Ajker Patrika

‘বিশ্বকাপ বর্জন করতে পারে পাকিস্তান’ 

‘বিশ্বকাপ বর্জন করতে পারে পাকিস্তান’ 

এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব শুরু গত বছর থেকেই। দুই পক্ষের মধ্যে চলছে কাদা ছোঁড়াছুঁড়ি। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হুমকি দিয়েছেন এশিয়া কাপ বর্জনের।

এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। যেখানে নিরাপত্তার অজুহাতে ভারতীয় দল আসতে চাচ্ছে না পাকিস্তানে। পিসিবি তাই ভারতকে ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাব দেয়। পিসিবির প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী, পাকিস্তানেই হবে সব ম্যাচ। শুধু ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে যেমন সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ডেও হতে পারে। বিসিসিআই এখনো কিছু পিসিবিকে জানায়নি। শেঠির ধারণা, বিসিসিআই পুরো টুর্নামেন্ট পাকিস্তানের বাইরে চাইছে। রয়টার্সকে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘তারা সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে চাচ্ছে। আমাদের সামনে যেন কোনো সমস্যা না হয়, সে জন্য বিসিসিআইয়ের ভালো সিদ্ধান্ত নেওয়া উচিত। ভারতের এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত না যাতে আমরা এশিয়া কাপ ও বিশ্বকাপ বর্জন করি। এমনটা হওয়ার সম্ভাবনাই বেশি।’

ভারতে এবারের ওয়ানডে বিশ্বকাপ ৫ অক্টোবর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শেঠি এখানেও ‘হাইব্রিড মডেলের’ দাবি করেছিলেন। পিসিবি চেয়ারম্যান তখন বলেন, ‘আমার কথা হচ্ছে, যখন বিশ্বকাপ হবে তখনও আমরা একই মডেল এখানে কাজে লাগাতে পারি। ভারতীয় সরকার বিসিসিআইকে পাকিস্তানে খেলতে অনুমতি দিচ্ছে না। তেমনি ভারতে খেলতে আমাদের সরকারও অনুমতি দেবে না। তাই আমাদের ম্যাচ হতে পারে বাংলাদেশে বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত