Ajker Patrika

শান্ত-বাবরকে হারিয়ে সেরা আইরিশদের টেক্টর

শান্ত-বাবরকে হারিয়ে সেরা আইরিশদের টেক্টর

প্রথম আইরিশ হিসেবে মাস সেরার পুরস্কার জিতলেন হ্যারি টেক্টর। মে মাসের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন আয়ারল্যান্ডের এই ব্যাটার। মাস সেরার পুরস্কার জিততে তাঁকে দুর্দান্ত প্রতিযোগিতা করতে হয়েছে বাকি দুজনের সঙ্গে। 

টেক্টরের দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন বাবর আজম ও নাজমুল হোসেন শান্ত। মে মাসে এই দুই ব্যাটারও দুর্দান্ত ছন্দে ছিলেন। ভোটাভুটির মাধ্যমে আজ মাস সেরার টেক্টরের নাম ঘোষণা করে আইসিসি। 

গত মাসে তিনটি ওয়ানডে খেলেছেন টেক্টর। তিনটিই চেমসফোর্ডে বাংলাদেশের বিপক্ষে। সিরিজে দুর্দান্ত এক সেঞ্চুরির সঙ্গে ২০৬ রান করেন ২৩ বছর বয়সী ব্যাটার। ওই সিরিজে শান্তও একটি সেঞ্চুরি করেছিলেন। সব মিলিয়ে ১৯৬ রান করা শান্তর অবিশ্বাস্য পারফরম্যান্সে ২-০ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক বাবর ৫ নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে বিপরীতে ২ ফিফটির বিপরীতে ১ সেঞ্চুরিতে ২৭৬ রান করেছিল।

টেক্টরের সঙ্গে নারীদের মাস সেরার পুরস্কার জিতেছেন থাইল্যান্ডের থিপাচা পুথাওং। এ নিয়ে টানা দ্বিতীয়বার মাস সেরার পুরস্কার উঠল সহযোগী দেশ থাইল্যান্ডের হাতে। সেরার স্বীকৃতি পেয়ে টেক্টর বলেছেন, ‘ক্রিকেট দলীয় খেলা। তাই আমার এই পুরস্কার আয়ারল্যান্ড ক্রিকেট দলের উন্নতিরই ছবি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত