অনলাইন ডেস্ক
প্রথম ওয়ানডেতে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপকে চাপে রাখতে না পারার হতাশা ঝরেছিল অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কণ্ঠে। তবে দ্বিতীয় ওয়ানডেতে সেই হতাশা নিজেদের ব্যাটিং ব্যর্থতায়। শুরুতেই উইকেটে ধস, মাঝের ওভারগুলোতে পরিকল্পনামতো খেলতে না পারা, আর বড় কোনো জুটি না হওয়ায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও আরও বড় হার দেখল বাংলাদেশ।
ম্যাচ শেষে দলের ব্যাটিং ব্যর্থতার কথা অকপটে স্বীকার বাংলাদেশ অধিনায়ক মিরাজ বললেন, ‘আমরা মাঝের ওভারগুলোতে ভালো ব্যাটিং করতে পারিনি। কোনো জুটি গড়তে পারিনি, আর একের পর এক উইকেট হারিয়েছি। মাহমুদউল্লাহ ও সাকিব ভালো খেলেছেন, কিন্তু ব্যাটিংয়ে আমাদের ভুলগুলোই আমাদের ডুবিয়েছে।’
দ্রুত ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডারও ঢাল হতে পারেনি। ব্যতিক্রম শুধু মাহমুদউল্লাহ (৬২) ছিলেন। শেষ দিকে তানজিম হাসান সাকিবও (৪৫) খেলেছেন কার্যকর এক ইনিংস। তাতে স্কোরটা পেরোয় দুই শ। মিরাজ বললেন, ‘এই স্কোর জয়ের জন্য যথেষ্ট ছিল না, ‘আমাদের স্কোর যথেষ্ট ছিল না; ৩০০ প্লাস রান প্রয়োজন ছিল।’
দাপট দেখিয়েছেন ক্যারিবীয় পেসাররা। জেডেন সিলস নিয়েছেন ৪ উইকেট। উইন্ডিজ বোলিং আক্রমণের প্রশংসা করলেন মিরাজও, ‘সিলস ও তার বোলিং ইউনিট অসাধারণ বোলিং করেছে।’ বোলিংয়ে রানা প্রশংসা করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের প্রথম ১০ ওভারে দারুণ বোলিং হয়েছে, বিশেষ করে আমাদের সেরা বোলার রানা অসাধারণ বল করেছেন।’ তবে এই উইকেটে ২২৭ রানে নির্ভর করা কঠিন মনে করেন মিরাজ।
প্রথম ওয়ানডেতে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপকে চাপে রাখতে না পারার হতাশা ঝরেছিল অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কণ্ঠে। তবে দ্বিতীয় ওয়ানডেতে সেই হতাশা নিজেদের ব্যাটিং ব্যর্থতায়। শুরুতেই উইকেটে ধস, মাঝের ওভারগুলোতে পরিকল্পনামতো খেলতে না পারা, আর বড় কোনো জুটি না হওয়ায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও আরও বড় হার দেখল বাংলাদেশ।
ম্যাচ শেষে দলের ব্যাটিং ব্যর্থতার কথা অকপটে স্বীকার বাংলাদেশ অধিনায়ক মিরাজ বললেন, ‘আমরা মাঝের ওভারগুলোতে ভালো ব্যাটিং করতে পারিনি। কোনো জুটি গড়তে পারিনি, আর একের পর এক উইকেট হারিয়েছি। মাহমুদউল্লাহ ও সাকিব ভালো খেলেছেন, কিন্তু ব্যাটিংয়ে আমাদের ভুলগুলোই আমাদের ডুবিয়েছে।’
দ্রুত ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডারও ঢাল হতে পারেনি। ব্যতিক্রম শুধু মাহমুদউল্লাহ (৬২) ছিলেন। শেষ দিকে তানজিম হাসান সাকিবও (৪৫) খেলেছেন কার্যকর এক ইনিংস। তাতে স্কোরটা পেরোয় দুই শ। মিরাজ বললেন, ‘এই স্কোর জয়ের জন্য যথেষ্ট ছিল না, ‘আমাদের স্কোর যথেষ্ট ছিল না; ৩০০ প্লাস রান প্রয়োজন ছিল।’
দাপট দেখিয়েছেন ক্যারিবীয় পেসাররা। জেডেন সিলস নিয়েছেন ৪ উইকেট। উইন্ডিজ বোলিং আক্রমণের প্রশংসা করলেন মিরাজও, ‘সিলস ও তার বোলিং ইউনিট অসাধারণ বোলিং করেছে।’ বোলিংয়ে রানা প্রশংসা করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের প্রথম ১০ ওভারে দারুণ বোলিং হয়েছে, বিশেষ করে আমাদের সেরা বোলার রানা অসাধারণ বল করেছেন।’ তবে এই উইকেটে ২২৭ রানে নির্ভর করা কঠিন মনে করেন মিরাজ।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে