Ajker Patrika

বালি-পাখা দিয়ে মাঠ শুকিয়েও হলো না ভারত-পাকিস্তান ম্যাচ

নিজস্ব প্রতিবেদক, কলম্বো থেকে
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২২: ২৬
বালি-পাখা দিয়ে মাঠ শুকিয়েও হলো না ভারত-পাকিস্তান ম্যাচ

ফেসবুক-ইউটিউবের এই যুগে, প্রযুক্তির উৎকর্ষতার এই সময়ে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মজার কিছু দৃশ্য দেখা গেল আজ। বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল বলে ভারত-পাকিস্তান ম্যাচের জন্যই শুধু রিজার্ভ ডে রাখা হয়েছে। অনুমিতভাবেই স্থানীয় সময় বিকেল ৪টা ৫২ মিনিটে নেমে এল বৃষ্টি। সঙ্গে দমকা হাওয়া। 

১ ঘণ্টার টানা বৃষ্টি শেষে কাভার সরানো হলো। এরপর যে কায়দায় মাঠ শোকানোর ব্যবস্থা হলো তাতে শুধুই বিস্ময় বাড়াল। মাঠে ফোম বিছিয়ে তার ওপর মাঠকর্মীরা লাফালাফি শুরু করলেন। কিছুক্ষণ পর বালি ছিটানো হলো। সেই বালি আবার ঝাড়ু দেওয়া হলো। একপর্যায়ে পিচের পাশে বড় দুটি পাখা আনা হলো পানি শুকাতে। মাঝে আবার ট্র্যাক্টরও দেখা গেল মাঠে। প্রেমাদাসার পানি নিষ্কাশন ব্যবস্থা কত দুর্বল, ছবিগুলোই তা বলে দেয়। আধুনিক যন্ত্র কিংবা প্রযুক্তি নয়, তারা মাঠ শুকানোর চেষ্টা করেছে আদি কায়দায়। 

প্রায় আড়াই ঘণ্টায় অনেক কসরত করে যখন মাঠ প্রায় শুকিয়ে খেলার উপযোগী করে তোলা হলো, তখন বোধ হয় মুচকি হাসছিল বৃষ্টি। স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে আবার বৃষ্টি। ১৫ মিনিটের মধ্যে সে বৃষ্টি চলেও গেল। কিন্তু ম্যাচ অফিশিয়ালরা আর অপেক্ষা করেননি। এরই মধ্যে ম্যাচ আজকের মতো বাতিল করা হলো। বৃষ্টির আগ পর্যন্ত ভারতের স্কোর ছিল ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান। দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল ফিরেছেন ফিফটি করে। কাল ঠিক বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় এখান থেকেই শুরু করবে ভারত। রিজার্ভ ডের ব্যবহার তাহলে শুরু হয়ে গেল। অনেকে মজা করে বলছেন, সাদা বলের টেস্ট খেলছে দুই দল। 

রিজার্ভ ডে নিয়ে যতই বিতর্ক হোক আজ দুপুরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ এটির সমর্থনে ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘ভারত চেয়েছিল। আমরাও চেয়েছিলাম রিজার্ভ ডে। এসিসি এই ম্যাচ দিয়েই সবচেয়ে বেশি রাজস্ব আয় করে। রিজার্ভ ডে করা সে কারণেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত