Ajker Patrika

চার মহাদেশে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৭ মে ২০২৫, ১৯: ২৪
চার মহাদেশে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। ছবি: ফাইল ছবি
চার মহাদেশে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। ছবি: ফাইল ছবি

বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। সিরিজ শুরুর আগে জানা গেল সম্প্রচার চ্যানেলের নামও। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় কাল রাত ৯টায় প্রথম টি-টোয়েন্টিতে খেলতে নামবে দল দুটি।

দ্বিপক্ষীয় সিরিজ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস। ২৮-৩০ মে ও ১ জুন হবে সিরিজের ম্যাচগুলো। চার মহাদেশে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। এশিয়ায় টেন স্পোর্টস, এ স্পোর্টস, শ্রীলঙ্কায় ডায়ালগ, যুক্তরাজ্যে (ইউরোপ) এআরওয়াই ডিজিটাল, আফ্রিকায় সুপার স্পোর্ট, উত্তর আমেরিকায় দেখা যাবে উইলোতে। অনলাইন লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম তামাশা ও ট্যাপম্যাডেও দেখা যাবে খেলা। এ ছাড়া বিভিন্ন অনলাইন ক্রীড়াভিত্তিক সাইটে পাওয়া যাবে লাইভ স্কোর।

গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে নামার আগে দুই দিন অনুশীলনের সময় পাচ্ছেন লিটন-মেহেদীরা। এই মাঠে অবশ্য পাকিস্তানের বিপক্ষে সবশেষ ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের একটা সুখস্মৃতি আছে সফরকারীদের। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই আবার এই মাঠে। কিছুটা হলেও কন্ডিশন সম্পর্কে ধারণা আছে বাংলাদেশের।

সবশেষ টি-টোয়েন্টি সিরিজে আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তান সফরে নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে চাইবে তারা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের সংস্করণে সাফল্যের হার বেশ কম অতিথিদের। ১৯ টি-টোয়েন্টিতে ৩ জয়ের বিপরীতে ১৬ হার।

পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি:

১ম টি-টোয়েন্টি: বুধবার, ২৮ মে

২য় টি-টোয়েন্টি: শুক্রবার, ৩০ মে

৩য় টি-টোয়েন্টি: রোববার, ১ জুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

বাজে হারের পরও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত