Ajker Patrika

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনতে বললেন শেবাগ

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনতে বললেন শেবাগ

হার্শাল প্যাটেলের হ্যাটট্রিকে গতরাতে মুম্বাই ইন্ডিয়ানসকে সহজেই হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচে হার্শাল ছাড়াও দুর্দান্ত বোলিং করেছে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ৪ ওভার বোলিং করে ১১ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। চাহালের বোলিং বেশ মনে ধরেছে বীরেন্দর শেবাগের।

ভারতের টি-টোয়েন্টির বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি চাহালের। দলীয় সমন্বয়ের কারণে দুই লেগ স্পিনার বরুণ চক্রবর্তী ও রাহুল চাহারের কাছে জায়গা হারিয়েছেন তিনি। গত রাতের ম্যাচের পর শেবাগ ভারতের বিশ্বকাপ দল নিয়ে প্রশ্ন তুলেছেন। চাহালের পারফরম্যান্স দেখে বিশ্বকাপজয়ী সাবেক এই ভারতীয় ওপেনার মনে করেন, ভারত চাইলে বিশ্বকাপ দলে পরিবর্তন আনতে পারে।

৩০ বছর বয়সী হার্শালের পারফরম্যান্সেও মুগ্ধ হয়েছেন শেবাগ। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে বেঙ্গালুরুর জয়টাও দারুণ উপভোগ করেছেন শেবাগ। চাহালকে বিশ্বকাপ দলে ঢোকানোর দাবি জানিয়ে শেবাগ টুইটে লিখেছেন, ‘যুজবেন্দ্র চাহাল দেখিয়ে দিয়েছে, কেন ও স্মার্ট ক্রিকেটার। অসাধারণ জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৫ সদস্যের চূড়ান্ত দলে চাইলে এখনো পরিবর্তন আনতে পারে ভারত।’

স্কোয়াডে থাকা আরেক লেগ স্পিনার চাহারের সঙ্গে চাহালের তুলনা টেনে শেবাগ রায় চাহালের পক্ষে। তিনি বলেছেন, ‘রাহুল চাহারকে এমন কিছু করতে দেখি না। আমি বুঝতে পারছি না, কেন চাহালকে বাদ দেওয়া হয়েছে। সে যেকোনো দলে সুযোগ পাওয়ার দাবিদার।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত