Ajker Patrika

বাংলাদেশের বোলারদের প্রশংসায় পাকিস্তানি ক্রিকেটার 

বাংলাদেশের বোলারদের প্রশংসায় পাকিস্তানি ক্রিকেটার 

৪ উইকেটে ১৫৮ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ নাকি পাকিস্তান—কে এগিয়ে তা স্পষ্ট করে বলার সুযোগ নেই। পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব এখানে কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশের বোলারদের।

টস জিতে রাওয়ালপিন্ডিতে গতকাল শুরু হওয়া প্রথম টেস্টে  ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতে প্রথাগত টেস্ট মেজাজে পাকিস্তান খেললেও দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে শুরুতে ছড়ি ঘোরাতে থাকে  বাংলাদেশ। ৮.২ ওভারে ৩ উইকেটে ১৬ রানে পরিণত হয় পাকিস্তান। যেখানে আব্দুল্লাহ শফিককে ফিরিয়েছেন হাসান মাহমুদ। বাজপাখির মতো উড়ে ক্যাচ ধরে জাকির হাসানই মূলত শফিককে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন। হাসানের পর শরীফুল নিয়েছেন শান মাসুদ ও বাবর আজমের দুটি গুরুত্বপূর্ণ উইকেট। যেখানে বাবরের উইকেটের কৃতিত্ব উইকেটরক্ষক লিটন দাসের। প্রথম দিনের খেলা শেষে সাইম বলেছেন, ‘বাংলাদেশ প্রথমে দুর্দান্ত বোলিং করেছে। কাজটা আমাদের জন্য সহজ ছিল না। বাংলাদেশের বোলাররা  কোনো সুযোগই দেয়নি বাংলাদেশের বোলাররা।’

একপ্রান্তে অসহায়ের মতো সতীর্থদের আসা-যাওয়া দেখতে থাকেন পাকিস্তানি ওপেনার সাইম। তিনি এবং সৌদ শাকিল জুটি বেঁধে চতুর্থ উইকেটে যোগ করেন ৯৮ রান। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে প্রথম ফিফটির দেখা পেয়েছেন সাইম। ৯৮ বলে করেছেন ৫৬ রান। পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘প্রথমত ব্যাপারটা ছিল বল দেখে কন্ডিশন যাচাই করা। কোন বোলাররা বেশি কার্যকরী সেটা দেখতে হবে। বাজে বল না পিটিয়ে আমি ছাড়িনি।  উইকেটে যতক্ষণ কাটানো যায়, সেই চিন্তা ছিল আমার। তবে দুর্ভাগ্যজনকভাবে সবকিছু তো আপনার হাতে থাকবে না।’

বৈরি আবহাওয়ায় রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট গতকাল নির্ধারিত সময়ের সাড়ে চার ঘণ্টা পর শুরু হয়। প্রথম দিনে ৪৮ ওভার খেলা হওয়ার কথা থাকলেও হয়েছে ৪১ ওভার। ৫৭ ও ২৪ রানে ব্যাটিং করছেন শাকিল ও রিজওয়ান। পঞ্চম উইকেটে তাঁরা এরই মধ্যে গড়ে ফেলেছেন ৪২ রানের জুটি। বাংলাদেশের দুই পেসার শরীফুল, হাসান নিয়েছেন দুটি করে উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত