Ajker Patrika

শচীনের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার

শচীনের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার

আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারের শততম টেস্টে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২২ সালে করা সেদিনের সেঞ্চুরিকে পরে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন। এরপর কোনো সংস্করণেই সেঞ্চুরি করতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনার। 

মাঝে তো ফর্ম ও বয়স মিলিয়ে ওয়ার্নারের ক্যারিয়ারের শেষটাই অনেকে দেখেছেন। আজ সবকিছুর জবাব দিলেন ব্যাটিংয়েই। সেই দ্বিশতকের পর আজ প্রথমবার সেঞ্চুরি পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৬ রানের ইনিংস খেলে একটি রেকর্ডও গড়েছেন ওয়ার্নার। সব সংস্করণ মিলিয়ে ওপেনিংয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। 

 ৪৬ সেঞ্চুরি নিয়ে এখন সবার শীর্ষে ওয়ার্নার। শীর্ষে উঠার পথে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন ৩৬ বছর বয়সী ব্যাটার। ওপেনিংয়ে ৪৫ সেঞ্চুরি করেছেন ভারতীয় কিংবদন্তি। এই রেকর্ড হাতছাড়া হলেও ৪ নম্বর পজিশনে সেঞ্চুরির সংখ্যায় শীর্ষেই আছেন ভারতের সাবেক ব্যাটার। ৪৮ সেঞ্চুরি করেছেন তিনি। ৩৯ সেঞ্চুরি নিয়ে দুইয়ে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। 

ওপেনিংয়ে সেঞ্চুরির রেকর্ড ভেঙে আরেকটি কীর্তিতে শচীনের পাশে বসেছেন ওয়ার্নার। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি করার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন দুজনে। ৫টি করে সেঞ্চুরি করেছেন। ৪ সেঞ্চুরি নিয়ে দুইয়ে আছেন বিরাট কোহলি। 

ওয়ার্নারের রেকর্ডের দিনে দ্বিতীয় ওয়ানডেতে বড় সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া। ৮ উইকেটে ৩৯২ রান করেছে সফরকারীরা। তাঁর সঙ্গে সেঞ্চুরি করেছেন প্রথম ওয়ানডের নায়ক মারনাস লাবুশানে। ৯৯ বলে ১২৪ রানের ইনিংস খেলেছেন ঘটনাচক্রে দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ পাওয়া ২৯ বছর বয়সী ব্যাটার। ওয়ানডে ক্যারিয়ারের এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত