Ajker Patrika

আইপিএলেও অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি

আইপিএলেও অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি

কদিন আগেই ঘোষণা দিয়েছেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার। বিরাট কোহলি গতকাল রোববার রাতে ঘোষণা দিয়েছেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নেতৃত্বে তিনি থাকছেন না।। বেঙ্গালুরুর পোস্ট করা একটি ভিডিও বার্তায় নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কোহলি।

ভিডিও বার্তায় কোহলি বলেছেন, ‘আজ  (রোববার) বিকেলে দলের সঙ্গে আমার কথা হয়েছে। আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে সবাইকে জানাতে চাই, এটাই অধিনায়ক হিসেবে আরসিবিতে আমার শেষ মৌসুম। আজ (রোববার) বিকেলেই দল পরিচালন কমিটির সঙ্গে আমার কথা হয়েছে। বেশ কিছুদিন ধরেই এই সিদ্ধান্তের কথা চিন্তাভাবনা করছিলাম।”

কোহলি আরও যোগ করেছেন, ‘কিছুদিন আগেই টি-টোয়েন্টিতে জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছি। এতে যেন অনেক বছর আমার ওপরে চেপে থাকা দায়িত্বের ভার কিছুটা কমে। নিজেকে সতেজ রাখতে, মানসিকভাবে ঠিক রাখতে এবং ভবিষ্যতে কী করতে চাই সেটার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি।’ 

অধিনায়কত্ব ছাড়লেও বেঙ্গালুরু ছাড়ার চিন্তা নেই কোহলির। বলেছেন, ‘আইপিএলে আমার শেষ পর্যন্ত নিজেকে আরসিবির একজন শুধুই খেলোয়াড় হিসেবেই দেখতে চাই। আমাকে সমর্থন ও  আমার ওপর আস্থা রাখায় সবাইকে ধন্যবাদ।’ 

২০০৮ সালে আইপিএল খেলা শুরু করা কোহলি ক্যারিয়ারের শুরু থেকেই বেঙ্গালুরুতে আছেন। অধিনায়কত্ব করছেন ২০১৩ থেকে। ১৩২ ম্যাচে জিতেছেন ৬২, হেরেছেন ৬৬ ম্যাচে। অধিনায়ক এমনকি খেলোয়াড় হিসেবেও এখনো কোহলির আইপিএল জেতা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত