তো বটেই, এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ২০০ ছাড়ানো ইনিংস দেখা যায় হরহামেশাই। অথচ বাংলাদেশ ব্যাটিং করছে পুরোনো ধাঁচে। যত ব্যাটিংবান্ধব পিচই হোক, বাংলাদেশ খেলে ওয়ানডে মেজাজে। পাল্লেকেলেতে আজ প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের আয়েশি জয়ে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
১৫৫ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন শ্রীলঙ্কার দুই ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাংকা। প্রথম ২৭ বলে কোনো উইকেট না হারিয়ে ৭৮ রান করে লঙ্কানরা। জয়ের লক্ষ্যে নেমে অর্ধেক রান করার পর স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। ১৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪২ রান করেন নিশাংকা।
বিস্ফোরক উদ্বোধনী জুটি ভাঙার পর শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৪.৪ ওভারে ১ উইকেটে ৭৮ রান। প্রথম উইকেট পড়ার পর রান তোলার গতি কিছুটা কমে যায়। প্রথম পাওয়ার-প্লে (প্রথম ৬ ওভার) লঙ্কানরা শেষ করে ১ উইকেটে ৮৩ রানে। দ্বিতীয় উইকেটে দুই কুশল (কুশল পেরেরা-কুশল মেন্ডিস) গড়েন ৪৯ বলে ৪২ রানের জুটি। ১৩তম ওভারের পঞ্চম বলে কুশল পেরেরাকে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ হোসেন। ২৫ বলে ২৪ রান করেন কুশল পেরেরা। শ্রীলঙ্কার ঝোড়ো ইনিংসে তাঁর ওয়ানডে সুলভ ব্যাটিংটা একটু অবাক করার মতোই।
জিততে যখন ৬ রান দরকার, সেই মুহূর্তে শ্রীলঙ্কা হারিয়েছে তৃতীয় উইকেট। শর্ট এক্সট্রা কাভারে উড়ে দুর্দান্ত ক্যাচ ধরেন শামীম পাটোয়ারী। ৫১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৭৩ রান করেন কুশল মেন্ডিস। ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন মেন্ডিসের উইকেট। এরপর ১৯তম ওভারের শেষ বলে তানজিম সাকিবকে ছক্কা মেরে ম্যাচ শেষ করেছেন চারিথ আসালাঙ্কা। ৬ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে লঙ্কানরা। ৭৩ রান করে কুশল মেন্ডিস হয়েছেন ম্যাচসেরা।
টস জিতে প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করেছে। ১২০ বলের ইনিংসে ৩৯ বল ডট খেলেছে সফরকারীরা। যেখানে মাঝের ১০ ওভারে (সপ্তম থেকে ১৬ ওভার) ৩ উইকেট হারিয়ে যোগ করেছে ৬২ রান। এই ১০ ওভারে ৬.২ রানরেটই বাংলাদেশকে অনেকটা ছিটকে দিয়েছে ম্যাচ থেকে।
বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৮ রান করেছেন পারভেজ হোসেন ইমন। ২২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৮ রান করেন এই বাঁহাতি ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন নাঈম শেখ। ২২ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে তিনি রান করেছেন ১১০.৩৪ স্ট্রাইকরেটে। শ্রীলঙ্কার মাহিশ তিকশানা নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নুয়ান তুষারা, দাসুন শানাকা ও জেফরি ভ্যান্ডারসে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শূন্য রান করার পর শেষ দুই ওয়ানডের একাদশ থেকেই বাদ পড়েছিলেন লিটন। পাল্লেকেলেতে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তিনি ফিরলেন অধিনায়ক হয়েই। নেতা হিসেবে দলকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। ১১ বলে করেছেন ৬ রান। ১৩ জুলাই ডাম্বুলায় হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। তৃতীয় টি-টোয়েন্টির জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকেই। কলম্বোর প্রেমাদাসায় ১৬ জুলাই হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।
টেস্ট, ওয়ানডে দুই সিরিজই শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। দুই সিরিজেই দেখা গেছে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্স। পাল্লেকেলেতে আজ টি-টোয়েন্টিতে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ নামে পুরোনো ক্ষতে প্রলেপ লাগাতে। কিন্তু কিসের কী! সিরিজের শুরুটা বাংলাদেশের হয়েছে বেশ বাজে।
টি-টোয়েন্টিতে যুগের সঙ্গে তাল মিলিয়ে কীভাবে ব্যাটিং করতে হয়, সেটা যে এখনো শিখতে পারেনি বাংলাদেশ। আইপিএল তো বটেই, এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ২০০ ছাড়ানো ইনিংস দেখা যায় হরহামেশাই। অথচ বাংলাদেশ ব্যাটিং করছে পুরোনো ধাঁচে। যত ব্যাটিংবান্ধব পিচই হোক, বাংলাদেশ খেলে ওয়ানডে মেজাজে। পাল্লেকেলেতে আজ প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের আয়েশি জয়ে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
১৫৫ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন শ্রীলঙ্কার দুই ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাংকা। প্রথম ২৭ বলে কোনো উইকেট না হারিয়ে ৭৮ রান করে লঙ্কানরা। জয়ের লক্ষ্যে নেমে অর্ধেক রান করার পর স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। ১৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪২ রান করেন নিশাংকা।
বিস্ফোরক উদ্বোধনী জুটি ভাঙার পর শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৪.৪ ওভারে ১ উইকেটে ৭৮ রান। প্রথম উইকেট পড়ার পর রান তোলার গতি কিছুটা কমে যায়। প্রথম পাওয়ার-প্লে (প্রথম ৬ ওভার) লঙ্কানরা শেষ করে ১ উইকেটে ৮৩ রানে। দ্বিতীয় উইকেটে দুই কুশল (কুশল পেরেরা-কুশল মেন্ডিস) গড়েন ৪৯ বলে ৪২ রানের জুটি। ১৩তম ওভারের পঞ্চম বলে কুশল পেরেরাকে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ হোসেন। ২৫ বলে ২৪ রান করেন কুশল পেরেরা। শ্রীলঙ্কার ঝোড়ো ইনিংসে তাঁর ওয়ানডে সুলভ ব্যাটিংটা একটু অবাক করার মতোই।
জিততে যখন ৬ রান দরকার, সেই মুহূর্তে শ্রীলঙ্কা হারিয়েছে তৃতীয় উইকেট। শর্ট এক্সট্রা কাভারে উড়ে দুর্দান্ত ক্যাচ ধরেন শামীম পাটোয়ারী। ৫১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৭৩ রান করেন কুশল মেন্ডিস। ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন মেন্ডিসের উইকেট। এরপর ১৯তম ওভারের শেষ বলে তানজিম সাকিবকে ছক্কা মেরে ম্যাচ শেষ করেছেন চারিথ আসালাঙ্কা। ৬ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে লঙ্কানরা। ৭৩ রান করে কুশল মেন্ডিস হয়েছেন ম্যাচসেরা।
টস জিতে প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করেছে। ১২০ বলের ইনিংসে ৩৯ বল ডট খেলেছে সফরকারীরা। যেখানে মাঝের ১০ ওভারে (সপ্তম থেকে ১৬ ওভার) ৩ উইকেট হারিয়ে যোগ করেছে ৬২ রান। এই ১০ ওভারে ৬.২ রানরেটই বাংলাদেশকে অনেকটা ছিটকে দিয়েছে ম্যাচ থেকে।
বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৮ রান করেছেন পারভেজ হোসেন ইমন। ২২ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৮ রান করেন এই বাঁহাতি ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন নাঈম শেখ। ২২ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে তিনি রান করেছেন ১১০.৩৪ স্ট্রাইকরেটে। শ্রীলঙ্কার মাহিশ তিকশানা নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নুয়ান তুষারা, দাসুন শানাকা ও জেফরি ভ্যান্ডারসে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শূন্য রান করার পর শেষ দুই ওয়ানডের একাদশ থেকেই বাদ পড়েছিলেন লিটন। পাল্লেকেলেতে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তিনি ফিরলেন অধিনায়ক হয়েই। নেতা হিসেবে দলকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। ১১ বলে করেছেন ৬ রান। ১৩ জুলাই ডাম্বুলায় হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। তৃতীয় টি-টোয়েন্টির জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকেই। কলম্বোর প্রেমাদাসায় ১৬ জুলাই হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।
গ্র্যান্ড স্লাম ফাইনাল হারের নজির নেই তাঁর। আগের পাঁচবারের পাঁচটিতেই পেয়েছেন শিরোপার দেখা। ষষ্ঠবারে এসেও রেকর্ড অক্ষুণ্ন রাখলেন ইগা শিয়াতেক৷ যুক্তরাষ্ট্রের অ্যামান্ডা অ্যানিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে পেলেন উইম্বলডনের নতুন রানির মুকুট।
৪ ঘণ্টা আগে‘২৪ ঘণ্টা আগেও ক্রিকেট নিয়ে ইতালিয়ানদের ধারণা ছিল প্রায় শূন্যের কোটায়। এখন কিছু লোক জানতে শুরু করেছে’—ঠিক এভাবেই বলছিলেন ইতালি ক্রিকেট ফেডারেশনের প্রথম চেয়ারম্যান ও আজীবনের সভাপতি সিমোন গাম্বোনি। ১৫ বছর বয়সে যে স্বপ্নটা তিনি দেখেছিলেন, তা পূর্ণতায় রূপ নিয়েছে গতকাল। ইউরোপিয়ান বাছাই থেকে নেদারল্যান্ডস
৪ ঘণ্টা আগেঅধিনায়ক সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারছেন না। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ওয়ানডে দলেই একাদশে জায়গা পাচ্ছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থ হয়েছেন তিনি। লিটনকে নিয়ে চিন্তিত বাংলাদেশ কোচও। ফিল সিমন্স লিটনের আত্মবিশ্বাসে যথেষ্ট ঘাটতি দেখছেন।
৭ ঘণ্টা আগেপ্রায় আড়াই ঘণ্টার বৈঠকে আসেনি কোনো সিদ্ধান্ত। হয়েছে শুধুই আলোচনা। সিদ্ধান্তে আসতে জাতীয় দল কমিটি চার-পাঁচদিন পর বসবে আবারও। ফর্টিসে আজকের এজেন্ডা ছিল জাতীয় দলের প্রীতি ম্যাচ ও অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প নিয়ে।
৭ ঘণ্টা আগে