ক্রীড়া ডেস্ক
এশিয়া কাপের ফাইনালকে একপেশে বানিয়ে ফেলেছিলেন মোহাম্মদ সিরাজ। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে অঙ্গার হয় শ্রীলঙ্কা। এক ওভারে ৪ উইকেটের কীর্তির সঙ্গে ক্যারিয়ার সেরা ২১ রানে ৬ উইকেট নেন তিনি।
সিরাজের তাণ্ডবে মাত্র ৫০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। পরে ১০ উইকেটের জয়ে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত। দলকে চ্যাম্পিয়ন করার পুরস্কার হিসেবে সেদিন ফাইনাল সেরা হয়েছিলেন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এবার আরও বড় সাফল্য পেয়েছেন ভারতীয় পেসার।
আজ আইসিসির র্যাঙ্কিং হালনাগাদে নিজের পুরোনো সিংহাসন পেয়েছেন সিরাজ। ৮ ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন তিনি। বছরের শুরুতেও শীর্ষে ছিলেন। জানুয়ারিতে ক্যারিয়ারে প্রথমবার শীর্ষে উঠলেও বেশি দিন তা ধরে রাখতে পারেননি। মার্চেই জশ হ্যাজলউডের কাছে জায়গা হারান। এবার অস্ট্রেলিয়ান পেসারকে পেছনে ফেলেই আবারও চূড়ায় তিনি।
এশিয়া কাপে ৪ ইনিংসে ১০ উইকেট নেন সিরাজ। সিরাজের মতো এশিয়া কাপের পারফরম্যান্সে এগিয়েছেন আফগানিস্তানের দুই স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খান। দুই ও তিন ধাপ এগিয়ে চার ও পাঁচে আছেন মুজিব-রশিদ। দুই স্পিনারের ওপরে আছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। আগের জায়গায় আছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দেশের হয়ে তাঁর শীর্ষ ১৪ নম্বরের বিপরীতে তিন ধাপ পিছিয়ে ২৯ নম্বরে মোস্তাফিজুর রহমান।
অন্যদিকে ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাবর আজম শীর্ষ স্থান ধরে থাকলেও ২০ এগিয়ে ৯ নম্বরে আছেন হেনরিখ ক্ল্যাসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৩ বলে ১৭৪ রানে বিধ্বংসী ইনিংস খেলার ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। তাঁর চেয়ে আর কোনো ব্যাটার সর্বোচ্চ স্ট্রাইকরেটে (২০৯.৬৩) বেশি রান করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার ব্যাটারের দিনই সেঞ্চুরি করা ডেভিড মালানেরও উন্নতি হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৩ ম্যাচে ২৭৭ রানে ক্যারিয়ার সেরা ১৩ নম্বরে আছেন মালান। বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে শীর্ষে থাকা মুশফিকুর রহিমের (২০ নম্বরে) কোনো পরিবর্তন না হলেও উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। ভারতের বিপক্ষে ৮০ রানের ইনিংসের সৌজন্যে তিন ধাপ এগিয়ে ৩১তম স্থানে বাংলাদেশি অলরাউন্ডার।
এশিয়া কাপের ফাইনালকে একপেশে বানিয়ে ফেলেছিলেন মোহাম্মদ সিরাজ। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে অঙ্গার হয় শ্রীলঙ্কা। এক ওভারে ৪ উইকেটের কীর্তির সঙ্গে ক্যারিয়ার সেরা ২১ রানে ৬ উইকেট নেন তিনি।
সিরাজের তাণ্ডবে মাত্র ৫০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। পরে ১০ উইকেটের জয়ে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত। দলকে চ্যাম্পিয়ন করার পুরস্কার হিসেবে সেদিন ফাইনাল সেরা হয়েছিলেন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এবার আরও বড় সাফল্য পেয়েছেন ভারতীয় পেসার।
আজ আইসিসির র্যাঙ্কিং হালনাগাদে নিজের পুরোনো সিংহাসন পেয়েছেন সিরাজ। ৮ ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন তিনি। বছরের শুরুতেও শীর্ষে ছিলেন। জানুয়ারিতে ক্যারিয়ারে প্রথমবার শীর্ষে উঠলেও বেশি দিন তা ধরে রাখতে পারেননি। মার্চেই জশ হ্যাজলউডের কাছে জায়গা হারান। এবার অস্ট্রেলিয়ান পেসারকে পেছনে ফেলেই আবারও চূড়ায় তিনি।
এশিয়া কাপে ৪ ইনিংসে ১০ উইকেট নেন সিরাজ। সিরাজের মতো এশিয়া কাপের পারফরম্যান্সে এগিয়েছেন আফগানিস্তানের দুই স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খান। দুই ও তিন ধাপ এগিয়ে চার ও পাঁচে আছেন মুজিব-রশিদ। দুই স্পিনারের ওপরে আছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। আগের জায়গায় আছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দেশের হয়ে তাঁর শীর্ষ ১৪ নম্বরের বিপরীতে তিন ধাপ পিছিয়ে ২৯ নম্বরে মোস্তাফিজুর রহমান।
অন্যদিকে ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাবর আজম শীর্ষ স্থান ধরে থাকলেও ২০ এগিয়ে ৯ নম্বরে আছেন হেনরিখ ক্ল্যাসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৩ বলে ১৭৪ রানে বিধ্বংসী ইনিংস খেলার ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। তাঁর চেয়ে আর কোনো ব্যাটার সর্বোচ্চ স্ট্রাইকরেটে (২০৯.৬৩) বেশি রান করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার ব্যাটারের দিনই সেঞ্চুরি করা ডেভিড মালানেরও উন্নতি হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৩ ম্যাচে ২৭৭ রানে ক্যারিয়ার সেরা ১৩ নম্বরে আছেন মালান। বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে শীর্ষে থাকা মুশফিকুর রহিমের (২০ নম্বরে) কোনো পরিবর্তন না হলেও উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। ভারতের বিপক্ষে ৮০ রানের ইনিংসের সৌজন্যে তিন ধাপ এগিয়ে ৩১তম স্থানে বাংলাদেশি অলরাউন্ডার।
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৪ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
৭ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
৭ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
৮ ঘণ্টা আগে