Ajker Patrika

খাজার জুতোয় পায়রার ছবিতেও আপত্তি আইসিসির

খাজার জুতোয় পায়রার ছবিতেও আপত্তি আইসিসির

ফিলিস্তিনিদের সমর্থন জানতে ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’ লেখা জুতা পরে পার্থ টেস্টে খেলতে চেয়েছিলেন উসমান খাজা। কিন্তু তাঁর পরিকল্পনায় বাধা দেয় আইসিসি। রাজনৈতিক কারণ দেখিয়ে তাঁকে এই জুতা পরে খেলার অনুমতি দেয়নি আইসিসি। 

পরিকল্পনা ভেস্তে যাওয়ায় পার্থ টেস্টে কালো আর্মব্যান্ড পরে খেলেছেন খাজা। কিন্তু এ জন্যও অস্ট্রেলিয়ান ওপেনারকে তিরস্কার শুনতে হয়েছে। তবে এত কিছু হওয়ার পরও দমিয়ে যাননি ৩৬ বছর বয়সী ব্যাটার। দুই দিন পর তাই বক্সিং ডেতে নতুন পরিকল্পনা নিয়ে নামার চিন্তা করেন। কিন্তু এবারও বাধা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 

মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে কোনো লেখা সংবলিত কিছু নয়, জুতা ও ব্যাটে শান্তির প্রতীক পায়রার লোগো লাগিয়ে খেলতে চেয়েছিলেন খাজা। আনুষ্ঠানিকভাবে আইসিসি এখনো কোনো বিবৃতি না দিলেও অস্ট্রেলিয়ার বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটারকে এবারও অনুমতি দেয়নি তারা। 

বেশ কিছু দিন ধরেই ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করে আসছিলেন খাজা। এমন কিছু করবেন যেন কারও আপত্তি থাকবে না। সেই চিন্তা থেকেই শান্তির প্রতীক পায়রা ও ‘01: UDHR’ লেখা লোগো ব্যবহার করতে চেয়েছিলেন তিনি। কেননা ‘01: UDHR’ আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার রেফারেন্স হিসেবেই ব্যবহৃত হয়। এর ফলে ব্যাট ও জুতায় কালো পায়রার লোগো লাগিয়ে অনুশীলনও করেছেন অজি ওপেনার। 

এমন পরিকল্পনা কেন করেছেন তার ব্যাখ্যা গত শুক্রবার দিয়েছেন খাজা। ৩৬ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘ইনস্টাগ্রামে দেখলেই নিরীহ শিশুদের মারা যাওয়ার ভিডিও দেখতে পাই। এ সবে প্রচণ্ডরকম মানসিক আঘাত পাই। আমার ভিন্ন কোনো উদ্দেশ্য বাস্তবায়নের ইচ্ছা নেই। আমি আবেগের সঙ্গে কি অনুভব করছি এবং সত্যিকার অর্থে যা মনে করি, তার ওপর আলোকপাত করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত