Ajker Patrika

পাকিস্তান–শ্রীলঙ্কা ম্যাচের টস আটকে রাখল বৃষ্টি

পাকিস্তান–শ্রীলঙ্কা ম্যাচের টস আটকে রাখল বৃষ্টি

আবহাওয়ার পূর্বাভাসে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির আশঙ্কা আগেই ছিল। হচ্ছেও তাই। বিকেল সাড়ে ৩টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে পৌনে এক ঘণ্টা দেরি হলেও এখনো টসই হয়নি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের মাঠ পুরোপুরি কাভারে ঢাকা। 

ফাইনাল খেলতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। অন্যদিকে পয়েন্ট ভাগাভাগি হলেই ফাইনালে উঠে যাবে শ্রীলঙ্কা। এতে করে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে কপাল পুড়বে পাকিস্তানের। পাকিস্তানকে ২২৮ রানে এবং শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে ফাইনাল ইতিমধ্যে নিশ্চিত করেছে ভারত। 

৪ পয়েন্টে ইতিমধ্যে ফাইনালে রোহিত শর্মা–বিরাট কোহলিরা। শ্রীলঙ্কা ও পাকিস্তানের পয়েন্ট সমান ২। পয়েন্ট সমান হলেও শ্রীলঙ্কার-০.২০০ নেট রানরেট বিপরীতে পাকিস্তানের-১.৮৯২। 

ম্যাচ হলে আজ যে দল জিতবে, তারাই ৪ পয়েন্ট নিয়ে ভারতের বিপক্ষে ফাইনালে লড়বে। যদি বৃষ্টি ভাসিয়ে নেয় ম্যাচ, তাহলে দুই দলই একটি করে পয়েন্ট পাবে। তখন দুই দলের পয়েন্ট সমান হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় লঙ্কানরা উঠবে ফাইনালে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত