Ajker Patrika

টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন উইলিয়ামসন

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৪: ২১
Thumbnail image

কেন উইলিয়ামসনের নেতৃত্বেই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল নিউজিল্যান্ড। এবার উইলিয়ামসন নিজেই ছাড়লেন সাদা পোশাকের অধিনায়কত্ব। সাদা বলের অধিনায়কত্ব চালিয়ে যেতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের এই ব্যাটার।

নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন উইলিয়ামসন। কিউই এই ব্যাটার বলেন, ‘অধিনায়কত্ব মাঠ ও মাঠের বাইরে আমার ওয়ার্কলোড অনেক বাড়িয়ে দিয়েছে। আমি মনে করি এটাই (অধিনায়কত্ব) ছাড়ার সঠিক সময়। নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আলোচনা করে মনে হলো, আগামী দুই বছরে দুই বিশ্বকাপে সাদা বলের অধিনায়কত্ব চালিয়ে যাওয়াই ভালো।’

টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করাটা উপভোগ করেছেন বলে জানিয়েছেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের এই ব্যাটার বলেন, ‘টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়া সত্যিই সম্মানের। আমার কাছে টেস্ট হচ্ছে ক্রিকেটের চূড়া এবং এই সংস্করণে নেতৃত্ব দেওয়াটা আমি উপভোগ করেছি।’

উইলিয়ামসনের পরিবর্তে টেস্টে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন টিম সাউদি। সীমিত ওভারের ক্রিকেটে সাউদির অভিজ্ঞতা থাকলেও টেস্টে এই প্রথম নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন এই পেসার। পাকিস্তানের বিপক্ষে ২৬ ডিসেম্বর করাচি টেস্ট দিয়ে সাদা পোশাকে অধিনায়কত্ব শুরু করতে যাচ্ছেন সাউদি। অধিনায়ক হিসেবে ২২ টি-টোয়েন্টিতে ৭.৭৪ ইকোনমিতে ৩৩ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের এই পেসার। ওয়ানডেতে ১ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৭ ওভারে ৫৫ রান দিয়েছিলেন উইকেটশূন্য থেকে।

২০১০ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন উইলিয়ামসন। অধিনায়ক হিসেবে খেলেছেন ৪০ টেস্ট, ৮৪ ওয়ানডে এবং ৬৯ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৩ ম্যাচে ৪৬.৯২ গড়ে করেছেন ৯০১০ রান, করেছেন ১৮টি সেঞ্চুরি। টেস্টে ১১ সেঞ্চুরিতে ৫৭.৪৩ গড়ে করেছেন ৩৩৩১ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত