Ajker Patrika

এবার বাংলাদেশের ইতিহাস বদলাতে চান লিটন

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০০: ৪২
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। ছবি: ক্রিকইনফো
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। ছবি: ক্রিকইনফো

ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের জন্য এই সংস্করণে ইতিহাস স্বস্তির না হলেও এবার তারা লিখতে চায় ভিন্ন গল্প।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাঠে টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি। ছয় ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে বাংলাদেশ। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি। বাংলাদেশকে এবার নেতৃত্ব দেবেন লিটন দাস। টি-টোয়েন্টি সিরিজটা যে চ্যালেঞ্জিং হবে, সেটা লিটন নিজেও মানছেন। সংবাদমাধ্যমকে গতকাল রাতে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সাধারণত আমাদের জন্য টি-টোয়েন্টি ম্যাচগুলো কঠিনই হয়, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে। তবে আমরা চেষ্টা করব এখান থেকে কীভাবে ভালো কিছু করা যায়। ভালো একটি সিরিজ খেলাই আমাদের লক্ষ্য।’

কিংসটাউনের আর্নস ভেলে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল টানা দুই সেশন কৃত্রিম আলোতে অনুশীলন করেছে। প্রস্তুতি কেমন হয়েছে, সেটা সংবাদমাধ্যমকে জানিয়েছেন লিটন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘নাহ প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। কারণ গতকাল (শনিবার) আমরা আলোতে অনুশীলন করেছি। দলের বেশিরভাগ ক্রিকেটার ওয়ানডে সিরিজ খেলেছে। ফলে সবাই খেলার মধ্যে আছে। দু-একজন নতুন ক্রিকেটার সুযোগ পেয়েছে, তারাও অনুশীলনের সময় পেয়েছে।’

সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সবশেষ খেলেছে এ বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেখানে তিন ম্যাচ খেলে তারা জিতেছিল ২ ম্যাচ। এক ম্যাচ হেরেছিল। আফগানিস্তানের বিপক্ষে সেই হারে বাংলাদেশের সেমির স্বপ্নভঙ্গ হয়েছিল। ছয় মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় উইকেট সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে লিটনের। ক্যারিবীয় কন্ডিশন নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপের সময়কার উইকেটের চেয়ে এখনকার উইকেট কিছুটা ভিন্ন মনে হয়েছে।

গতকালের অনুশীলনে উইকেট দেখেও তেমনটাই মনে হয়েছে। তারা হয়তো ভিন্নভাবে উইকেট প্রস্তুত করেছে। আমরা এখনো দলের কম্বিনেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসিনি। তবে সেরা একাদশ সাজানোর চেষ্টা করব, যা বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হবে।’

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি টি-টোয়েন্টি হবে সেন্ট ভিনসেন্টে। ১৮ ও ২০ ডিসেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত