এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক করলেন জশ লিটল। আজ অ্যাডিলেডে নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন আইরিশ এই বাঁহাতি পেসার।
হ্যাটট্রিকের শুরুটা লিটল করেছিলেন কেন উইলিয়ামসনকে ফিরিয়ে। ১৯ তম ওভারের দ্বিতীয় বলে লিটলকে তুলে মারতে গিয়েছিলেন উইলিয়ামসন। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে গ্যারেথ ডেলানির ক্যাচে পরিণত হন নিউজিল্যান্ডের অধিনায়ক। এরপর তৃতীয় ও চতুর্থ বলে তুলে নিয়েছেন জেমস নিশাম এবং মিচেল স্যান্টনারকে ড্রেসিংরুমের পথ দেখান লিটল। নিউজিল্যান্ডের এই দুই বাঁহাতি ব্যাটারকেই করেন এলবিডব্লু। তাতেই ঢুকে গেলেন ইতিহাসের পাতায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে ষষ্ঠ হ্যাটট্রিক এল আইরিশ এই বাঁহাতি পেসারের হাত ধরে। যা আইরিশ বোলার হিসেবে দ্বিতীয়। আয়ারল্যান্ডের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন কার্টিস কাম্ফার।
লিটলের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন পাঁচ বোলার। ২০০৭ বিশ্বকাপেই হয় প্রথম হ্যাটট্রিক। বাংলাদেশের বিপক্ষে কেপটাউনে এই কীর্তি গড়েছিলেন ব্রেট লি। এরপর ১৪ বছর পর বিশ্বকাপে হ্যাটট্রিকের দেখা মেলে। তাও আবার ডাবল হ্যাটট্রিক। আবুধাবিতে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে চার বলে চার উইকেট নিয়েছিলেন কার্টিস কাম্ফার। গত বিশ্বকাপে হয়েছিল আরও দুটো হ্যাটট্রিক এবং দুটোই হয়েছে শারজায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা আর ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন কাগিসো রাবাদা। আর এই বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন সংযুক্ত আরব আমিরাতের কার্তিক মেইয়াপ্পান। শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন আমিরাতের লেগস্পিনার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক:
১। ব্রেট লি (অস্ট্রেলিয়া): প্রতিপক্ষ: বাংলাদেশ; ভেন্যু: কেপটাউন, দক্ষিণ আফ্রিকা; ১৬ সেপ্টেম্বর, ২০০৭
২। কার্টিস কাম্ফার (আয়ারল্যান্ড): প্রতিপক্ষ: নেদারল্যান্ডস; ভেন্যু: আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত; ১৮ অক্টোবর, ২০২১
৩। ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা): প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: শারজাহ, সংযুক্ত আরব আমিরাত; ৩০ অক্টোবর, ২০২১
৪। কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা): প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: শারজাহ, সংযুক্ত আরব আমিরাত; ৬ নভেম্বর, ২০২১
৫। কার্তিক মেইয়াপ্পান (সংযুক্ত আরব আমিরাত): প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: গিলং, অস্ট্রেলিয়া; ১৮ অক্টোবর, ২০২২
৬। জশ লিটল (আয়ারল্যান্ড): প্রতিপক্ষ: নিউজিল্যান্ড: ভেন্যু: অ্যাডিলেড, অস্ট্রেলিয়া; ৪ নভেম্বর, ২০২২
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় হ্যাটট্রিক করলেন জশ লিটল। আজ অ্যাডিলেডে নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন আইরিশ এই বাঁহাতি পেসার।
হ্যাটট্রিকের শুরুটা লিটল করেছিলেন কেন উইলিয়ামসনকে ফিরিয়ে। ১৯ তম ওভারের দ্বিতীয় বলে লিটলকে তুলে মারতে গিয়েছিলেন উইলিয়ামসন। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে গ্যারেথ ডেলানির ক্যাচে পরিণত হন নিউজিল্যান্ডের অধিনায়ক। এরপর তৃতীয় ও চতুর্থ বলে তুলে নিয়েছেন জেমস নিশাম এবং মিচেল স্যান্টনারকে ড্রেসিংরুমের পথ দেখান লিটল। নিউজিল্যান্ডের এই দুই বাঁহাতি ব্যাটারকেই করেন এলবিডব্লু। তাতেই ঢুকে গেলেন ইতিহাসের পাতায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে ষষ্ঠ হ্যাটট্রিক এল আইরিশ এই বাঁহাতি পেসারের হাত ধরে। যা আইরিশ বোলার হিসেবে দ্বিতীয়। আয়ারল্যান্ডের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন কার্টিস কাম্ফার।
লিটলের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন পাঁচ বোলার। ২০০৭ বিশ্বকাপেই হয় প্রথম হ্যাটট্রিক। বাংলাদেশের বিপক্ষে কেপটাউনে এই কীর্তি গড়েছিলেন ব্রেট লি। এরপর ১৪ বছর পর বিশ্বকাপে হ্যাটট্রিকের দেখা মেলে। তাও আবার ডাবল হ্যাটট্রিক। আবুধাবিতে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে চার বলে চার উইকেট নিয়েছিলেন কার্টিস কাম্ফার। গত বিশ্বকাপে হয়েছিল আরও দুটো হ্যাটট্রিক এবং দুটোই হয়েছে শারজায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা আর ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন কাগিসো রাবাদা। আর এই বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন সংযুক্ত আরব আমিরাতের কার্তিক মেইয়াপ্পান। শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন আমিরাতের লেগস্পিনার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক:
১। ব্রেট লি (অস্ট্রেলিয়া): প্রতিপক্ষ: বাংলাদেশ; ভেন্যু: কেপটাউন, দক্ষিণ আফ্রিকা; ১৬ সেপ্টেম্বর, ২০০৭
২। কার্টিস কাম্ফার (আয়ারল্যান্ড): প্রতিপক্ষ: নেদারল্যান্ডস; ভেন্যু: আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত; ১৮ অক্টোবর, ২০২১
৩। ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা): প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: শারজাহ, সংযুক্ত আরব আমিরাত; ৩০ অক্টোবর, ২০২১
৪। কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা): প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: শারজাহ, সংযুক্ত আরব আমিরাত; ৬ নভেম্বর, ২০২১
৫। কার্তিক মেইয়াপ্পান (সংযুক্ত আরব আমিরাত): প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: গিলং, অস্ট্রেলিয়া; ১৮ অক্টোবর, ২০২২
৬। জশ লিটল (আয়ারল্যান্ড): প্রতিপক্ষ: নিউজিল্যান্ড: ভেন্যু: অ্যাডিলেড, অস্ট্রেলিয়া; ৪ নভেম্বর, ২০২২
বেশ নাটকীয়তার পর এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়। তবে এই টুর্নামেন্ট নিয়ে এখনো শেষ হয়নি জটিলতা। এবার খেলা সম্প্রচার নিয়ে পাকিস্তানের ওপর চাপ তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর চাপ তৈরি করেছে প্রতিযোগিতার সম্প্রচারকারী সংস্থা সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ সম্প্রচার করবে চ্যানেলটি।
১ ঘণ্টা আগেইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তিটা এই বছরের ডিসেম্বর পর্যন্ত। গুঞ্জন আছে, ২০২৮ পর্যন্ত নতুন চুক্তি করবেন তিনি। আবার এটাও শোনা যাচ্ছে নতুন ক্লাবে যেতে পারেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তবে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো প্রত্যাশা মেসি কোথাও যাবেন না।
২ ঘণ্টা আগেবিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়শিপে টাইমিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে পুলে নামেন বাংলাদেশি সাঁতারুরা। অ্যানি আক্তার মেয়েদের ১০০ মিটার ফ্রি স্ট্রাইলে ক্যারিয়ারসেরা টাইমিং করলেও আজ হতাশ করেন ৫০ মিটার ফ্রিস্টাইলে।
৪ ঘণ্টা আগেফরাসি প্রসিকিউটররা প্যারিস সেন্ট-জার্মেইয়ের তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরু করার আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালে এক নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তবে মরক্কোর এই ডিফেন্ডার অভিযোগটি অস্বীকার করেছেন।
৪ ঘণ্টা আগে